এসএসসি পরীক্ষার্থীদের কৃষিশিক্ষা সাজেশন -১১

কৃষিশিক্ষা
দেওয়ান সামছুর রহমান, সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
৫ম অধ্যায় : বনায়ন
১। একটি দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা অপরিহার্য?
ক) ১৫ ভাগ খ) ২৫ ভাগ
গ) ৩৫ ভাগ ঘ) ৫৫ ভাগ
২। সরকারি হিসাব মতে বর্তমানে আমাদের দেশের বনভূমির পরিমাণ শতকরা কত?
ক) ১২ ভাগ খ) ১৫ ভাগ গ) ১৭ ভাগ ঘ) ২১ ভাগ
৩। কোন সংস্থার হিসাব মতে আমাদের দেশের বনভূমির পরিমাণ শুধু ১০ ভাগ?
ক) ইউনিসেফ খ) ইউএনডিপি গ) ইউনাইটেড ন্যাশন ঘ) ইউনেস্কো
৪। সরকারি হিসাব মতে বর্তমানে আমাদের দেশের মোট বনভূমির আয়তন কত?
ক) ২২.৫ লাখ হেক্টর খ) ১৭.৩ লাখ হেক্টর গ) ১৫.০ লাখ হেক্টর
ঘ) ১১.০৬ লাখ হেক্টর
৫। অবস্থান ও বিস্তৃতি অনুসারে বনাঞ্চলকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে
৬। বর্তমানে আমাদের দেশের মোট পাহাড়ি বনভূমির পরিমাণ কত?
ক) ২০.৫০ লাখ হেক্টর খ) ১৭.৩০ লাখ হেক্টর গ) ১৫.০৭ লাখ হেক্টর ঘ) ১৩.১৬ লাখ হেক্টর
৭। দেশের মোট বনভূমির কী পরিমাণ ম্যানগ্রোভ বন?
ক) ১২.৫০ লাখ হেক্টর খ) ৭.৫০ লাখ হেক্টর গ) ৫.০ লাখ হেক্টর ঘ) ১.০৬ লাখ হেক্টর
৮। কোন বনকে লোনা পানির বন বলা হয়?
ক) ম্যানগ্রোভ বন খ) পাহাড়ি বন
গ) চির হরিৎ বন ঘ) সমতল ভূমির বন
৯। কোন এলাকাজুড়ে পাহাড়ি বন রয়েছে?
i. রাঙ্গামাটি ii. বান্দরবান iii. সুন্দরবন
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
১০। সমতল ভূমির বনের প্রধান বৃক্ষ কোনটি?
i. শাল ii. গরান iii. গজারি
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
১১। বাংলাদেশের কয়টি জায়গায় ম্যানগ্রোভ বনভূমি রয়েছে?
ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি
১২। সুন্দরবনের আয়তন কত বর্গ কিলোমিটার?
ক) ৩০০০ খ) ৩৬০০ গ) ৬০০০ ঘ) ৬৬০০
১৩। সমতলভূমির বনের আয়তন কত?
ক) ১২.৫০ লাখ হেক্টর খ) ৭.৩০ লাখ হেক্টর গ) ৫.১০ লাখ হেক্টর ঘ) ১.২৩ লাখ হেক্টর
১৪। সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি?
ক) সুন্দরী খ) গোলপাতা গ) গেওয়া ঘ) পশুর
১৫। কোন বনের শাল কাঠ খুবই উন্নতমানের?
ক) পাহাড়ি বন খ) ম্যানগ্রোভ বন
গ) সমতলভূমির বন ঘ) গ্রামীণ বন
১৬। পৃথিবীর সর্বাপেক্ষা বড় ও সম্পদশালী ম্যানগ্রোভ বন কোনটি?
ক) আমাজান বন খ) সুন্দরবন গ) মধুপুর বন ঘ) শালবন
১৭। বনে মজুদ থাকা কাঠের পরিমাণকে কী বলা হয়?
ক) রোয়িং স্টক খ) গ্রোয়িং স্টক
গ) উডেন স্টক ঘ) ফরেস্ট স্টক
১৮। ম্যানগ্রোভ বন রয়েছে বাংলাদেশের কোন কোন এলাকায়?
i. চকোরিয়া ii. টেকনাফ iii. সুন্দরবন
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
১৯। উপমহাদেশে কত সালে বন আইন করা হয়?
ক) ১৯২৭ খ) ১৯২৯ গ) ১৯৮০ ঘ) ১৯৯০
২০। বাংলাদেশ সরকার কত সালে বন আইন সংশোধন করে?
ক) ১৯৮০ খ) ১৯৮৫ গ) ১৯৯০ ঘ) ১৯৯৫
২১। বন্যপ্রাণী সংরক্ষণ অধ্যাদেশ জারি হয় কত সালে?
ক) ১৯৭২ খ) ১৯৭৩ গ) ১৯৭৫ ঘ) ১৯৮০
২২। মাধ্যমভিত্তিক নার্সারি কয় ধরনের?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
২৩। গার্হস্থ্য নার্সারি কোন ধরনের নার্সারি?
ক) মাধ্যমভিত্তিক খ) স্থায়িত্বভিত্তিক
গ) অর্থনৈতিকভিত্তিক
ঘ) ব্যবহারভিত্তিক
২৪। কোন ধরনের নার্সারিতে বছরের পর বছর চারা উৎপাদনের সুযোগ থাকে?
ক) বেড নার্সারি খ) ব্যবসায়িক নার্সারি গ) অস্থায়ী নার্সারি ঘ) স্থায়ী নার্সারি
২৫। অর্থনৈতিক ভিত্তিতে নার্সারি কয় ধরনের হয়?
ক) পাঁচ খ) চার গ) তিন ঘ) দুই
২৬। বনবিধি ১৯৯০ কত সালে পুনরায় সংশোধন করা হয়?
ক) ১৯৯২ খ) ১৯৯৪ গ) ১৯৯৬ ঘ) ১৯৯৮
২৭। উদ্ভিদের বংশ বিস্তারক প্রধান উপকরণ কোনটি?
ক) কাণ্ড খ) বীজ গ) পাতা ঘ) মূল
২৮। ব্যবহারভিত্তিক নার্সারির আওতায় পরে কোন উদ্ভিদগুলো?
i. মেহগনি ii. সেগুন iii. রেইনট্রি
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
২৯। পাইন গাছের বীজ কোন জাতীয়?
ক) পড খ) কোণ
গ) ক্যাপসিউল ঘ) লিগিউম
উত্তর : ১.খ, ২.গ, ৩.ঘ, ৪.ক, ৫.ঘ, ৬.ঘ, ৭.খ, ৮.ক, ৯.ক, ১০.খ, ১১.গ, ১২.গ, ১৩.ঘ, ১৪.ক, ১৫.গ, ১৬.খ, ১৭.খ, ১৮.ঘ, ১৯.ক, ২০.গ, ২১.খ, ২২.ক, ২৩.গ, ২৪.ঘ, ২৫.ঘ, ২৬.গ, ২৭.খ, ২৮.ঘ, ২৯.খ

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.