এসএসসি বাংলা ২য় পত্র - বহুনির্বাচনি প্রশ্নোত্তর পরিচ্ছেদ ২৫

এসএসসি
২০২৪ - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ২৫ : বহুনির্বাচনি প্রশ্ন (-১০)

পরিচ্ছদ ২৫

. আবেগ শব্দ কীভাবে ব্যবহৃত হয়?

. স্বাধীনভাবে . অনুমোদিতভাবে

. নিয়ন্ত্রিতভাবে . শর্ত সাপেক্ষে

. অনুমোদন, সম্মতি সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে?

. সিদ্ধান্ত আবেগ . অলংকার আবেগ

. বিস্ময় আবেগ . সম্বোধন আবেগ

. সম্বোধন আবেগ আছে নিচের কোন বাক্যে?

. ওহে, কী বলেছি, শুনেছ?

. নাহ, ওকে নিয়ে আর পারি না।

. আরে! তুমি আবার কখন এলে?

. দূর! ওসব কথা আমি বলিনি।

. বেশ, তবে যাওয়াই যাক।’— বাক্যে কোন ধরনের আবেগ প্রকাশিত হয়েছে?

. সিদ্ধান্ত . প্রশংসা

. করুণা . অলংকার

. ছি ছি! লোকটা পিছু ছাড়ছে না।’—কোন আবেগ বোঝায়?

. বিস্ময় . বিরক্তি

. সাপেক্ষ . কারণ

. ‘অবজ্ঞা’, ‘ঘৃণাইত্যাদি প্রকাশিত হলে তাকে কোন ধরনের আবেগ বলে?

. আতঙ্ক আবেগ . বিরক্তি আবেগ

. বিস্ময় আবেগ . সম্বোধন আবেগ

. ‘আহা! বেচারার কত কষ্ট!’—এখানে কোন ধরনের আবেগ প্রকাশ পেয়েছে?

. বিস্ময় . আতঙ্ক

. বিরক্তি . করুণা

. ‘কোমলতা’, ‘মাধুর্যইত্যাদি বৈশিষ্ট্য কোন ধরনের আবেগের সঙ্গে সম্পর্কিত?

. সম্বোধন আবেগ . অলংকার আবেগ

. সিদ্ধান্ত আবেগ . করুণা আবেগ

. ‘হ্যাঁ, আমাদের জিততেই হবে’— বাক্যেহ্যাঁকোন ধরনের আবেগ?

. সিদ্ধান্ত . বিস্ময়

. অলংকার . সম্বোধন

১০. ‘ছি ছি! রকম কথা তার মুখে মানায় না।’—বাক্যটিতে কোন ধরনের আবেগ ব্যবহৃত হয়েছে?

. বিস্ময় আবেগ . করুণা আবেগ

. বিরক্তি আবেগ . আতঙ্ক আবেগ

সঠিক উত্তর

পরিচ্ছেদ ২৫: . . . . . . . . . ১০.

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.