এসএসসি বাংলা ২য় পত্র - বহুনির্বাচনি প্রশ্নোত্তর পরিচ্ছেদ ২৮

এসএসসি
২০২৪ - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ২৮ : বহুনির্বাচনি প্রশ্ন (-)

পরিচ্ছেদ ২৮

. লোকে কিনা বলে’—বাক্যের লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে?

. - . -তে

. -যে . -রে

. সাধারণত ক্রিয়ার কাল, স্থান ভাব বোঝাতে কোন বিভক্তি যুক্ত হয়?

. -কে, -রে . -, -এর

. -, -তে . -, -য়ের

. শব্দের শেষে দ্বিস্বর থাকলে - বিভক্তির রূপভেদ হয় কোনটি?

. - . -তে

. -য়ে . -রে

. বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝাতে কোন বিভক্তি হয়?

. - . -

. -কে . -তে

. বাক্যের মধ্যে অন্য শব্দের সঙ্গে সম্পর্ক বোঝাতে বিশেষ্য সর্বনামের সঙ্গে যুক্ত অর্থহীন লগ্নকগুলোকে কী বলে?

. বচন . নির্দেশক

. লিঙ্গ . বিভক্তি

. বিভক্তিগুলোকে কয়ভাগে বিভক্ত করা হয়েছে?

. দুই . তিন

. চার . পাঁচ

. যেসব শব্দের শেষে কারচিহ্ন নেই, সেসব শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়?

. -তে . -কে

. - . -রে

. শব্দের শেষে দ্বিস্বর থাকলে কোন বিভক্তি হয়?

. -য়ের . –

. - . –য়ে

. সাধারণত -কারান্ত /-কারান্ত /-কারান্ত শব্দের শেষে কোন বিভক্তি যুক্ত হয়?

. -য়ে . -

. -এর . -

সঠিক উত্তর

পরিচ্ছদ ২৮: . . . . . . . . .

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.