এসএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র সাজেশন -১২

বাংলা প্রথমপত্র মডেল টেস্ট
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
বহুনির্বাচনী অংশ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও যেতে নাহি দিব হায়
তবু যেতে দিতে হয়
তবু চলে যায়।
১৬. উদ্ধৃতাংশের মূলভাবের সঙ্গে কোন কবিতার মূল বক্তব্যের সাদৃশ্য আছে?
ক. ঐকতান খ. মানুষ
গ. প্রাণ ঘ. আমার পরিচয়
১৭. উভয় কবিতার সাদৃশ্যের দিকটি হল-
i. মানবপ্রেম ii. সত্যপ্রীতি iii. ধরনপ্রীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. বিভোল বলতে বোঝায়-
i. অচেতন ii. বিহ্বল iii. বিভোর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. মানুষ কবিতায় নিচের কোন বীরের নাম উল্লেখ নেই?
ক. চেঙ্গিস খ. কালাপাহাড়
গ. নেপোলিয়ন ঘ. মামুদ
২০. সেইদিন এই মাঠ- স্তব্ধ হবে না, কারণ-
ক. বহমান টিকিয়ে রাখবে
খ. সবাই মিলে সজীব রাখবে
গ. নতুনভাবে পরিচর্যা করবে
ঘ. কোনো দুর্যোগের সম্ভাবনা নেই
২১. হুতুমের ডাককে মায়ের মনে হয়েছে-
i. কুয়াশা কাফন ii. মরণের দূত iii. মৃত্যু শঙ্কা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
২২. বৃষ্টি সংবেদনশীল মানুষকে কেমন করে তোলে?
ক. আনন্দিত খ. নিঃসঙ্গ
গ. যন্ত্রণা ক্লিষ্ট ঘ. বেদনাসিক্ত
২৩. আমি কোন আগন্তুক নই- কবিতায় কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. কবির বৈরাগ্য খ. বিদেশের প্রতি অনাগ্রহ
গ. শেকড়ের প্রতি কবির বিশ্বস্ততা
ঘ. জন্মভূমিকে উপলব্ধি করা
২৪. তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতায় নদীর দক্ষ মাঝি কে?
ক. কেষ্ট দাস খ. মতলব মিয়া
গ. রুস্তম শেখ ঘ. সগীর আলী
২৫. ঐতিহাসিক ও মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-
i. অভিশপ্ত নগরী ii. রাইফেল রোটি আওরাত
iii. বং থেকে বাংলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. যুদ্ধ ছাড়াও মরণ থাকে- এখানে মরণ বলতে কী বোঝানো হয়েছে?
ক. মমতাহীনতাকে খ. ক্ষুধাকে
গ. আশ্রয়হীনতাকে ঘ. পরাধীনতাকে
২৭. সোনার ঘর বলতে কী বোঝানো হয়েছে?
ক. আশ্রয়ের সংকট খ. আশ্রয়স্থল
গ. একাকিত্ব ঘ. আশ্রয়হীন
২৮. উৎধসধ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. ল্যাটিন খ. ইংরেজি গ. গ্রিক ঘ. ফরাসি
২৯. মুরিদ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়?
ক. রাসূলের ভক্ত খ. পীরের ভক্ত
গ. খোদার ভক্ত ঘ. সন্ন্যাসীদের ভক্ত
৩০. এমন ঝড় কখনো দেখিনি- উক্তিটি কার?
ক. খোদেজার খ. বহিপীরের
গ. তাহেরার ঘ. হাশেমের
উত্তর : ১খ, ২গ, ৩গ, ৪ক, ৫খ, ৬খ, ৭ঘ, ৮ঘ, ৯খ, ১০ঘ, ১১খ, ১২ক, ১৩ঘ, ১৪খ, ১৫খ, ১৬গ, ১৭ঘ, ১৮ঘ, ১৯গ, ২০ক, ২১খ, ২২ঘ, ২৩ঘ, ২৪খ, ২৫ঘ, ২৬খ, ২৭খ, ২৮গ, ২৯খ. ৩০ঘ।

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.