এসএসসি পরীক্ষার্থীদের ভূগোল ও পরিবেশ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী মডেল টেস্ট -৩৬
ভূগোল ও পরিবেশ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী
দেওয়ান সামছুর রহমান,সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৮৩। ১৯৫০ সালে আসামের ভূমিকম্পে কোন নদীর গতিপথ পরিবর্তিত
হয়েছিল?
ক) ভাগীরথী খ) নাফ
গ) দিবং ঘ) গঙ্গা
৮৪। সুনামি শব্দটি কোন ভাষার শব্দ?
ক) ইংরেজি খ) জাপানি গ) বাংলা ঘ) চাইনিজ
৮৫। ২০০৪ সালে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামি কয়টি দেশে আঘাত
হেনেছিল?
ক) ১০টি খ) ১৩টি
গ) ১৪টি ঘ) ১৬টি
৮৬। কোনটি আগ্নেয় পর্বতের উদাহরণ?
ক) হিমালয় খ) কেওক্রাডং গ) আন্দিজ ঘ) ভিসুভিয়াস
৮৭। আগ্নেয়গিরির আকৃতি কেমন?
ক) লম্বাকৃতি খ) মোচাকৃতি
গ) বর্গাকৃতি ঘ) গোলাকৃতি
৮৮। আগ্নেয়গিরির সুফল কোনটি?
ক) ভূমির উর্বরতা বৃদ্ধি পাওয়া
খ) ভূপৃষ্ঠে গভীর গহ্বরের সৃষ্টি হওয়া
গ) হ্রদের সৃষ্টি হওয়া
ঘ) কৃষি ক্ষেত্র ধ্বংস হওয়া
৮৯। ভূমিরূপের ধীর পরিবর্তনকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?
ক) দুইটি খ) তিনটি
গ) চারটি ঘ) পাঁচটি
৯০। শিলারাশির চূর্ণ-বিচূর্ণ ও বিশ্লিষ্ট হওয়ার প্রক্রিয়াকে
কী বলে?
ক) অপসারণ খ) নগ্নীভবন
গ) অবক্ষেপণ ঘ) বিচূর্ণীভবন ও ক্ষয়ীভবন
৯১। দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কী বলে?
ক) নদীসঙ্গম খ) মোহনা গ) দোয়াব ঘ) নদীগর্ভ
৯২। নদী যখন সাগরে পতিত হয়, তখন
তাকে বলে-
ক) নদীসঙ্গম খ) নদীগর্ভ গ) মোহনা ঘ) খাঁড়ি
৯৩। বাংলাদেশের আড়িয়াল খাঁ কোন নদীর শাখা নদী?
ক) বুড়িগঙ্গা খ) পদ্মা
গ) মেঘনা ঘ) যমুনা
৯৪। যমুনার উপনদী হল-
i. শীতলক্ষ্যা ii. তিস্তা iii. করতোয়া
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
৯৫। উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর গতিপথকে কয়ভাগে ভাগ করা
যায়?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
৯৬। নদীর জীবনচক্রের শেষ পর্যায় কোনটি?
ক) ঊর্ধ্বগতি খ) সমগতি গ) মধ্যগতি ঘ) নিুগতি
৯৭। সিন্ধু নদের গিরিখাতের গভীরতা কত?
ক) ৩৭৮ মি. খ) ৪২৮ মি. গ) ৪৫৮ মি. ঘ) ৫১৮ মি.
৯৮। উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদীর বিখ্যাত জলপ্রপাত
কোনটি?
ক) নায়াগ্রা খ) ভিসুভিয়াস
গ) ক্যানিয়ন ঘ) কলেরাডো
৯৯। পৃথিবী বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন কোন মহাদেশে
অবস্থিত?
ক) দক্ষিণ আমেরিকা খ) উত্তর আমেরিকা গ) ইউরোপ ঘ) এশিয়া
১০০। পৃথিবী বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন যা-
i. ১৩৭-১৫৭ মি. বিস্তৃত
ii. ২.৪ কি.মি. গভীর
iii. ৪৮২ কি.মি. দীর্ঘ
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
উত্তর : ৮৩-গ, ৮৪-খ, ৮৫-গ ৮৬.ঘ, ৮৭-খ, ৮৮-ক, ৮৯-গ, ৯০-ঘ,
৯১-ক, ৯২-গ, ৯৩-খ, ৯৪-গ, ৯৫-খ, ৯৬-ঘ, ৯৭-ঘ, ৯৮-ক, ৯৯-খ, ১০০-ঘ
No comments