এসএসসি বাংলা ২য় পত্র - বহুনির্বাচনি প্রশ্নোত্তর পরিচ্ছেদ ২৪

এসএসসি
২০২৪ - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ২৪ : বহুনির্বাচনি প্রশ্ন (-১০)

পরিচ্ছেদ ২৪

. যোজক কাকে যুক্ত করে?

. পদ . বর্গ

. বাক্য . সবগুলো

. কোন যোজক কার্যকারণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায়?

. সাধারণ যোজক

. বিকল্প যোজক

. কারণ যোজক

. বিরোধ যোজক

. কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয়?

. কারণ যোজক

. বিকল্প যোজক

. সাপেক্ষ যোজক

. বিরোধ যোজক

. যদি রোদ ওঠে তবে রওনা দেবো’—বাক্যটি কোন যোজক নির্দেশ করেছে?

. সাধারণ যোজক

. বিকল্প যোজক

. বিরোধ যোজক

. সাপেক্ষ যোজক

. পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে, সেগুলোকে কী বলে?

. যোজক . লগ্নক

. বচন . অব্যয়

. পাঠ্যবইয়ে কয় ধরনের যোজক দেখানো হয়েছে?

. দুই ধরনের . তিন ধরনের

. চার ধরনের . পাঁচ ধরনের

. দুটি শব্দ বা বাক্যে যোগ করে কোন ধরনের যোজক?

. সাধারণ . বিকল্প

. কারণ . সাপেক্ষ

. ‘বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।’—এখানেতাইকোন ধরনের যোজক?

. বিকল্প যোজক . বিরোধ যোজক

. সাপেক্ষ যোজক . কারণ যোজক

. নিচের কোন শব্দটিযোজক’?

. অবশ্যই . খাসা

. . অনেক

১০. ‘আর, , এবংএগুলোর নাম কী?

. যোজক . নির্দেশক

. আবেগ . অনুবর্গ

সঠিক উত্তর

পরিচ্ছদ ২৪: . . . . . . . . . ১০.

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.