এসএসসি পরীক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মডেল টেস্ট -১৬


১. কম্পিউটার শব্দটি উৎপত্তি হয় কত সালে?
(ক) ১৩৩০-১৪০০ (খ) ১৩৭৫-১৪২৫ (গ) ১৩০০-১৪০০ (ঘ) ১৩২৫-১৪৭৫
২. ন্যানো সেকেন্ড সেকেন্ডের কত ভাগ?
(ক) এক হাজার ভাগের এক ভাগ (খ) দশ লাখ ভাগের এক ভাগ
(গ) একশত কোটি ভাগের এক ভাগ (ঘ) এক লাখ ভাগের এক ভাগ
 আউটপুটg প্রসেসিংg৩. ইনপুট
(i) কম্পিউটারের কাজ করার পদ্ধতি
(ii) স্মার্ট ফোনের কাজ করার পদ্ধতি
(iii) X-Ray মেশিনের কাজ করার পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৪. রোড রানার কিসের নাম-
(ক) অপারেটিং সিস্টেম (খ) সুপার কম্পিউটা (গ) মিনি কম্পিউটার
(ঘ) মাইক্রো কম্পিউটার
৫. একটি যোগ করতে কম্পিউটারের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে ০২ সেকেন্ডে কয়টি যোগ করতে পারবে?
(ক) ১ কোটি (খ) ২ কোটি (গ) ৩ কোটি (ঘ) ৫ কোটি
৬. রেজিস্টারে সংরক্ষিত বাইনারি সংখ্যাকে স্থানান্তর করে ডানে বা বামে কত বিট স্থান পর্যন্ত সরানো যায়?
(ক) ১ (খ) ২ (গ) ৪ (ঘ) ৮
৭. VESA, EISA, ISA এগুলো কিসের নাম?
(ক) বাস (খ) যন্ত্র (গ) হার্ডওয়্যার (ঘ) সফটওয়্যার
৮. প্যারালাল পোর্টে পাশাপাশি কত বিট ডাটা যায়?
(ক) ১ বাইট (খ) ২ বাইট (গ) ৭ বাইট (ঘ) ৩ বাইট
৯. ব্যাংকের সার্ভার কম্পিউটারের অপারেটর সিস্টেম কেমন হওয়া উচিত?
(ক) রিসোর্স শেয়ারিং (খ) টাইম শেয়ারিং (গ) রিয়েল টাইম (ঘ) ব্যাচ প্রসেসিং
১০. এটলাস কী?
(ক) ম্যাপ (খ) ইলেকট্রন যন্ত্র (গ) কম্পিউটার (ঘ) ব্যাচ প্রসেসিং
১১. কোন মাইক্রোপ্রসেসর-
(i) আইবিএম (ii) পাওয়ার ওপেন
(iii) আলতেয়ার
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
১২. GUI এর সুবিধা কী-
(i) পুল ডাউন মেনু থাকে
(ii) চিত্রভিত্তিক ওঈঙঘ থাকে
(iii) সহজে টাইপ করা যায়
নিচের কোনটি সঠিক?
(ক) ii ও iii (খ) i ও ii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
১৩. সংখ্যা পদ্ধতির কোন পদ্ধতিতে মেমরির জায়গা কম লাগবে?
(ক) বাইনারারি (খ) অক্টাল (গ) ডেসিমাল (ঘ) হেক্সাডেসিমাল
১৪. পাঁচ অঙ্কের বৃহত্তম অক্টাল সংখ্যার সঙ্গে ১ যোগ করলে সংখ্যাটি কি হবে?
(ক) ৭৭৭৭৭ (খ) ৮৮৮৮৮ (গ) ৭৭৭৭৮ (ঘ) ১০০০০০
১৫. 17(10) এর BCD কোড কত?
(ক) ১০০০১ (খ) ০০০১০১১১ (গ) ০০১০১১ (ঘ) ০১১১১
১৬. ধাপে ধাপে সমস্যার সমাধান করাকে কী বলে?
(ক) ফ্লোচার্ট (খ) অ্যালগরিদম (গ) ডিবাগিং (ঘ) কোডিং
১৭. কমান্ড কী এর নিচে কোনটি থাকে?
(ক) শিফট কী (খ) অ্যারো কী
(গ) শিফট কী ও অল্টার (ঘ) ফাংশন কী
১৮. MS Word tab এর নিচের সারিকে বলে?
(ক) মেনুবার (খ) স্টুলবার
(গ) রিবন (ঘ) কোনোটিই নয়
১৯. 2007 MS Excel ভার্সনে সারির সংখ্যা কত?
(ক) ৬৫৫৩৬ (খ) ১০০০০০ (গ) ১৬৭৭৭২১৬ (ঘ) ১০৮৮৫৭৬
২০. উ নং কলামের ৫ নং সারির নাম হবে-
(ক) 5D (খ) D5 (গ) 05D (ঘ) D05
২১. ৩ সংখ্যা যোগ করে গড় নির্ণয় করার সূত্র হচ্ছে-
(i) = (A1+A2+A3)/3 (ii) =AGV (A1:A3)
(iii)AVGRAGE (A1:A3)
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
২২. Access এ একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করতে হলে যে নিয়ম মেনে চলতে হবে-
 query" report " form "report (L) Table " form " table"(ক) Blank database
 report +" field " (N) record " table" field "(M) Form
২৩. রোগীর রোগের ইতিহাস রাখার জন্য ডাটা টাইপ কেমন হবে?
(ক) Text (খ) Memo (গ) Lookup wizard (ঘ) Hyperlink
২৪. মকেটি ডাটার ডাটাবেজ থেকে সমস্ত মহিলা ডেটারকে আলাদা করতে হলে কি Option বাছাই করবে?
(র) নতুন টেবিল তৈরি করবে
(ii) কুয়েরি করবে (iii) রিপোর্ট করবে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
২৫. অ্যাসেম্বেলি ভাষার কোড কোনটি?
(ক) IF (খ) Dim (গ) ADD (ঘ) END SUB
২৬. ধাপে ধাপে সমস্যার সমাধান করাকে কী বলে?
(ক) ফ্লোচার্ট (খ) অ্যালগরিদম (গ) ডিবাগিং (ঘ) কোডিং
২৭. Interger type data এর আকার কীরূপ?
(ক) ০ থেকে ২৫৫ (খ) ০ থেকে ২৫৬ (গ) -৩২, ৭৬৮ থেকে ৩২, ৭৬৮
(ঘ) ২৫৫ থেকে ৬৫৫৩৬
২৮. ভিজ্যুয়াল বেসিক এ লেখা প্রোগ্রামকে কী বলে?
(ক) সোর্স কোডস (খ) অবজেক্ট কোড (গ) ইউনিকোড (ঘ) আসকি কোড
২৯. হোটেল কম্পিউটার আছে-
(i) স্টার সংগঠনে
(ii) শাখা-প্রশাখা সংগঠনে
(iii) পরস্পর সংযুক্ত সংগঠনে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
৩০. কোনটি সঠিক-
(i) gmail-step com.
(ii) step-gmail.com
(iii) step-gamil.com.bd
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
উত্তর : ১.খ, ২.গ, ৩.ঘ, ৪.খ, ৫.ঘ, ৬.ক, ৭.ক, ৮.ক, ৯.গ, ১০.গ, ১১.গ, ১২.ঘ, ১৩.ক, ১৪.ঘ, ১৫.খ, ১৬.খ, ১৭.খ, ১৮.খ, ১৯.ঘ, ২০.খ, ২১.ঘ, ২২.ক, ২৩.খ, ২৪.খ, ২৫.গ, ২৬.খ, ২৭.গ, ২৮.ক, ২৯.গ, ৩০.খ।

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.