এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান মডেল টেস্ট -৪৪

বিজ্ঞান মডেল টেস্ট
১. কোনটি রেচন পদার্থ
ক. অ্যামোনিয়া খ. লেসিথিন
গ. অ্যালবুমিন ঘ. বিলিরুবিন
২. ফাস্টফুডে কোনটি অধিক পরিমাণে থাকে?
ক. খনিজ লবণ খ. রাসায়নিক পদার্থ
গ. ভিটামিন ঘ. স্নেহ পদার্থ
৩. খাদ্যের মুখ্য উপাদান হচ্ছে-
i. প্রটিন ii. খনিজ লবণ iii. ফ্যাট
নিচের কোনটি সঠিক?
ক. ii ও iii খ. i ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
৪. কোনটির কারণে মস্তিষ্ক বিকল হয়ে যায়?
ক. আর্সেনিক খ. পারদ
গ. সিলভার ঘ. দস্তা
৫. পানির প্রধান উৎস কোনটি?
ক. সমুদ্র খ. পুকুর
গ. নদী ঘ. বিল
৬. একটি পুকুরের পানির pH= 9, পুকুরটির পানি-
i. মাছ চাষ অনুপযোগী ii. ক্ষারের মাত্রা বেশি iii. এসিডের মাত্রা বেশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
৭. পানির ঘনত্ব কীসের ওপর নির্ভরশীল?
ক. তাপমাত্রা খ. আয়তন
গ. চাপ ঘ. তরল
৮. Fossil অর্থ কী?
ক. খনিজ তেল খ. জীবাশ্ম
গ. অস্থি ঘ. উদ্ভিদাংশ
৯. কে প্রথম ফসিল আবিষ্কার করেন?
ক. অ্যারিস্টটল খ. হার্বাট স্পেনসার
গ. জেনোফেন ঘ. ল্যার্মাক
১০. ১ কিউবিক মিটার ভর হল-
ক. ১০০০ কেজি খ. ৫০০ কেজি
গ. ২০০ কেজি ঘ. ১০০ কেজি
১১. নিচের কোনটি শুধু পানিতেই জন্মে?
ক. কে শরদাম খ. কলমি
গ. সিংগারা ঘ. হেলেঞ্চা
১২. মানুষের দেহে লোহিত রক্ত কণিকার আয়ু কত দিন?
ক. ১২০ দিন খ. ১৫০ দিন
গ. ২০-৫০ দিন ঘ ১-২০ দিন
১৩. হৃৎপিণ্ডের আকৃতি কেমন?
ক. সার্পিলাকার খ. গোলাকার
গ. বর্ণাকার ত্রিকোণাকার
১৪. রক্ত রসের কাজ হল-
i. রক্তের অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করা
ii. দেহের বিভিন্ন অংশে লিপিড ও এনজাইম বহন করা
iii. কোষে অক্সিজেন সরবরাহ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. কোন জীবাশ্মটি স্তন্যপায়ী?
ক. রাজকাঁকড়া খ. নিটাম
গ. স্ফেনোডন ঘ. প্লাটিপাস
১৬. মানুষের শরীরের বিভিন্ন পরিবর্তনের জন্য কয়টি হরমোন দায়ী?
ক. ৮টি খ. ৬টি
গ. ২টি ঘ. ৪টি
১৭. কোন সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে?
ক. ৮-১৭ খ. ১০-১৯
গ. ৯-১৮ ঘ. ১১-২০
১৮. মাটিতে খনিজ পদার্থের পরিমাণ কত?
ক. ৫% খ. ২৫%
গ. ৩০% ঘ. ৪৫%
১৯. রক্তকণিকা কত প্রকার?
ক. ১ প্রকার খ. ২ প্রকার
গ. ৩ প্রকার ঘ. ৪ প্রকার
২০. কাছের বস্তু দেখার ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করতে হয়?
ক. উত্তল খ. অবতল
গ. বাইফোকাল ঘ. উত্তলাবতল
২১. আলোর প্রতিসরণের সূত্র কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
২২. অবতল লেন্সের জন্য প্রযোজ্য-
i. মধ্যভাগ সরু ও প্রান্তভাগ মোটা
ii. একগুচ্ছ আলোক রশ্মিকে অপসারিত করে
iii. দুই পৃষ্ঠের জন্য বক্রতার কেন্দ্র দুটি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. উল কোন ধরনের তন্তু?
ক. কৃত্রিম খ. খনিজ
গ. প্রাণিজ ঘ. উদ্ভিজ
২৪. ইথিলিন হতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পলিথিন পাওয়া যায়?
ক. ৫০০° সে: খ. ২০০° সে:
গ. ৩০০° সে: ঘ. ৪০০° সে:
২৫. চামড়া ট্যানিং করতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক. সালফিউরিক এসিড খ. ভিনেগার
গ. খাবার লবণ ঘ. এসকরবিক এসিড
২৬. এসিডিটি কমাতে সাহায্য করে-
i. বীট ii. গাজর iii. মাশরুম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. কোনটি সিমেন্ট ও প্লাস্টার অব প্যারিস তৈরির কাঁচামাল?
ক. মাইকা খ. কোয়ার্টজ
গ. জিপসাম ঘ. পাইরাইটস
২৮. মাটির প্রধান খনিজ উপাদান কোনটি?
ক. ফসফরাস খ. নাইট্রোজেন
গ. রেডিয়াম ঘ. ক্যালসিয়াম
নিচের উদ্দীপকের আলোকে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও-
২০১২ সালের নভেম্বর মাসে আমেরিকায় আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় স্যান্ডি।
২৯. এ ঘূর্ণিঝড়কে আমেরিকায় কী বলা হয়?
ক. সাইক্লোন খ. হারিকেন
গ. টাইফুন ঘ. টর্নেডো
৩০. এ ধরনের ঘূর্ণিঝড়ের গতিবেগ কমাতে নিচের কোনটি ব্যবহার করা হয়?
ক. সিলভার আয়োভাইড খ. সিলভার নাইট্রাইট
গ. বেনজিন ঘ. ফরমাল ডিহাইড
উত্তর : ১. ক ২. খ ৩. গ ৪. খ ৫. ক ৬. গ ৭. ক ৮. খ ৯. গ ১০. ক ১১. গ ১২. ক ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ ১৬. গ ১৭. খ ১৮. ঘ ১৯. গ ২০. ক ২১. ক ২২. ঘ ২৩. গ ২৪. খ ২৫. গ ২৬. ঘ ২৭. গ ২৮. ঘ ২৯. খ ৩০. ক
গ) ii ও i ঘ) i, ii ও iii
১৪৯। কোনটি সর্বাপেক্ষা প্রাচীন সামাজিক প্রতিষ্ঠান?
ক) বিদ্যালয় খ) পরিবার
গ) সমাজ ঘ) রাষ্ট্র
১৫০। বাংলাদেশে জনপ্রতি কৃষি জমির পরিমাণ কত?
ক) ১.০ একর খ) ০.৫ একর গ) ০.০৫ একর ঘ) ০.০০৫ একর
উত্তর : ১২৬ ক, ১২৭ ঘ, ১২৮ গ, ১২৯ খ, ১৩০ ঘ, ১৩১ গ, ১৩২ ঘ, ১৩৩ ক, ১৩৪ খ, ১৩৫ গ, ১৩৬ ঘ, ১৩৭ ক, ১৩৮ ক, ১৩৯ ঘ, ১৪০ গ, ১৪১ খ, ১৪২ ক, ১৪৩ খ, ১৪৪ ঘ, ১৪৫ খ, ১৪৬ গ, ১৪৭ ক, ১৪৮ ঘ, ১৪৯ খ, ১৫০ গ।

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.