এসএসসি পরীক্ষার্থীদের কৃষিশিক্ষা বাছাইকৃত বহুনির্বাচনী মডেল টেস্ট -৫৩

কৃষিশিক্ষা বাছাইকৃত গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৩১। বাংলাদেশে অভ্যন্তরীণ জলাশয়ের মোট আয়তন কত?
ক) প্রায় ৪০ লাখ হেক্টর খ) প্রায় ৪৭ লাখ হেক্টর গ) প্রায় ৫০ লাখ হেক্টর ঘ) প্রায় ৫৪ লাখ হেক্টর
৩২। বাংলাদেশে স্বাদুপানির মাছের মধ্যে চরম বিপন্ন প্রজাতির সংখ্যা কয়টি?
ক) ১২টি খ) ১৪টি গ) ২৮টি ঘ) ৩৪টি
৩৩। কোনটি ঝুঁকিপূর্ণ প্রজাতির মাছ?
ক) মহাশোল খ) কাজলি গ) পাবদা ঘ) টেংরা
৩৪। বাংলাদেশে উৎপাদিত মাছের শতকরা কত ভাগ সমুদ্র থেকে আহরিত হয়?
ক) ২০ ভাগ খ) ৩০ ভাগ গ) ৫০ ভাগ ঘ) ৮০ ভাগ
৩৫। চরম বিপন্ন প্রজাতির মাছ হল-
i. সরপুঁটি ii. মহাশোল iii. বাগাড়
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
৩৬। পদশের বিভিন্ন নদ-নদী ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে কতটি অভয়াশ্রম পরিচালিত হচ্ছে?
ক) ৩০০টির মতো খ) ৪০০টির মতো
গ) ৫০০টির মতো ঘ) ৬০০টির মতো
৩৭। বিপন্ন প্রজাতির মাছের মধ্যে উল্লেখযোগ্য হল-
i. রানি ii. গুলশা iii. পাবদা
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
৩৮। মৎস্য সংরক্ষণ আইন কত সালে প্রবর্তিত হয়?
ক) ১৯২০ খ) ১৯৪০ গ) ১৯৫০ ঘ) ১৯৬০
৩৯। ইলিশ প্রজনন ক্ষেত্রগুলোয় প্রতি বছর কোন সময়ে ইলিশ ধরা নিষিদ্ধ?
ক) ১০-১৫ অক্টোবর খ) ১৫-২৪ অক্টোবর
গ) ১২-২০ নভেম্বর ঘ) ২০-২৮ সেপ্টেম্বর
৪০। প্রতি বছর ২৩ সেন্টিমিটারের নিচের আকৃতির রুই, কাতলা, মৃগেল ধরার নিষিদ্ব সময় কোনটি?
ক) জানুয়ারি-এপ্রিল খ) মার্চ-জুলাই
গ) ফেব্রুয়ারি-জুন ঘ) জুলাই-ডিসেম্বর
৪১। ছাদের ডিজাইনের ওপর ভিত্তি করে কয় ধরনের মুরগির ঘর বেশি দেখা যায়?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
৪২। হাঁস-মুরগির ঘরের দরজা কোন দিকে থাকতে হবে?
ক) উত্তর দিকে খ) দক্ষিণ দিকে গ) পূর্ব দিকে ঘ) পশ্চিম দিকে
৪৩। ডিম উৎপাদনকারী হাঁস-মুরগিকে কত সপ্তাহ পর্যন্ত পালন করা হয়?
ক) ২০-৪০ সপ্তাহ খ) ২১-৫২ সপ্তাহ গ) ২১-৭২ সপ্তাহ ঘ) ২৫-৭৫ সপ্তাহ
৪৪। মাংস উৎপাদনকারী মুরগি পালন করা হয় যে খামারে তা হল-
ক) লেয়ার ঘর খ) গ্রোয়ার ঘর
গ) ব্রয়লার ঘর ঘ) হ্যাচারি ঘর
৪৫। গ্যাবল টাইপ ঘরকে আমরা কোন ঘর হিসেবে চিনে থাকি?
ক) চৌচালা ঘর খ) একচালা ঘর গ) সাধারণ ঘর ঘ) দোচালা ঘর
৪৬। হাঁস-মুরগির খামার পরিচালনায় যে খরচ হয় তার শতকরা কত ভাগ খাদ্য ক্রয় খাতে ব্যয় হয়?
ক) প্রায় ৬০ ভাগ খ) প্রায় ৭০ ভাগ গ) প্রায় ৮০ ভাগ ঘ) প্রায় ৯০ ভাগ
৪৭। ২৪ ঘণ্টায় কোনো পশু বা পাখি দ্বারা গৃহীত খাদ্যকে
কী বলে?
ক) রেশন খ) রেশম গ) ফুড ঘ) ম্যাশ
৪৮। গম, ভুট্টা, ধান, চালে কোন ধরনের পুষ্টি উপাদান রয়েছে?
ক) স্নেহ খ) আমিষ গ) শর্করা ঘ) ভিটামিন
৪৯। আমিষ জাতীয় খাদ্যের উপকরণ হতে পারে কোনটি?
i. শাকসবজি ii. শুঁটকি মাছের গুঁড়া
iii. সরিষার খৈল
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
৫০। প্রচলিতভাবে গবাদিপশুর খাদ্যকে কয়ভাবে ভাগ করা যায়?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
৫১। কোন জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে আঁশ ও কম পরিমাণ শক্তি পাওয়া যায়?
ক) প্রোটিন খ) কার্বোহাইড্রেড গ) রাফেজ ঘ) মিনারেল
৫২। যে খাদ্যে কম পরিমাণে আঁশ ও বেশি পরিমাণে শক্তি পাওয়া যায়, তাকে কী ধরনের খাদ্য বলা হয়?
ক) শর্করা খ) সাইলেজ গ) দানাদার ঘ) রাফেজ
৫৩। ভুট্টা গাছগুলোকে ভূমি থেকে কতটুকু উঁচুতে কাটা হয়?
ক) ৩-৫ সে.মি. খ) ৫-৭ সে.মি. গ) ১০-১২ সে.মি. ঘ) ১৬-১৮ সে.মি.
৫৪। কোন দানাদার খাদ্যটি উদ্ভিজ উৎস হতে প্রাপ্ত?
i. ফেদার মিল ii. কুঁড়া iii. সরগাম
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
৫৫। সবুজ ঘাসে সাধারণত কত ভাগ আর্দ্রতা থাকে?
ক) ৮৫-৯০ ভাগ খ) ৭৫-৮০ ভাগ গ) ৬০-৭০ ভাগ ঘ) ৫৫-৭০ ভাগ
৫৬। সবুজ ঘাসকে শুকিয়ে এর আর্দ্রতা শতকরা কত ভাগের নিচে নামিয়ে এনে হে প্রস্তুত করা হয়?
ক) ২০ খ) ৩০ গ) ৪০ ঘ) ৫০
৫৭। লিগিউম গাছের মূলে কোন ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলের নাইট্রোজেন ধরে রাখে?
ক) রাইজোবিয়াম খ) রাইজোবিয়া গ) ফাইলোরিয়া ঘ) এ্যাট্টিয়াম
৫৮। ভুট্টার সাইলেজ বিশেষ করে কোন ধরনের গবাদিপশুর জন্য অত্যন্ত উপকারী?
ক) ষাঁড় খ) বাছুর
গ) মহিষ ঘ) দুধাল গাভী
৫৯। কোনটিতে সর্বোচ্চ ২০-২৫ ভাগ আর্দ্রতা থাকে?
ক) রাফেজ জাতীয় খাদ্যে
খ) দানাদার জাতীয় খাদ্যে
গ) সাইলেজে ঘ) হে-তে
৬০। কোনটি উৎকৃষ্ট রাফেজ জাতীয় খাদ্য?
i. ফেদার মিল ii. সাইলেজ iii. হে
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
উত্তর : ৩১। খ ৩২। ক ৩৩। খ ৩৪। ক ৩৫। ঘ৩৬। গ ৩৭। খ ৩৮। গ ৩৯। খ ৪০। ঘ ৪১। ক ৪২। খ ৪৩। গ ৪৪। গ ৪৫। ঘ ৪৬। খ ৪৭। ক ৪৮। গ ৪৯। গ ৫০। ক ৫১। গ ৫২। গ ৫৩। গ ৫৪। গ ৫৫। খ ৫৬। ক ৫৭। খ ৫৮। ঘ ৫৯। ঘ ৬০। গ

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.