এসএসসি পরীক্ষার্থীদের ব্যবসায় উদ্যোগ সৃজনশীল মডেল টেস্ট -৫০
ব্যবসায় উদ্যোগ সৃজনশীল মডেল টেস্ট
১. ‘সোহান ক্লথ স্টোরস’ নামে জনাব সোহানের একটি কাপড়ের ব্যবসায় রয়েছে। বিগত দুই মাসে হরতালের কারণে অনেক দিন দোকান বন্ধ ছিল। তাই বিক্রি কম হওয়ায় মূলধন আটকে গেছে। জনাব সোহান আগামী ঈদে বিগত সময়ের ক্ষতি পুষিয়ে নেয়ার কথা ভাবছেন।
১. ‘সোহান ক্লথ স্টোরস’ নামে জনাব সোহানের একটি কাপড়ের ব্যবসায় রয়েছে। বিগত দুই মাসে হরতালের কারণে অনেক দিন দোকান বন্ধ ছিল। তাই বিক্রি কম হওয়ায় মূলধন আটকে গেছে। জনাব সোহান আগামী ঈদে বিগত সময়ের ক্ষতি পুষিয়ে নেয়ার কথা ভাবছেন।
ক. ব্যবসায়কে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে। ১
খ. সামাজিক পরিবেশ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর। ২
গ. জনাব সোহানের ব্যবসায়ে কোন পরিবেশের প্রভাব পরিলক্ষিত
হয়? ব্যাখ্যা কর। ৩
ঘ. ব্যবসায়িক পরিবেশের কোন উপাদানের কারণে বিগত সময়ের ক্ষতি
জনাব সোহান পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন তা বিশ্লেষণ কর। ৪
২. জিসান যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে মৎস্য চাষের
ওপর প্রশিক্ষণ গ্রহণ করে। সে ও তার বড় ভাই মিলে পারিবারিক পুকুরে মৎস্য চাষ শুরু
করার সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছু বন্ধুবান্ধব ঝুঁকির কথা বলে তাদের নিরুৎসাহিত
করার চেষ্টা করে। এতে তারা মোটেও থেমে যায়নি বরং ভালোভাবেই কাজ শুরু করে।
ক. সরকারি পৃষ্ঠপোষকতা কী? ১
খ. বাংলাদেশে আত্মকর্মসংস্থান জরুরি কেন? ব্যাখ্যা কর। ২
গ. জিসানের মৎস্য চাষ শুরু করার কাজকে কী বলে? ব্যাখ্যা কর।
৩
ঘ. বন্ধুবান্ধব ঝুঁকির কথা না শুনে কাজে এগিয়ে যাওয়ায়
জিসানের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর। ৪
৩. রাশেদ একজন শিক্ষিত বেকার যুবক। বেকারত্ব দূর করার জন্য
তিনি একটি হাঁস-মুরগির খামার দেন। মূলধন অপর্যাপ্ত থাকায় তিনি একটি ব্যাংকিং
প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে প্রতিষ্ঠানটি বড় করেন এবং তাতে আরও দশজনের
কর্মসংস্থান করেন।
ক. জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান শতকরা কত ভাগ? ১
খ. মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম ব্যাখ্যা কর। ২
গ. রাশেদের কর্মসংস্থানের ধরন কী? ব্যাখ্যা কর। ৩
ঘ. রাশেদের প্রতিষ্ঠানটি আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে কী
ভূমিকা রাখতে সক্ষম- ব্যাখ্যা কর। ৪
৪. অবসরপ্রাপ্ত কর্মকর্তা রফিক সাহেব ও তার ৬ বন্ধু মিলে
সাভারে একটি রফতানিমুখী সোয়েটার কারখানা স্থাপন করেন। প্রতিষ্ঠানটিতে তারা
সর্বোচ্চ ৫০ জন সদস্য নিতে পারবেন। বায়িং হাউসের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ২ বছর
পর দেখা গেল তাদের অর্ডারের পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। তারা প্রয়োজনীয় মূলধনের
জন্য শেয়ার বিক্রিয়ার মাধ্যমে মূলধন সংগ্রহে আগ্রহী। এ জন্য প্রতিষ্ঠানের গঠনতন্ত্র
পরিবর্তনে তারা উদ্যোগ নিল।
ক. সমবায় সংগঠনে ন্যূনতম কতজন সদস্য দরকার? ১
খ. নিবন্ধিত অংশীদারি ব্যবসা উত্তম কেন? ব্যাখ্যা কর। ২
গ. রফিক সাহেব ও তার ৬ বন্ধুর গঠিত ব্যবসায় সংগঠনটি কোন
ধরনের? ব্যাখ্যা কর। ৩
ঘ. গঠনতন্ত্রের পরিবর্তন এনে বর্তমান ব্যবসাটি হতে বেশি
সুবিধা কীভাবে পাওয়া যাবে? ব্যাখ্যা কর। ৪
৫. জনাব সবুজ একজন উদ্ভাবক। তিনি দীর্ঘদিন গবেষণা করে এমন
একটি সৌরশক্তিচালিত পানি সেচের যন্ত্র আবিষ্কার করেন যে বাজারে প্রচলিত অন্যান্য
সেচযন্ত্র হতে আলাদা। জাতীয় বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে এটি প্রথম স্থান অধিকার করে।
তিনি এটি বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করে বাজারে ছাড়েন এবং ব্যাপক সাড়া পান। কিছু
দিনের মধ্যেই অন্য একটি প্রতিষ্ঠিত কোম্পানি তার এ যন্ত্র নকল করে বাজারজাত করে।
কিন্তু তিনি ওই কোম্পানির বিরুদ্ধে মামলা করেও আইনগত কোনো ব্যবস্থা নিতে পারেননি।
ক. কত সালের ট্রেডমার্কস আইন বর্তমানে বাংলাদেশে চালু আছে?
১
খ. রাষ্টীয় ব্যবসা কাকে বলে? ব্যাখ্যা কর। ২
গ. জনাব সবুজের পানি সেচ যন্ত্রটি কোন সম্পদের অন্তর্ভুক্ত?
ব্যাখ্যা কর। ৩
ঘ. জনাব সবুজ কোনো আইনি সহায়তা না পাওয়ার কারণ বিশ্লেষণ কর।
৪
৬. ক্রিম ক্রেকার্স বেকারির বিস্কুট তৈরির উপাত্ত নিুরূপ :
বিবরণ টাকা
দোকান ভাড়া ১০,০০০
ময়দা (প্রতি ডজন বিস্কুট) ৫
চিনি (প্রতি ডজন বিস্কুট) ৩
বিক্রয়মূল (প্রতি ডজন বিস্কুট) ১০
ক. পণ্য বিক্রয়ে আয়-ব্যয় সমান হয় কোন বিন্দুতে? ১
খ. মাইক্রোস্ক্রিনিং বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর। ২
গ. উপরোক্ত বেকারিতে কী পরিমাণ বিস্কুট বিক্রয় করলে আয়-ব্যয়
সমান হবে দেখাও। ৩
ঘ. ৮৫০০ ডজন বিস্কুট বিক্রি করে ৫০০০ টাকা লাভ করতে হলে
প্রতি ডজন বিস্কুট কত টাকায় বিক্রি করতে হবে? ৪
৭. চট্টগ্রামের সফল ব্যবসায়ী মোখলেছ অনেক ভেবে চিন্তে ১৫
কোটি টাকা ব্যয়ে একটি সার কারখানা স্থাপন করেন। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য হল
উন্নতমানের সার উৎপাদন করে দেশের কৃষিজ পণ্যের উৎপাদন বৃদ্ধি করা। বর্তমানে তার
কারখানায় ১৩০ জন শ্রমিক কাজ করছেন।
ক. উৎপাদনের বাহন কী? ১
খ. বাণিজ্য কাকে বলে? ব্যাখ্যা কর। ২
গ. মোখলেছের সার কারখানটি কোন ধরনের শিল্পের অন্তর্গত?
ব্যাখ্যা কর। ৩
ঘ. মোখলেছের শিল্পটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কীভাবে
সাহায্য করবে? ব্যাখ্যা কর। ৪
৮. ‘সিয়াম
গ্রুপের ব্যবস্থাপক মো. শাহীন রেজা প্রতিষ্ঠানটির নিয়ম-কানুনের ব্যাপারে সচেতন।
তিনি কর্মীদের নিয়মতান্ত্রিক দায়িত্ব পালন করতে নির্দেশ দেন। তার প্রতিষ্ঠানে নারী-পুরুষ
মিলে প্রায় ২০০ কর্মী কাজ করে কিন্তু তার প্রতিষ্ঠানে নারী-পুরুষ একই সমাজে কাজ
করলেও পুরুষদের তুলনায় নারীদের মজুরি কম। এতে নারী শ্রমিকরা প্রতিষ্ঠানের প্রতি
বিরূপ ধারণা পোষণ করে।
ক. ব্যবস্থাপনার মৌলিক কাজ কয়টি? ১
খ. কর্মসংস্থান বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর। ২
গ. মো. শাহীন রেজা কোন ধরনের নেতা? ব্যাখ্যা কর। ৩
ঘ. মো. শাহীন রেজার কোন গুণের অভাবে তার নারী শ্রমিকরা
প্রতিষ্ঠানের প্রতি বিরূপ ধারণা পোষণ করে? ব্যাখ্যা কর। ৪
৯. বরিশাল বেকারি তাদের উৎপাদিত পাউরুটিগুলো সুন্দর
প্লাস্টিক প্যাকেটে আবৃত করে প্যাকেটের ওপর উৎপাদনের তারিখ ও মেয়াদ লিখে দেয়। এই
পাউরুটি তারা মহল্লার ছোট ছোট দোকান ও হোটেলগুলোতে সরবরাহ করে। ভোক্তারা সব দোকান
থেকে পাউরুটি ক্রয় করে থাকে। তাদের পাউরুটিগুলো বাজারের অন্যান্য পাউরুটির মতো একই
মানের। প্রতিষ্ঠানটি পণ্যের কোনো প্রচার না করা সত্ত্বেও তাদের পণ্যের চাহিদা দিন
দিন বৃদ্ধি পাচ্ছে।
ক. বিপণনের অপর নাম কী? ১
খ. বিজ্ঞাপন কী? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের বরিশাল বেকারির পণ্য বিক্রয় প্রণালি ব্যাখ্যা
কর। ৩
ঘ. উদ্দীপকের বরিশাল বেকারির পণ্যের চাহিদা বৃদ্ধির কারণ
বিশ্লেষণ কর। ৪
১০. অনিকের এলাকার একটি ওষুধের কারখানা রয়েছে। কারখানটি
পরিষ্কার-পরিচ্ছন্ন। কারখানা থেকে তেমন কোনো শব্দ হয় না। কোনো কালো ধোঁয়াও বের না
এমনকি কারখানার আশপাশে কোনো ময়লাও নেই। কিন্তু অনিক একটি পত্রিকায় পড়ে যে, মেয়াদ
উত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রির জন্য কারখানার মালিকদের জরিমানা করা হয়েছে।
ক. ইথস শব্দের অর্থ কী? ১
খ. মূল্যবোধ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের কোম্পানিটি কিসের প্রতি যথাযথ দায়িত্ব পালন
করেছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. কী কারণে কারখানার মালিককে জরিমানা করা হয়েছে বিশ্লেষণ
কর। ৪
১১. স্বামীর অকাল মৃত্যুতে জান্নাতুল মাওয়া দুই সন্তান নিয়ে
মহাসংকটে পড়েন। বাধ্য হয়ে স্বামীর টেইলার্সটি পরিচালনার দায়িত্ব নেন। দোকানের
কর্মচারীর কাছে টেইলারিং শেখেন। শুরুতে পরিবারের সদস্যরা বিরোধিতা করেন। জান্নাতুল
মাওয়া কারও কথা না শুনে পুরো উদ্যমে কাজ চালিয়ে যান। আরও ভালো কারিগর হওয়ার জন্য
যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের অধীনস্থ একটি সংস্থা থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে ওই সংস্থা থেকে ঋণ নিয়ে দোকানটি আরও সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ
করেন।
ক. ইসলাম গ্রুপ অব কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়? ১
খ. কর অবকাশ বলতে কী বোঝায়? ২
গ. জান্নাতুল মাওয়ার সঙ্গে পাঠ্যবইয়ের কোন উদ্যোক্তার
বৈশিষ্ট্যের মিল রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. জান্নাতুল মাওয়া কোন প্রতিষ্ঠানের সাহায্য গ্রহণ করেছেন
বিশ্লেষণ কর। ৪
No comments