এসএসসি পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান টিউটোরিয়াল -০৯

মো. বদরুল ইসলাম
সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল, তেজগাঁও, ঢাকা
আলোর প্রতিফলন

১। চোখের কোথায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়?
উত্তর : রেটিনায়।
২। আলো কোন ধরনের তরঙ্গ?
উত্তর : তড়িৎ চৌম্বক তরঙ্গ।
৩। একটি বিম্বের পূর্ণ বিবরণ জানার জন্য কোনটি উল্লেখ করতে হয়?
উত্তর : বিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি।
৪। কিসের ক্ষেত্রে সমবর্তন ঘটে? উত্তর : আলোর।
৫। কিসের ক্ষেত্রে অপবর্তন ঘটে?
উত্তর : আলোর।
৬। যে সব বস্তু নিজে থেকে আলোর নিঃসরণ করে তাদের কী বলে? উত্তর : দীপ্তিমান বস্তু।
৭। যে সব বস্তু নিজে আলো নিঃসরণ করতে পারে না তাদের কী বলে? উত্তর : দীপ্তিহীন বস্তু।
৮। অমসৃণ প্রতিফলকে আলোর প্রতিফলন কীরূপ হয়?
উত্তর : ব্যাপ্ত প্রতিফলন।
৯। আলোর প্রতিফলনের সূত্র কয়টি? উত্তর : দুটি।
১০। যখন আলো কোনো পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয় তখন তা কোন সূত্র মেনে চলে? উত্তর : প্রতিফলনের।
১১। কোন পৃষ্ঠ থেকে আলো কীভাবে প্রতিফলিত হবে তা কীসের ওপর নির্ভর করে?
উত্তর : প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির ওপর।
১২। আলো কোন মাধ্যমে সরলপথে গমন করে?
উত্তর : স্বচ্ছ ও সমসত্ত্ব।
১৩। আলোক বাধাপ্রাপ্ত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনা কোনটি? উত্তর : প্রতিফলন।
১৪। কী ঘটনার জন্য আমাদের চারপাশের বস্তু অনুজ্জ্বল দেখায়? উত্তর : ব্যাপ্ত প্রতিফলন।
১৫। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে? উত্তর : দর্পণ ।
১৬। দর্পণে কোনটি ঘটে? উত্তর : প্রতিফলন।
১৭। দর্পণ প্রধানত কত প্রকার? উত্তর : দুই।
১৮। একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30cm। এর বক্রতার ব্যাসার্ধ কত? উত্তর : 60cm
১৯। গোলীয় দর্পণের ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যে সমতল কল্পনা করা হয় তাকে কী বলে?
উত্তর : ফোকাস তল।
২০। উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ ১৪ সেমি. হলে ফোকাস দূরত্ব কত? উত্তর : ৭ সে. মি.।
২১। দর্পণে আলোর প্রতিফলনের ফলে দর্পণের সামনে স্থাপিত বস্তুর কী গঠিত হয়?
উত্তর : একটি স্পষ্ট প্রতিবিম্ব।
২২। একটি মসৃণ তলে প্রতিফলক আস্তরণ দিয়ে কী প্রস্তুত করা হয়? উত্তর : দর্পণ।
২৩। সাধারণত কাচের এক পৃষ্ঠে ধাতুর প্রলেপ লাগিয়ে কী তৈরি করা হয়? উত্তর : দর্পণ।
২৪। আমরা সচরাচর যে দর্পণ বা আয়না ব্যবহার করে থাকি সেটি আসলে কী? উত্তর : সমতল দর্পণ।
২৫। একটি কাচের ফাঁপা গোলকের খানিকটা অংশ কেটে নিয়ে যদি তার এক পৃষ্ঠে পারদ লাগানো হয়, তবে তাতে কী তৈরি হয়? উত্তর : গোলীয় দর্পণ।
২৬। যদি গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠ হতে আলোর নিয়মিত প্রতিফলন সংঘটিত হয় তবে সে দর্পণকে কী বলে?
উত্তর : সমতল দর্পণ।
২৭। অভিসারী দর্পণ হচ্ছে- উত্তর : অবতল দর্পণ।
২৮। সাধারণত আয়নার পেছনে কোন ধাতুর প্রলেপ দেয়া থাকে? উত্তর : রূপার।
২৯। সিলভারিং কী?
উত্তর : কাচের ওপর ধাতুর প্রলেপ।
৩০। ধাতুর প্রলেপ লাগানো পৃষ্ঠের বিপরীত পৃষ্ঠটি কী হিসেবে কাজ করে? উত্তর : প্রতিফলক পৃষ্ঠ।
৩১। অবতল দর্পণ আলোক রশ্মিকে কী করে?
উত্তর : অভিসারী করে।
৩২। উত্তল দর্পণ আলোক রশ্মিকে কী করে?
উত্তর : অপসারী করে।
৩৩। গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্য বিন্দুকে কী বলে? উত্তর : মেরু।
৩৪। বক্রতার কেন্দ্রকে কী দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর : c
৩৫। মেরু ও বক্রতার কেন্দ্র এ দুটিকে ছেদ করে কিসের মাধ্যমে? উত্তর : প্রধান অক্ষ।
৩৬। আয়নায় যে প্রতিবিম্ব দেখা যায় সেটি আসলে কী?
উত্তর : অবাস্তব প্রতিবিম্ব।
৩৭। যে সব প্রতিবিম্বে আলো সত্যিকার অর্থে মিলিত হয় সেগুলোকে কী বলা হয়?
উত্তর : বাস্তব প্রতিবিম্ব।
৩৮। আলোর ক্রমিক প্রতিফলনকে কাজে লাগিয়ে কোন যন্ত্র তৈরি করা হয়? উত্তর : পেরিস্কোপ।
৩৯। পেরিস্কোপে আলোর কয়বার প্রতিফলন ঘটে?
উত্তর : দুইবার।
৪০। পেরিস্কোপ তৈরিতে কোন দর্পণ ব্যবহৃত হয়?
উত্তর : সমতল দর্পণ।
৪১। শত্রু সৈন্যের গতিবিধি পর্যবেক্ষণ করতে কোনটি ব্যবহৃত হয়? উত্তর : পেরিস্কোপ।
৪২। দাঁতের চিকিৎসকরা দাঁত পরীক্ষা করার কাজে কোনটি ব্যবহার করেন? উত্তর : অবতল দর্পণ।
৪৩। চোখের ডাক্তাররা রোগীর দৃষ্টিশক্তি পরীক্ষা করার জন্য বর্ণমালা পাঠের সুবিধার্থে কোনটি ব্যবহার করে থাকেন?
উত্তর : অবতল দর্পণ।
৪৪। দুটি সমান্তরাল দর্পণের মাঝে একটি বস্তু রাখলে কতটি প্রতিবিম্ব সৃষ্টি হয়? উত্তর : অসংখ্য।
৪৫। সরল পেরিস্কোপে দর্পণ থেকে কত ডিগ্রি কোণে আলোর বিচ্ছুরণ হয়? উত্তর : ৯০০
৪৬। স্টিমারের সার্চলাইটে কীরূপ দর্পণ ব্যবহার করা হয়?
উত্তর : অবতল ।
৪৭। রাস্তার লাইটে প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তর : উত্তল।
৪৮। পেছনের যানবাহন বা পথচারী দেখার জন্য গাড়িতে কীরূপ দর্পণ ব্যবহার করা হয়?
উত্তর : উত্তল দর্পণ।
৪৯। দন্ত চিকিৎসকরা কোন দর্পণ ব্যবহার করেন?
উত্তর : অবতল দর্পণ।
৫০। লেজার তৈরিতে কোন দর্পণ ব্যবহার করা হয়?
উত্তর : সমতল দর্পণ।
৫১। রাস্তার বাঁকে কোন দর্পণ ব্যবহার করা হয়?
উত্তর : সমতল দর্পণ।
৫২। উত্তল দর্পণ কোথায় ব্যবহার হয়?
উত্তর : গাড়িতে।
৫৩। কীসের মাধ্যমে আমরা কোন বস্তুকে দেখতে পাই?
উত্তর : আলো।
৫৪। সমতল দর্পণ কাকে বলে?
উত্তর : প্রতিফলক পৃষ্ঠটি যদি সমতল ও মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তবে সে পৃষ্ঠকে সমতল দর্পণ বলে।
৫৫। দুটি মাধ্যমের বিভেদতল থেকে আলোর প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকে কী বলে? উত্তর : প্রতিফলন
৫৬। প্রতিবিম্ব কাকে বলে?
উত্তর : কোনো বিন্দু উৎস থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসারিত হয়ে ২য় কোনো বিন্দুতে মিলিত হয় বা ২য় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই ২য় বিন্দুকে ১ম বিন্দুর বিম্ব বা প্রতিবিম্ব বলে।

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.