এসএসসি বাংলা ২য় পত্র - বহুনির্বাচনি প্রশ্নোত্তর পরিচ্ছেদ ২৬

এসএসসি
২০২৪ - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ২৬ : বহুনির্বাচনি প্রশ্ন (-১০)

পরিচ্ছদ ২৬

. কিছুটা বা সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহৃত হয়?

. -টুক . -টি

. -খানা . -খানি

. নির্দেশক যুক্ত হয় কোন শব্দের সঙ্গে?

. বিশেষ্য . সর্বনাম

. বিশেষণ . সব কটিই

. যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায়, সেগুলোকে কী বলে?

. বচন . লিঙ্গ

. আবেগ . নির্দেশক

. কোন ধরনের শব্দের সঙ্গে নির্দেশক যুক্ত হয় না?

. বিশেষ্য . সর্বনাম

. বিশেষণ . ক্রিয়া

. যেসব ক্ষেত্রে -টা বা -টি বসে, সেসব ক্ষেত্রে অন্য কী বসতে পারে?

. -খানা বা-খানি . -জন

. -টুকু . কোনোটাই নয়

. মানুষ ছাড়া আর কিসের সঙ্গে ‘-জননির্দেশক ব্যবহৃত হয়?

. প্রাণীর সঙ্গে

. উদ্ভিদের সঙ্গে

. আসবাবপত্রের সঙ্গে

. সংখ্যার সঙ্গে

. যে লগ্নক নির্দিষ্টতা বোঝায়, তার নাম কী?

. সংখ্যা . নির্দেশক

. লিঙ্গ . উপসর্গ

. ‘ন্যাকামিটা এখন রাখো।’—বাক্যেন্যাকামিশব্দের সঙ্গেটাযুক্ত হয় কোন অর্থ প্রকাশ করেছে?

. নিরর্থকতা . সার্থকতা

. দ্ব্যর্থকতা . ভিন্নার্থকতা

. ‘এক যে ছিল রাজা।’—এখানে নির্দেশক কী অর্থে ব্যবহৃত হয়েছে?

. অনির্দিষ্টতা . নির্দিষ্টতা

. নিরর্থকভাবে . বাহুল্য অর্থে

১০. নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে তা কী হয়ে যায়?

. নির্দিষ্ট . অনির্দিষ্ট

. সুনির্দিষ্ট . নিরর্থক

সঠিক উত্তর

পরিচ্ছদ ২৬: . . . . . . . . . ১০.


পরিচ্ছদ ২৬

১১. কোন নির্দেশকটি নির্দিষ্টতা অনির্দিষ্টতা উভয়ই বোঝায়?

. কেতা . টো/টুকু

. গাছি . গুলিন

১২. সারাটি বিকেল তোমার আশায় বসে আছি’—এখানে সারাটি কোন অর্থ প্রকাশ করেছে?

. নিরর্থক ভাব . অনির্দিষ্টতা

. নির্দিষ্টতা . সামান্যতা

১৩. পোয়াটুকু দুধ দাও’— বাক্যে ব্যবহৃত নির্দেশক দ্বারা কী প্রকাশ পেয়েছে?

. নির্দিষ্টতা . অনির্দিষ্টতা

. সুনির্দিষ্টতা . অতিনির্দিষ্টতা

১৪. ‘পরিমাণের স্বল্পতাবোঝাতে কোন পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয়?

. টুকু . টা

. গুলো . এক

১৫. কোন নির্দেশকটি নির্দেশক অনির্দেশক দুই অর্থেই প্রযোজ্য?

. গাছা . পাটি

. গাছি . গোটা

১৬. ‘নির্দেশকসাধারণত পদের কোথায় বসে?

. শেষে . প্রথমে

. মাঝে . আদি অন্তে

১৭. বিশেষ অর্থে নির্দিষ্টতাজ্ঞাপক শব্দ কোনগুলো?

. কেতা, পাটি . গোটা, টা

. খানা, টুকু . গুলো, গুলি

সঠিক উত্তর

পরিচ্ছদ ২৬: ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭.

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.