এসএসসি পরীক্ষার্থীদের কৃষিশিক্ষা গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী মডেল টেস্ট -৫২

কৃষিশিক্ষা বাছাইকৃত গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
১। কৃষকের ভাষায় ভূ-পৃষ্ঠের কতটুকু গভীর স্তরকে মাটি বলা হয়?
ক) ১০-১২ সে.মি. খ) ১২-১৫ সে. মি.
গ) ১৫-১৮ সে. মি. ঘ) ১৮-২০ সে. মি.
২। বাংলাদেশের প্রধান ফসল হল-
ক) গম খ) ভুট্টা গ) ধান ঘ) আলু
৩। গম উৎপাদনের ক্ষেত্রে মাটির PH কত হলে ভালো হয়?
ক) ৪.০ থেকে ৫.০ খ) ৪.০ থেকে ৭.০ গ) ৫.০ থেকে ৮.০ ঘ) ৬.০ থেকে ৭.০
৪। ধান উৎপাদনের জন্য উপযোগী নয় যে মাটি?
ক) কংকর ও বেলে মাটি খ) এঁটেল দোআঁশ মাটি গ) এঁটেল মাটি ঘ) দোআঁশ মাটি
৫। মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে?
ক) ৩০টি খ) ২৫টি গ) ২০টি ঘ) ১০টি
৬। কোন মাটিতে প্রায় সব রকম ফসল ফলে?
ক) বেলে মাটি খ) দোআঁশ মাটি গ) এঁটেল মাটি ঘ) কাদা মাটি
৭। কোনটি বৃষ্টিনির্ভর রবি মৌসুমের ফসল?
ক) রোপা আউশ খ) মুগ গ) ভুট্টা ঘ) মরিচ
৮। পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের কত শতাংশ ভূমি উঁচু?
ক) ৬০ শতাংশ খ) ৭৫ শতাংশ গ) ৯০ শতাংশ ঘ) ১০০ শতাংশ
৯। কোন অঞ্চলের মাটিতে পটাশ জাত খনিজ পদার্থ রয়েছে?
ক) মধুপুর অঞ্চল খ) পাহাড়ি অঞ্চল গ) উপকূলীয় অঞ্চল ঘ) পাদভূমি অঞ্চল
১০। কোন এলাকাটি উপকূলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত?
i) দিনাজপুর ii) ভোলা iii) বরিশাল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১১। গম কোন মৌসুমের ফসল?
ক) খরিপ-১ খ) খরিপ-২ গ) বর্ষা মৌসুম ঘ) রবিশস্য
১২। গম চাষের জন্য জমিকে কয়বার আড়াআড়ি চাষ দিতে হয়?
ক) ২-৩ বার খ) ৩-৪ বার
গ) ৪-৫ বার ঘ) ৫-৬ বার
১৩। আলু চাষে একটি নালা থেকে আরেকটি নালার দূরত্ব কত হতে হয়?
ক) ৬০ সে.মি. খ) ৫০ সে.মি. গ) ৪০ সে.মি. ঘ) ৩০ সে.মি.
১৪। জমি প্রস্তুতির প্রথম ধাপ কোনটি?
ক) সেচ কাজ খ) সার প্রয়োগ গ) ভূমি কর্ষণ ঘ) বীজ বোপন
১৫। খনার বচন অনুসারে মুলার জন্য কয়টি চাষ দিতে হয়?
ক) ষোলোটি খ) পনেরোটি গ) বারোটি ঘ) আটটি
১৬। দোআঁশ মাটি কয়বার চাষ ও মই দিলে ভূমি কর্ষণ ফসল উৎপাদন উপযোগী হয়?
ক) ২-৩ বার খ) ৩-৪ বার গ) ৪-৫ বার ঘ) ৫-৬ বার
১৭। খনার বচন অনুসারে-
i) আট চাষে তুলা ii) বিনা চাষে পান
iii) দুই চাষে ধান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৮। জমি চাষের বিবেচ্য বিষয়গুলো হল-
i) ফসলের প্রকার ii) মাটির প্রকার
iii) আবহাওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৯। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কোন ধরনের ভূমিক্ষয় দেখা যায়?
ক) রিল ভূমিক্ষয় খ) গালি ভূমিক্ষয়
গ) আস্তরণ ভূমিক্ষয়
ঘ) বায়ুপ্রবাহজনিত ভূমিক্ষয়
২০। জুমচাষ কোন এলাকার ফসল চাষ পদ্ধতি?
ক) পাহাড়ি খ) সমতল গ) উপকূলীয় ঘ) বরেন্দ
২১। রিল ভূমিক্ষয় আস্তরণ ভূমিক্ষয়ের কততম ধাপ?
ক) ১ম খ) ২য় গ) ৩য় ঘ) ৪র্থ
২২। ভূমিক্ষয়ের প্রকৃত কারণ কী?
ক) ভূমিধস খ) পাহাড় কাটা গ) বায়ুপ্রবাহ ঘ) মানুষ নিজে
২৩। পাহাড়ের ঢালের আড়াআড়ি সমন্বিত লাইনে চাষ পদ্ধতিকে কী বলে?
ক) স্বাভাবিক চাষ পদ্ধতি খ) কন্টোর চাষ পদ্ধতি
গ) জুম চাষ পদ্ধতি
ঘ) পাহাড়ি ঢাল চাষ পদ্ধতি
২৪। বীজ কয় প্রকারে শুকানো যায়?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
২৫। অ্যালজি যা গো-খাদ্য হিসেবে ব্যবহার করা যায় এদের মধ্যে প্রধান কোনটি?
ক) প্লাংটন খ) মিউকর গ) ক্লোরেলা ঘ) ফাইটোপথেরা
২৬। কোনটি উদ্ভিদের বংশবিস্তারের প্রধান মাধ্যম?
ক) কাণ্ড খ) মূল গ) বীজ ঘ) ফুল
২৭। লেইট ব্লাইট কোন ফসলের মড়ক রোগ?
ক) ধান খ) আলু গ) গম ঘ) টমেটো
২৮। মিনি বা ছোট পুকুরের আয়তন কতটুকু হয়?
ক) ১-৫ শতক খ) ৫-৭ শতক গ) ১০-১৫ শতক ঘ) ১০-৩০ শতক
২৯। পুকুরের তলদেশে কাদার ওপরে বা ভেতরে যে জীব থাকে তাদেরকে কী বলে?
ক) প্লাংটন খ) নেকটার গ) সাঁতারু ঘ) বেনথোস
৩০। সার কয় প্রকার?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
৩১। বাংলাদেশে অভ্যন্তরীণ জলাশয়ের মোট আয়তন কত?
ক) প্রায় ৪০ লাখ হেক্টর খ) প্রায় ৪৭ লাখ হেক্টর গ) প্রায় ৫০ লাখ হেক্টর ঘ) প্রায় ৫৪ লাখ হেক্টর
৩২। বাংলাদেশে স্বাদুপানির মাছের মধ্যে চরম বিপন্ন প্রজাতির সংখ্যা কয়টি?
ক) ১২টি খ) ১৪টি গ) ২৮টি ঘ) ৩৪টি
৩৩। পকানটি ঝুঁকিপূর্ণ প্রজাতির মাছ?
ক) মহাশোল খ) কাজলি গ) পাবদা ঘ) টেংরা
৩৪। বাংলাদেশে উৎপাদিত মাছের শতকরা কত ভাগ সমুদ্র থেকে আহরিত হয়?
ক) ২০ ভাগ খ) ৩০ ভাগ গ) ৫০ ভাগ ঘ) ৮০ ভাগ
৩৫। চরম বিপন্ন প্রজাতির মাছ হল-
i. সরপুঁটি ii. মহাশোল iii. বাঘাআইড়
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
উত্তর : ১। গ ২। গ ৩। ঘ ৪। ক ৫। ক ৬। খ ৭। ঘ ৮। গ ৯। ক ১০। গ ১১। ঘ ১২। খ ১৩। ক ১৪। গ ১৫। ক ১৬। খ ১৭। ক ১৮। ঘ ১৯। খ ২০। ক ২১। খ ২২। ঘ ২৩। খ ২৪। ক ২৫। গ ২৬। গ ২৭। খ ২৮। ক ২৯। ঘ ৩০। ক ৩১। খ ৩২। ক ৩৩। খ ৩৪। ক ৩৫। ঘ

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.