এসএসসি বাংলা ২য় পত্র - বহুনির্বাচনি প্রশ্নোত্তর পরিচ্ছেদ ৭

এসএসসি
২০২৩ - বাংলা ২য় পত্র | পরিচ্ছেদ : বহুনির্বাচনি প্রশ্ন (-১০)

পরিচ্ছেদ

. দন্ত্য ব্যঞ্জনধ্বনির মুখ্য বাক্প্রত্যঙ্গ কোনটি?

. নিচের ঠোঁট . জিহ্বার ডগা

. আলজিব . দাঁত

. কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিহ্বার ডগা ওপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে?

. ওষ্ঠ্য ব্যঞ্জন . দন্ত্য ব্যঞ্জন

. দন্ত্যমূলীয় ব্যঞ্জন . মূর্ধন্য ব্যঞ্জন

. ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ কম থাকলে সেগুলোকে বলে?

. ঘোষ ধ্বনি . অঘোষ ধ্বনি

. অল্পপ্রাণ ধ্বনি . মহাপ্রাণ ধ্বনি

. কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে?

. বড় . গাঢ়

. চানাচুর . হঠাৎ

. উচ্চারণস্থান অনুযায়ী কেমন ধ্বনি?

. দন্ত্য . মূর্ধন্য

. তালব্য . কণ্ঠ্য

. ওষ্ঠ্য ব্যঞ্জনের মুখ্য বাক্প্রতঙ্গ কোনটি?

. জিহ্বার ডগা

. নিচের ঠোঁট

. ওপরের ঠোঁট

. জিহ্বার পেছনের অংশ

. উচ্চারণস্থান অনুযায়ী কোন ধরনের ব্যঞ্জন ধ্বনি?

. ওষ্ঠ্য ব্যঞ্জন . তালব্য ব্যঞ্জন

. মূর্ধন্য ব্যঞ্জন . দন্ত্য ব্যঞ্জন

. জিহ্বার ডগা ওপরের পাটির দাঁতে লেগে কোন ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন হয়?

. মূর্ধন্য ব্যঞ্জন . তালব্য ব্যঞ্জন

. কণ্ঠ্য ব্যঞ্জন . দন্ত্য ব্যঞ্জন

. কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি উচ্চারণের মুখ্য বাক্প্রত্যঙ্গ কোনটি?

. নিচের ঠোঁট . জিহ্বার ডগা

. দন্তমূল . ধ্বনিদ্বারের দুটি পাল্লা

১০. দুটি বাক্প্রতঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে উৎপন্ন ধ্বনিকে কী বলে?

. স্পৃষ্ট ব্যঞ্জন . নাসিক্য ব্যঞ্জন

. উষ্ম ব্যঞ্জন . কম্পিত ব্যঞ্জন

সঠিক উত্তর

পরিচ্ছেদ : . . . . . . . . . ১০.

পরিচ্ছেদ

১১. স্পৃষ্ট ব্যঞ্জনকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

. দুই . তিন

. চার . পাঁচ

১২. , , , , উচ্চারণের প্রকৃতি অনুযায়ী এগুলো কোন ধরনের ব্যঞ্জন?

. উষ্ম . তালব্য

. নাসিক্য . তাড়িত

১৩. জিহ্বা একাধিকবার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে কোন ধ্বনির সৃষ্টি করে?

. তাড়িত ধ্বনি . উষ্ম ধ্বনি

. কম্পিত ধ্বনি . পার্শ্বিক ধ্বনি

১৪. স্বরযন্ত্রের ধ্বনিদ্বারে বায়ুর কম্পন বেশি হয়ে কোন ধ্বনি উচ্চারিত হয়?

. অঘোষ ব্যঞ্জন . ঘোষ ব্যঞ্জন

. অল্পপ্রাণ ব্যঞ্জন . মহাপ্রাণ ব্যঞ্জন

১৫. যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে কম বায়ু নির্গত হয়, সেগুলোকে কী বলে?

. অঘোষ ব্যঞ্জন . অল্পপ্রাণ ব্যঞ্জন

. ঘোষ ব্যঞ্জন . মহাপ্রাণ ব্যঞ্জন

১৬. যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে অপেক্ষাকৃত বেশি বায়ু নির্গত হয় সেগুলোকে কী বলে?

. অঘোষ ব্যঞ্জন . অল্পপ্রাণ ব্যঞ্জন

. ঘোষ ব্যঞ্জন . মহাপ্রাণ ব্যঞ্জন

১৭. ব্যঞ্জনধ্বনিটি কোন শ্রেণির?

. অল্পপ্রাণ ঘোষ

. মহাপ্রাণ ঘোষ

. অল্পপ্রাণ অঘোষ

. মহাপ্রাণ অঘোষ

১৮. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?

. মহাপ্রাণ ধ্বনি . অঘোষ ধ্বনি

. অল্পপ্রাণ ধ্বনি . শ্বাস ধ্বনি

১৯. হতে পর্যন্ত বর্ণগুলোকে কী বর্ণ বলা হয়?

. মহাপ্রাণ বর্ণ . স্পর্শ বর্ণ

. ওষ্ঠ্য বর্ণ . ঘোষ বর্ণ

২০. কোনগুলো স্পর্শধ্বনি?

. থেকে পর্যন্ত

. থেকে পর্যন্ত

. থেকে পর্যন্ত

. থেকে পর্যন্ত

সঠিক উত্তর

পরিচ্ছেদ : ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০.

পরিচ্ছেদ

২১. , , , , এর উচ্চারণস্থান কোনটি?

. অগ্রতালু . জিহ্বামূল

. পশ্চাৎ দন্তমূল . অগ্র দন্তমূল

২২. বর্গীয় ধ্বনির উচ্চারণস্থান কোনটি?

. পশ্চাৎ দন্তমূল . অগ্রতালু

. জিহ্বামূল . অগ্রদন্তমূল

২৩. বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণস্থান অনুযায়ী নাম কী?

. কণ্ঠ্য ধ্বনি . তালব্য ধ্বনি

. মূর্ধন্য ধ্বনি . ওষ্ঠ্য ধ্বনি

২৪. বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোয় কয়টি নাসিক্য বর্ণ আছে?

. ৩টি . ৪টি

. ৫টি . ৭টি

২৫. , , , চারটি বর্ণকে কী বলে?

. স্পর্শ বর্ণ . উষ্ম বর্ণ

. দন্ত্য বর্ণ . ওষ্ঠ্য বর্ণ

২৬. যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, তাকে কী বলে?

. ঘোষ ধ্বনি . অঘোষ ধ্বনি

. উষ্ম ধ্বনি . পার্শ্ব ধ্বনি

সঠিক উত্তর

পরিচ্ছেদ : ২১. ২২. ২৩. ২৪. ২৫. ২৬.

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.