এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান কুইজ প্রশ্নোত্তর মডেল টেস্ট -৩৭
বিজ্ঞান
কুইজ প্রশ্নোত্তর
মো.
আমিনুল ইসলাম, সিনিয়র
শিক্ষক, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
ত্রয়োদশ
অধ্যায়
১।
হার্ডওয়্যার কী?
উত্তর
: যেসব ভৌত ডিভাইস দিয়ে কম্পিউটার তৈরি তাদের বলা হয় হার্ডওয়্যার। যেমন- মাউস,
মনিটর, কী-বোর্ড ইত্যাদি।
২।
রঙিন টেলিভিশনের মৌলিক রং কয়টি?
উত্তর
: রঙিন টেলিভিশনের মৌলিক রং তিনটি যথা- লাল, আসমানি এবং সবুজ।
৩।
অডিও সংকেত কী?
উত্তর
: কোনো বক্তা বা উপস্থাপকের কথা, কণ্ঠস্বর বা যে কোনো শব্দ তরঙ্গকে মাইক্রোফোনের
সাহায্যে তড়িৎ সংকেত রূপান্তর করা হয়। এই তড়িৎ সংকেতের নাম অডিও সংকেত।
৪।
মনিটর কী?
উত্তর
: টেলিভিশনের মতো দেখতে কম্পিউটারের ভিডিও আউটপুট প্রদর্শনের প্রধান যন্ত্রাংশটির
নাম হল মনিটর।
৫।
ফ্যাক্স কত সালে আবিষ্কৃত হয়?
উত্তর
: ফ্যাক্স ১৮৪২ সালে আবিষ্কৃত হয়।
৬।
ফ্যাক্স কোন বিজ্ঞানী আবিষ্কার করেন?
উত্তর
: স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজান্ডার বেইন আবিষ্কার করেন।
৭।
ফ্যাক্স মেশিনের উন্নতি সাধন করেন কে?
উত্তর
: ইংল্যান্ডের বিজ্ঞানী ফেডারিক ব্ল্যাকওয়েল এবং জার্মান বিজ্ঞানী অর্থার করন
ফ্যাক্স মেশিনের উন্নতি সাধন করেন।
৮।
মাইক্রোফোন কী?
উত্তর
: কোনো বড় সভা বা অনুষ্ঠানের সময় বক্তা যে ইলেক্ট্রনিক যন্ত্রের সামনে দাঁড়িয়ে কথা
বলেন তাকে মাইক্রোফোন বলে।
৯।
ফ্যাক্সের পূর্ণরূপ কী?
উত্তর
: ফ্যাক্সের পূর্ণরূপ হল ফ্যাক্সিমিল।
১০।
ফ্যাক্স কী?
উত্তর
: ফ্যাক্সিমিল বা ফ্যাক্স হল তার বা রেডিওর সাহায্যে গ্রাফিক্যাল তথ্য বা যে কোনো
লিখিত ডকুমেন্ট হুবহু কপি করে প্রেরণ বা গ্রহণের একটি ইলেকট্রনিক ব্যবস্থা।
১১।
কম্পিউটার শব্দের অর্থ কী?
উত্তর
: কম্পিউটার শব্দের অর্থ হল- গনক বা হিসাবকারী।
১২।
অডিও সংকেতের উৎস কী?
উত্তর
: অডিও সংকেতের উৎস হল শব্দ।
১৩।
মোডেম কী?
উত্তর
: যে যন্ত্র এনালগ ডেটাকে ডিজিটাল বা ডিজিটাল ডেটাকে এনালগে রূপান্তর করে তাকে
মোডেম বলে।
১৪।
কম্পিউটার ভিশন সিনড্রোম কী?
উত্তর
: একটানা দীর্ঘদিন বা দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করলে চোখে নানারকম সমস্যার সৃষ্টি
হয়। একে বলা হয় কম্পিউটার ভিশন সিনড্রোম।
১৫।
মডুলেশন কী?
উত্তর
: এনালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার পদ্ধতিকে মডুলেশন বলে।
১৬।
ইন্টারনেট কী?
উত্তর
: ইন্টারনেট হল ‘নেটওয়ার্কে নেটওয়ার্ক বা সব নেটওয়ার্কের জননী। ইন্টার
নেট অনেক নেটওয়ার্কের সমষ্টি এবং সবাই মিলে একটি একক নেটওয়ার্কের মতো কাজ করে।
১৭।
কম্পিউটার কী?
উত্তর
: কম্পিউটার হল একটি ইলেক্ট্রনিক ডিভাইস বা ডেটা বা উপাত্ত প্রক্রিয়াকরণ করে
প্রয়োজনীয় তথ্যে রূপান্তর করে।
১৮।
ডিজিটাল সংকেত কী?
উত্তর
: ডিজিটাল সংকেত বলতে বোঝায় সেই যোগাযোগ সংকেতকে যাদের প্রত্যেককে পৃথকভাবে চেনা
যায়।
১৯।
সংকেত কী?
উত্তর
: সংকেত হল কোনো চিহ্ন বা কার্য বা শব্দ যা নির্দিষ্ট বার্তা বহন করে।
২০।
মোবাইল ফোন কোন ধরনের ডিভাইস?
উত্তর
: মোবাইল ফোন হল একটি নিু ক্ষমতার রেডিও ডিভাইস যা একটি ছোট এন্টিনার সাহায্যে
রেডিও কম্পাঙ্ক বিকিরণ প্রেরণ ও গ্রহণ করে।
২১।
বর্তমানে বহুল ব্যবহৃত ডাক মাধ্যম কী?
উত্তর
: বর্তমানে বহুল ব্যবহৃত ডাক মাধ্যম হল ই-মেইল।
২২।
টেলিভিশনের আবিষ্কারক কে?
উত্তর
: স্কটিস আবিষ্কারক লজি বেয়ার্ড ১৯২৬ সালে প্রথম টেলিভিশন আবিষ্কার করেন। তিনি
প্রথম টেলিভিশনে চিত্র প্রেরণে সক্ষম হন।
২৩।
ইন্টারনেট কত সালে চালু হয়?
উত্তর
: আমেরিকান প্রতিরক্ষা বিভাগ ১৯৬৯ সালে ইন্টারনেট চালু করেন।
২৪।
টেলিভিশনের বাংলা অর্থ কী?
উত্তর
: টেলিভিশনের বাংলা অর্থ দূরদর্শন।
২৫।
বাংলাদেশে কম্পিউটার ব্যবহার শুরু হয় কখন?
উত্তর
: বাংলাদেশে সর্ব প্রথম ১৯৬৪ সালে কম্পিউটার ব্যবহার শুরু হয়।
২৬।
CPU এর পূর্ণরূপ কী?
উত্তর
: CPU এর পূর্ণরূপ হল- Central Processing unit.
২৭।
CPU কী?
উত্তর
: কম্পিউটারের যেখানে তথ্য প্রক্রিয়াজাত করা হয় তাকে সিপিইউ বা কেন্দ্রীয়
প্রক্রিয়াকরণ ইউনিট বলা হয়।
২৮।
টেলিফোন কে আবিষ্কার করেন, কত সালে?
উত্তর
: বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহামবেল ১৮৭৫ সালে।
২৯।
মোবাইল ফোনের অপর নাম কী?
উত্তর
: মোবাইল ফোনের অপর নাম সেলফোন।
৩০।
টেলিভিশন সাধারণত কী দিয়ে তৈরি?
উত্তর
: ফসফরাস দিয়ে তৈরি
No comments