এসএসসি পরীক্ষার্থীদের কৃষিশিক্ষা সাজেশন -১৫

কৃষিশিক্ষা প্রশ্নোত্তর
দেওয়ান সামছুর রহমান,সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
বহুনির্বাচনী প্রস্তুতি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৩০। ক্যাপসিউল সাধারণত কোন উদ্ভিদের বীজ?
ক) মেহগনি খ) কড়ই গ) পাইন ঘ) বাবুল
নিচের উদ্দীপকটি পড় এবং ৩১-৩২ নং প্রশ্নের উত্তর দাও
তিয়া টেলিভিশনের একটি চ্যানেলে বনের ওপর প্রামাণ্যচিত্র দেখছিল। এক পর্যায়ে সে দেখতে পেল ওই বনের অধিকাংশ গাছেরই অঙ্কুরোদগম ফল গাছে থাকা অবস্থায়ই হচ্ছে এবং চারা গাছ গজানোর পর তা মাটিতে পড়ে কাদায় গেঁথে যাচ্ছে।
৩১। তিয়ার দেখা অঙ্কুরোদগম নিচের কোন উদ্ভিদে দেখা যায়?
ক) গরান খ) গামার গ) গর্জন ঘ) গজারি
৩২। তিয়ার দেখা বনাঞ্চলের বৈশিষ্ট্য হল-
i. মাটি কর্দমাক্ত থাকে ii. বায়বীয়মূল বিদ্যমান iii. শাখামূল দীর্ঘ হয়
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
৩৩। পড জাতীয় উদ্ভিদ কোনটি?
ক) পাইন খ) মেহগনি গ) কড়ই ঘ) চম্পা
৩৪। কোন বীজ রোদে শুকালে অঙ্কুরোদগম ক্ষমতা বাড়ে?
ক) আম খ) তেঁতুল গ) সেগুন ঘ) পেয়ারা
৩৫। গোটা ফলই বীজ হিসেবে বপন করা হয় কোন উদ্ভিদের?
ক) কড়াই খ) নারিকেল গ) কাঁঠাল ঘ) তুলা
৩৬। নার্সারির প্রতিটি ব্লকে কতটি বেড থাকতে পারে?
ক) ১০-১২টি খ) ১২-১৪টি
গ) ১৬-১৮টি ঘ) ১৮-২০টি
৩৭। নার্সারি বেড সাধারণত কয় রকমের হতে পারে?
ক) ৫ খ) ৪ গ) ৩ ঘ) ২
৩৮। মাতৃগাছের বৈশিষ্ট্যগুলো হল-
i. অধিক বয়সী ii. সুস্থ সবল iii. রোগমুক্ত
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
৩৯। বন ব্যবস্থাপনায় বৃক্ষের আবর্তনকালকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
৪০। স্বল্প আবর্তন কালের গাছ সাধারণত কত বছর বয়সে কাটা হয়?
ক) ১০-২০ বছর খ) ২০-৩০ বছর
গ) ৩০-৪০ বছর ঘ) ৪০-৫০ বছর
৪১। কোনটি দীর্ঘ আবর্তন কালের উদ্ভিদ?
ক) শাল খ) শিশু গ) কদম ঘ) শিমুল
৪২। সাধারণত মাটির কত সে.মি. ওপরে গাছ কাটলে সর্বোচ্চ পরিমাণ কাঠ পাওয়া যায়?
ক) ১৮ খ) ১৫ গ) ১০ ঘ) ৮
৪৩। ৪০-৫০ বছরে যে গাছ কাটা হয় তাকে কী ধরনের আবর্তনকালের গাছ বলে?
ক) স্বল্প খ) মাঝারি গ) মধ্যম ঘ) দীর্ঘ
৪৪। কাঠের খণ্ডিত গোল অংশকে কী বলা হয়?
ক) ব্লক খ) লগ গ) লক ঘ) চেরাই
৪৫। চেরাই কাঠের প্রস্থ কত সে.মি.-এর বেশি হলে তাকে তক্তা বলা হয়?
ক) ২০ খ) ১৮ গ) ১৫ ঘ) ১২
৪৬। আমাদের দেশে কাঠ সংরক্ষণী হিসেবে কোনটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
ক) এমসিএ খ) সিসিএ গ) আরসিএ ঘ) বিসিএ
৪৭। কিলন পদ্বতিতে কাঠকে সিজনিং করে পানির পরিমাণ কত শতাংশে নামিয়ে আনা যায়?
ক) ১২ খ) ১৫ গ) ১৬ ঘ) ১৮
৪৮। ঝাউগাছের উচ্চতা কত সেমি হয়ে থাকে?
ক) ১০-১২ খ) ১৪-১৬
গ) ১৫-১৮ ঘ) ২০-২৫
৪৯। দেবদারু গাছের বৈশিষ্ট্য হল-
i. অতি উঁচু হয় ii. কাণ্ড চিকন iii. ৫০০-৬০০ বছর জীবিত থাকে
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
৫০। ঝাউগাছের কত মাস বয়সী চারা রোপণ করা উত্তম?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৬
উত্তর : ৩০.ক, ৩১.ক, ৩২.ঘ, ৩৩.গ, ৩৪.গ, ৩৫.খ. ৩৬.ক. ৩৭.ঘ, ৩৮.গ, ৩৯.খ, ৪০.ক, ৪১.ক, ৪২.গ, ৪৩.ঘ, ৪৪.খ, ৪৫.গ, ৪৬.খ, ৪৭.ক, ৪৮.গ, ৪৯.খ, ৫০.ঘ
কৃষি সমবায়
১। সমবায় কাদের নিজস্ব পেশাগত সংগঠন?
ক) জেলেদের খ) কৃষকদের
গ) তাঁতিদের ঘ) শিক্ষকদের
২। পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি কোনটি?
ক) বালাইনাশক ব্যবহার
খ) রাসায়নিক সার ব্যবহার
গ) শস্য পর্যায় অবলম্বন
ঘ) গুদামজাতকরণের রাসায়নিক দ্রব্য ব্যবহার
৩। আধুনিক কৃষি-
ক) অনুন্নত খ) সহজলভ্য
গ) কম খরচ ঘ) ব্যয়বহুল
৪। কৃষি মূলধন সমবায়ের অপর নাম কী?
ক) সঞ্চয় সমবায় খ) উৎপাদন সমবায়
গ) ক্রেতা সমবায় ঘ) বিপণন সমবায়
৫। উদ্দেশ্য অনুযায়ী কৃষি সমবায় কয় প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
৬। কৃষিকাজের জন্য কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ?
ক) লাঙল খ) মই গ) গরু ঘ) পানি
৭। কৃষির আধুনিকায়নের জন্য কোনটি প্রয়োজন?
ক) সার খ) কৃষি যান্ত্রিকীকরণ
গ) বীজ ঘ) সেচ
৮। সমবায় সংগঠন কৃষি সমবায়ের কী?
ক) হৃৎপিণ্ড খ) জীবন
গ) সংগঠন ঘ) ক্ষেত্র
৯। কৃষি সমবায়ের প্রকারগুলো হল-
i. কৃষি মূলধন সমবায় ii. কৃষি উপকরণ সমবায় iii. কৃষি উৎপাদন সমবায়
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
১০। গবেষণায় দেখা যায় কী পরিমাণ না হলে লাভজনক কৃষি খামার পরিচালনা করা যায় না?
ক) ১০ শতক খ) ১ একর
গ) ১ হেক্টর ঘ) ১০ হেক্টর
১১। কৃষি পণ্য বিপণনে কিসের ওপর নির্ভর করে প্যাকিং করতে হয়?
ক) পরিবহন খ) দূরত্ব গ) পণ্য ঘ) আবহাওয়া
১২। যন্ত্রপাতি ক্রয় কোন ধরনের কৃষি সমবায়ের অন্তর্ভুক্ত কাজ?
ক) মূলধন সমবায় খ) উৎপাদন সমবায়
গ) উপকরণ সমবায় ঘ) সঞ্চয় সমবায়
১৩। সমবায় সংগঠনের মূল স্তম্ভ কোনটি?
ক) দক্ষতা খ) মূলধন গ) ব্যবস্থাপনা ঘ) একতা
১৪। কে সহজে ঝণ গ্রহণ করতে পারে?
ক) রেজিস্ট্রিকৃত সমবায় খ) কৃষক
গ) দুস্থ লোকজন ঘ) মহিলা
১৫। কৃষি পণ্যের মানোন্নয়নে প্রয়োজন-
i. ফসলের মান অনুযায়ী সজ্জিতকরণ ii. যথাযথভাবে উৎপাদিত ফসল সংরক্ষণ iii. সঠিকভাবে ফসলের পরিচর্যা
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
উত্তর : ১.খ, ২.গ, ৩.ঘ, ৪.ক, ৫.গ, ৬.ঘ, ৭.খ, ৮.ক, ৯.ঘ, ১০.খ, ১১.গ, ১২.গ, ১৩.ঘ, ১৪.ক, ১৫.গ Click Hereবাকি অংশ

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.