এসএসসি পরীক্ষার্থীদের হিসাববিজ্ঞান বহুনির্বাচনী মডেল টেস্ট -৩৮

হিসাববিজ্ঞান বহুনির্বাচনী মডেল টেস্ট
সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা
সময় : ৩০ মিনিট পূর্ণমান-৩০
(সঠিক উত্তরের বৃত্তটি কালো বলপয়েন্ট কলম দ্বারা ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান-১।)
১. হিসাব বিজ্ঞানের জনক কে?
ক. আর.এন. কাটার খ. এ. ডব্লিউ জনসন
গ. এফ. ডব্লিউ পিক্সলি ঘ. লুকা প্যাসিওলি
২. লেনদেন হতে পারে-
i. দৃশ্যমান ii. অদৃশ্যমান iii. ঐতিহাসিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩. নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাকে কী বলে?
ক. পরনির্ভরশীলতা খ. হিসাব সচেতনতা
গ. পরাধীনতা ঘ. জবাবদিহিতা
৪. পেপার ওয়েট ও পাঞ্চিং মেশিন ক্রয় কোন হিসাবে লিপিবদ্ধ হবে?
ক. মনিহারি খ. অফিস সরঞ্জাম
গ. বিবিধ সরঞ্জাম ঘ. অফিস সাপ্লাইজ
৫. পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করতে কোন হিসাব ক্রেডিট হবে?
ক. নগদান খ. বিক্রয়
গ. যন্ত্রপাতি ঘ. পুরাতন যন্ত্রপাতি
৬. ব্যবসায় বাট্টার সঙ্গে জড়িত-
i. ক্রয় ii. বিক্রয় iii. ডেটর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. সাধারণ সঞ্চিতি ও অনাদায়ী পাওনা সঞ্চিতি-
ক. একই অর্থ খ. একই অর্থ নয়
গ. বিবিধ দেনাদারের ওপর ধার্য করা হয় ঘ. বিবিধ পাওনাদারের ওপর ধার্য করা হয়
৮. নিচের কোনটি দীর্ঘ মেয়াদি দায়?
ক. পাওনাদার খ. ব্যাংক জমাতিরিক্ত
গ. ব্যাংক ঋণ ঘ. প্রদেয় বিল
৯. প্রত্যক্ষ কাঁচামালের উদাহরণ হল-
i. চটের জন্য পাট ii. শার্টের জন্য সুতা ও বোতাম iii. চিনির জন্য ইক্ষু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. কোনটি ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে?
ক. আসবাবপত্র ক্রয় খ. ধারে পণ্য ক্রয়
গ. মনিহারি ক্রয় ঘ. যন্ত্রপাতি ক্রয়
১১. নগদান বই কিসের অন্যতম শাখা?
ক. হিসাবের খ. জাবেদার
গ. খতিয়ানের ঘ. আর্থিক বিবরণীর
১২. এক সময় মানুষ রশিতে গিঁট দিয়ে কিসের হিসাব রাখত?
ক. ফলমূলের খ. পশুপাখির
গ. ফসলের ঘ. মুদ্রার
নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও
মুদি দোকান্দার সজল দোকানের জন্য ৮০,০০০ টাকা দিয়ে একটি ফ্রিজ ক্রয় করে তা ৩০০ টাকা গাড়ি ভাড়া দিয়ে আনলেন। কিন্তু দোকানে পর্যাপ্ত স্থান না হওয়ায় ফ্রিজটি ৮১,৫০০ টাকা বিক্রয় করেন।
১৩. সজলের মূলধনজাতীয় ব্যয় হয়েছিল কত টাকা?
ক. ৩০০ টাকা খ. ১,৫০০ টাকা
গ. ৮০,০০০ টাকা ঘ. ৮০,৩০০ টাকা।
১৪. ফ্রিজটি বিক্রয়ের ফলে ব্যবসায়ে-
i. মূলধনজাতীয় আয় হল ১,২০০ টাকা
ii. মূলধনজাতীয় প্রাপ্তি হল ৮১,৫০০ টাকা
iii. মুনাফাজাতীয় আয় হল ১,৫০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. মালিকানা স্বত্বকে প্রভাবিত করে-
i. আয় ii. ব্যয় iii. সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. ডেবিট নোট কে তৈরি করেন?
ক. ক্রেতা খ. বিক্রেতা
গ. মালিক ঘ. হিসাবরক্ষক
১৭. নিচের কোনটি কারখানা উপরি ব্যয়?
ক. মনিহারি খরচ খ. ডাক ও তার
গ. পৌর কর ঘ. বিজ্ঞাপন
১৮. ট্রেডমার্ক হিসাব কী ধরনের হিসাব?
ক. সম্পদ খ. ব্যয়
গ. আয় ঘ. দায়
১৯. নিচের কোনটি নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে?
ক. অনাদায়ী পাওনা খ. কমিশন প্রাপ্তি
গ. ভাড়া ঘ. আমদানি শুল্ক
২০. পারিবারিক তহবিল নির্ণয় করতে প্রয়োজন-
i. প্রারম্ভিক সম্পদ ii. সমাপনী সম্পদ iii. প্রারম্ভিক দায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপক পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও :
শফি ট্রেডার্স কবির অ্যান্ড ব্রাদার্সের নিকট ১০% বাট্টায় ২০,০০০ টাকার পণ্য বিক্রয় করে ৪০% নগদে এবং ৩০% চেকে পেলেন। পরবর্তীতে চেকটি প্রত্যাখ্যাত হল।
২১. সাধারণত শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে কারা?
ক) ক্ষুদ্র কোম্পানি খ) মাঝারি গ) বৃহৎ ঘ) অতি ক্ষুদ্র কোম্পানি
২২. উপর্যুক্ত প্রত্যাখ্যাত চেক দ্বারা কোনটি প্রভাবিত হবে?
ক. নগদ উদ্বৃত্ত বৃদ্ধি পাবে খ. নগদ উদ্বৃত্ত হ্রাস পাবে
গ. ব্যাংক উদ্বৃত্ত হ্রাস পাবে ঘ. ব্যাংক উদ্বৃত্ত বৃদ্ধি পাবে
২৩. কোন নীতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়?
ক. ব্যবসায়িক সত্তানীতি খ. ক্রয়মূল্য নীতি
গ. সামঞ্জস্যতার নীতি ঘ. রক্ষণশীলতার নীতি
২৪. বি/ডি বলতে কী বোঝায়?
ক. নিচে নীত খ. সম্মুকে নীত
গ. ওপর থেকে আনীত ঘ. পেছন থেকে আনীত
২৫. যে নামে হিসাব রাখা যায় না তা হল-
ক. পণ্য খ. ব্যাংক
গ. প্রদেয় ঘ. উত্তোলন
২৬. বাট্টা মঞ্জুর- এটি বিক্রেতার জন্য কী?
ক. দায় খ. সম্পদ
গ. আয় ঘ. ব্যয়
২৭. জীবন বিমা প্রিমিয়াম প্রদানের কোন হিসাব ডেবিট হয়?
ক. বিমা হিসাব খ. উত্তোলন হিসাব
গ. নগদান হিসাব ঘ. মূলধন হিসাব
২৮. কোনটি তারল্য অনুপাতের আদর্শ মান?
ক. ২ ঃ ১ খ. ১ ঃ ১ গ. ১ ঃ ২ ঘ. ২ ঃ ২
২৯. যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় দ্বারা কোনটি প্রভাবিত হবে?
ক. সম্পদ খ. আয়
গ. ব্যয় ঘ. মালিকানাস্বত্ব
৩০. লেনদেনের উৎস কোনটি?
ক. চালান খ. ভাউচার
গ. ক্যাশ মেমো ঘ. মাল ক্রয়
উত্তর : ১. ঘ ২. ঘ ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. ক ৭. খ ৮. গ ৯. ঘ ১০. খ ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. ক ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. খ ২০. খ ২১. গ ২২. গ ২৩. ঘ ২৪.গ ২৫.ক ২৬. ঘ ২৭. খ ২৮. খ ২৯. ক ৩০. ঘ।

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.