১. জনাব এনাম খান ভালো চাকরি না পেয়ে অবশেষে বাড়িতে ফিরে
নিজেদের পরিত্যক্ত বড় পুকুরটি সংস্কার করেন। এরপর তাতে বৈজ্ঞানিক উপায়ে বিভিন্ন
প্রজাতির স্তরভিত্তিক মাছ চাষ শুরু করেন। বর্তমানে এনাম খান একজন জনপ্রিয় এবং সফল
মাছ চাষি। তার এই কার্যক্রম এখন অনেকেই অনুসরণ করছে।
ক. ব্যবসায় কী? ১
খ. বাণিজ্য বলতে কী বোঝ? ২
গ. মি. এনাম খানের গৃহীত কার্যক্রম কোন ধরনের শিল্প?
ব্যাখ্যা কর। ৩
ঘ. মি. এনামের গৃহীত এমন উদ্যোগ কি দেশের বেকারত্ব হ্রাসে
ইতিবাচক ভূমিকা পালন করবে? মতামত দাও। ৪
২. হাসান ও কামাল দু’জন ব্যবসায়ী। হাসান সীমিত মুনাফা ও মানসম্মত সেবা এই দুই নীতির
আলোকে ব্যবসায় করেন। তার ব্যবসায়ে মুনাফা কম হলেও তিনি খুশি। অন্যদিকে কামাল হঠাৎ
করে ধনী হওয়ার আশায় ক্রেতাকে মিথ্যা কথা বলে অপেক্ষাকৃত নিুমানের পণ্য সাজিয়ে দেয়।
ক্রেতারা তাৎক্ষণিকভাবে তা না বুঝলেও পরবর্তীতে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া প্রদর্শন
করে।
ক. মূল্যবোধ কী? ১
খ. ‘শিল্পোন্নয়নের
সবচেয়ে বড় সমস্যা পরিবেশ দূষণ’-
ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে বর্ণিত হাসান কার প্রতি সামাজিক দায়িত্ব পালন
করে? ব্যাখ্যা কর। ৩
ঘ. কামালের বাসায় কার্যক্রমটি নৈতিকতার বিচারে মূল্যায়ন কর।
৪
৩. জনাব অনিন্দ ও তার ছয় বন্ধু একত্রিত হয়ে ৮০ কোটি টাকা
মূলধন নিয়ে আনন্দ ট্রেডার্স নামে একটি ব্যবসায় গঠন করেন। অনিন্দ ও তার বন্ধু শিপন
পরিচালক নিযুক্ত হন। তাদের সঠিক পরিচালনায় প্রতিষ্ঠানটি অল্প সময়েই সফলতার মুখ
দেখে পরবর্তীতে তারা পরিচালকের সংখ্যা ও মূলধন বৃদ্ধিসহ ব্যবসায়টি সম্প্রসারণের
সিদ্ধান্ত গ্রহণ করেন। এ লক্ষ্যে তারা জনগণের মাঝে উচ্চতার সুদের ব্যাংক ঋণের
পরিবর্তে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের উদ্যোগ নেন।
ক. পরিমেল নিয়মাবলি কী? ১
খ. কোম্পানির চিরন্তর অস্তিত্ব বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে উল্লিখিত পর্যায়ের ব্যবসায়টি কোন ধরনের?
ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে ১ম ও ২য় পর্যায়ের ব্যবসায়ের মধ্যে কোনটি
অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
৪
৪. রাদিম, নাদিম ও হাসিব একটি অংশীদারি ব্যবসায়ের সদস্য।
রাদিম ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন ও ব্যবসায় পরিচালনায়ও
অংশগ্রহণ করেন। নাদিম মূলধন বিনিয়োগ করেন কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করেন না।
হাসিব মূলধন বিনিয়োগ করেন না আবার পরিচালনায়ও অংশ নেন না। তবে ব্যবসায়ে তার যথেষ্ট
সুনাম রয়েছে। হঠাৎ রাদিম মস্তিষ্ক বিকৃতির কারণে কর্তব্য পালনে স্থায়ীভাবে অসমর্থ
হন।
ক. কী ব্যতীত সমবায় শব্দটি ব্যবহার করা যায় না? ১
খ. রাষ্ট্রীয় ব্যবসায় বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে হাসিব কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর? ৩
ঘ. উল্লিখিত অংশদারি ব্যবসায় টিকে থাকার সম্ভাবনা কতটুকু?
যুক্তিসহ লিখ। ৪
৫. হাতেম আলী একজন কৃষক। তিনি জমি চাষ করার জন্য
একজোড়া গরু ক্রয় করলেন। তার স্ত্রী বাজার থেকে কাপড় ক্রয়
করে এনে নিজের সন্তানের জন্য জামা তৈরি করলেন এবং কিছু জামা-বাজারেও বিক্রি করলেন।
ক. বাণিজ্য কী? ১
খ. উৎপাদনের বাহন কোনটি? ব্যাখ্যা কর ২
গ. হাতেম আলীর গরু ক্রয়ের কাজটি ব্যবসায় কিনা? ব্যাখ্যা কর।
৩
ঘ. হাতেম আলীর স্ত্রীর কার্যক্রমটি ব্যবসায়িক দৃষ্টিতে
মূল্যায়ন কর ৪
৬. মি. ইমরান পণ্য ক্রয়ের বিষয়ে খুবই সাবধান থাকেন।
বাংলাদেশি কোনো পণ্য কিনতে গেলে তিনি দেখেন যথাযথ
কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে কিনা। বিশেষ করে খাদ্য ও প্রসাধনী সামগ্রীর বেলায় এটা
থাকতেই হবে। ব্র্যান্ড পণ্য কেনার প্রতি তার আগ্রহ। তিনি মনে করেন ইউনিলিভার,
স্কয়ার ইত্যাদি বড় প্রতিষ্ঠানে একটা আদর্শমান মেনে চলা হয়। এ ক্ষেত্রে নকলের
সম্ভাবনাও কম।
ক. বিমা কী? ১
খ. মেধাসম্পদ বলতে কী বোঝায়? ২
গ. মি. ইমরান কোনো ধরনের কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা
পরীক্ষা করেন? ব্যাখ্যা কর। ৩
ঘ. মি. ইমরান যে আইনগত বিষয়টি দেখে পণ্য ক্রয় করেন তার
যথার্থতা মূল্যায়ন কর। ৪
৭. মি. রাকিব নিজ জমিতে কৃষিপণ্য ও মাছ চাষ করেন। সারা
বছর ভোগ করা যায়, এমন পণ্যগুলো তড়িঘড়ি করে বিক্রি করতে গিয়ে
কিছু পণ্য পচে নষ্ট হয়। ফলে মুনাফার পরিমাণ কমে যায়, পরবর্তীতে তিনি স্থানীয়
প্রচার মাধ্যমে পণ্যের গুণাগুণ তুলে ধরায় পণ্য বিক্রির পরিমাণ বহু গুণ বেড়ে যায়।
বর্তমানে তিনি একজন সফল চাষি হিসেবে পুরস্কৃত হন।
ক. টেলিভিশনে বিজ্ঞাপন প্রদর্শন কোন ধরনের স্লাইড? ১
খ. স্থানগত উপযোগ সৃষ্টি করে কে? ব্যাখ্যা কর ২
গ. মি. রাকিবের ব্যবসায়ে ১ম পর্যায়ে বিপণন কার্যাবলির
কোনটির অভাব পরিলক্ষিত হয়? বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকের মি. রাকিবের সফল চাষি হিসেবে
পুরস্কারপ্রাপ্তিতে কোনটির সহায়ক ভূমিকা পালন করেছে? মতামত দাও।
৮. কাজল পাঁচ বছর পর ইতালি থেকে এ দেশে এসেছেন। নিজে
অনেক অর্থের মালিক হলেও গ্রামের আর্থ-সামাজিক অবস্থা ভালো
নয়। কিছুদিন আগে পল্লী বিদ্যুৎ লাইন সংযোগ হয়েছে। কাজল আর বিদেশে যেতে চান না। তাই
গ্রামের বাজারে একটি ফ্রিজ, টিভির দোকান দিলেন। ভেবেছেন যা আয় হবে তাতেই চলবে।
কিন্তু এক বছর যেতে না যেতেই কাজল বড় ধরনের লোকসানের সম্মুখীন হলেন।
ক. প্রকল্প নির্বাচনের পদ্ধতি কয়টি? ১
খ. পরিকল্পনা কীভাবে ব্যবসায়িকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে
সাহায্য করে? ২
গ. কাজল ব্যবসায় স্থাপনে ম্যাক্রোস্ক্রিনিংয়ের কোন দিকটি
যাচাই করেননি তা বর্ণনা কর। ৩
ঘ. ব্যবসায়ের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কাজলের করণীয়
বিশ্লেষণ কর। ৪
৯. মি. আশিক কক্সবাজারে ‘লিমা সল্ট ইন্ডাস্ট্রিজ’ নামে একটি
লবণ প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করেন। তার জমি ও
কারখানা ভবন ব্যতিরেকে অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য তিন কোটি টাকা। বর্তমানে তার
কারখানায় কর্মরত শ্রমিকের সংখ্যা ৩৫ জন।
ক. খদ্দর শিল্পটি কোথায় অবস্থিত? ১
খ. কুটিরশিল্প বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে মি. আশিকের ব্যবসায়টি যে শিল্পের অন্তর্গত তা
ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে শিল্প স্থাপনে মি. আশিক কক্সবাজারকে নির্বাচন
করার যৌক্তিকতা মূল্যায়ন কর। ৪
১০. মি. আসলাম বাজারে একটি মনিহারি দোকান দিয়েছেন।
তিনি শহর থেকে বিভিন্ন ধরনের জিনিস ক্রয় করে এনে দোকানে
বিক্রি করেন। তার মার্জিত ব্যবহার সহজেই ক্রেতাদের আকৃষ্ট করে। তিনি সততা ও
বিশ্বস্ততার সঙ্গে ব্যবসায় করেন বলে কয়েক বছরেই বেশ উন্নতি করেছেন।
ক. বিপণন কী? ১
খ. প্রমিতকরণ কী? ব্যাখ্যা কর ২
গ. বণ্টন প্রণালিতে মি. আসলামের অবস্থান দেখাও ৩
ঘ. একজন মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে উদ্দীপকে মি. আসলামের কোন
ধরনের বিক্রয় কর্মীর গুণাবলি ফুটে উঠেছে। সেগুলো মূল্যায়ন কর ৪
১১. জনাব কাজল নোয়াখালী বিসিক শিল্প এলাকায় একটি জুস
তৈরির কারখানা স্থাপনের চিন্তাভাবনা করেছেন। তিনি
প্রতিষ্ঠানটি নিবন্ধন করতে চান। উন্নতমানের জুস তৈরির জন্য কোন ধরনের মেশিন
নির্বাচন করবেন এবং কোন উৎস থেকে পুঁজি আসবে এসব সহায়তা আশা করছেন।
ক. বিসিকের প্রধান কাজ কোনটি? ১
খ. একজন উদ্যোক্তার সহায়তা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর ২
গ. উদ্দীপকে উল্লিখিত শিল্পে মি. কাজল কত বছর কর অবকাশ
পাবেন? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের ওই কারখানা স্থাপনে কোন সহায়তাটি বেশি
প্রয়োজন? বিশ্লেষণ কর। ৪
No comments