এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান নৈর্ব্যক্তিক মডেল -৪৫

বিজ্ঞান নৈর্ব্যক্তিক মডেল টেস্ট-সাত
১। কোন রাসায়নিক পদার্থ দই, মিষ্টি ও বেকারি সামগ্রী সংরক্ষণে ব্যবহৃত হয়?
(ক) সরবেটস (খ) সোডিয়াম বেনজয়েট
(গ) ভিনেগার (ঘ) সোডিয়াম বাই সালফেট
২। ২০০ গ্রাম গরুর দুধে কত গ্রাম প্রোটিন থাকে?
(ক) ১.৬ গ্রাম (২) ৩.২ গ্রাম (গ) ৪.৮ গ্রাম (ঘ) ৬.৪ গ্রাম
৩। ভিটামিন E-এর মূল উৎস হল-
i. পামতেল, লেটুসপাতা
ii ডিমের কুসুম, বাঁধা কপি iii বাদাম, যকৃৎ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii
৪। রামসার কনভেনশন কোন বিষয়ে সিদ্ধান্ত?
(ক) বৈশ্বিক উষ্ণতা (খ) জলবায়ু পরিবর্তন (গ) জলাভূমি সংক্রান্ত (ঘ) আকাশসীমা নির্ধারণ
৫। মানবদেহে পানির মান শতকরা কতভাগ?
(ক) ৬০-৬৫% (ক) ৬৫-৭৫% (গ) ৭৫-৮০% (ঘ) ৮৫-৯৫%
৬। মিঠা পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে যেতে পারে-
i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ii লবণাক্ততা বৃদ্ধিতে iii জলজউদ্ভিদ বৃদ্ধিতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৭। হৃৎপিণ্ডের পৈরিকাডিয়াম পর্দা কয়স্তর বিশিষ্ট?
(ক) চার (খ) তিন (গ) এক (ঘ) দুই
৮। সর্বজনীন দাতা গ্রুপ কোনটি?
(ক) O (খ) A (গ) B (ঘ) AB
৯। রক্তে কিসের পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী?
(ক) LDL (খ) HDL (গ) স্টেরয়েড (ঘ) চর্বি
১০। রক্তের তরল অংশকে কী বলে?
(ক) নাসিকা (খ) রক্তকোষ
(গ) প্লাজমা (ঘ) সিরাম
১১। বয়ঃসন্ধিকালে-
i. আবেগ দ্বারা চালিত হয় ii বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়ে
iii পর নির্ভর হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১২। প্লাজমিড পাওয়া যায় কোনটিতে?
(ক) শৈবালে (খ) ভাইরাসে (গ) ছত্রাকে (ঘ) ব্যাকটেরিয়াতে
১৩। অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে কোন ত্রুটি হয়?
(ক) চালকো (খ) ক্ষীণ দৃষ্টি (গ) দূর দৃষ্টি (ঘ) নকুলবন্ধতা
১৪। স্বাভাবিক চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
(ক) ৫ সে.মি (খ) ১০ সে. মি. (গ) ১৫ সে. মি. (ঘ) ২৫ সে.মি.
১৫। একটি লেন্সের ক্ষমতা + 1D বলতে বোঝায়-
i. লেন্সটি উত্তল ii লেন্সটি অবতল iii লেন্সটির ফোকাস দূরত্ব ১ মিটার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৬। কোনটি পশম তন্তুকে নষ্ট করে দিতে পারে?
(ক) ভাইরাস (খ) ব্যাকটেরিয়া (গ) শৈবাল (ঘ) ছত্রাক
১৭। প্লাস্টিক শব্দের অর্থ কী?
(ক) তাপ সংবেদী (খ) সহজে ছাচযোগ্য (গ) স্থিতিস্থাপক (ঘ) অনেক।
১৮। হিস্টাসিনকে অকার্যকর করে কোনটি?
(ক) ভিনেগার (খ) ভিনাইল এসিটেট (গ) এড্রিনালিন (ঘ) সুপার বেইজ
১৯। ব্রাইন হল-
i. লবণের দ্রবণ ii. চিনির দ্রবণ iii. ফরমালিন
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২০। বিটুমিনাস কয়লায় শতকরা কত ভাগ কার্বন থাকে?
(ক) ৬০-৯০ ভাগ (খ) ৪০-৭০ ভাগ (গ) ৩০-৬০ ভাগ (ঘ) ৫০-৮০ ভাগ
২১। মাটির গঠন উপাদানে জৈব পদার্থের শতকরা পরিমাণ কত ভাগ?
(ক) ২০ ভাগ (খ) ১৫ ভাগ (গ) ৫ ভাগ (ঘ) ১০ ভাগ
২২। মাটির কণা তৈরি হয় কোন স্তরে?
(ক) ইরাইজোন অতে (খ) ইরাইজোন ইতে (গ) ইরাইজোন উতে (ঘ) ইরাইজোন ঈতে
২৩। অ্যানথ্রাসাইড কয়লা কত মিলিয়ন বছরের পুরনো?
(ক) ৩৫০ (খ) ৩০০ (গ) ১৫০ (ঘ) ১০০
২৪। কতসালে বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী সাইক্লোন আঘাত হানে?
(ক) ১৯৭৪ সালে (খ) ১৯৮৭ সালে (গ) ১৯৯১ সালে (ঘ) ২০০৭ সালে।
২৫। এনথ্রাক্স রোগে কোনটির মৃত্যু- অবধারিত?
(ক) মানুষ (খ) গবাদিপশু (গ) সামুদ্রিক প্রাণী (ঘ) গাছপালা
নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও।
এসিড বৃষ্টিতে সবুজের বাগান ও পুকুরের কিছু সংবেদনশীল গাছ ও মাছ মারা গেছে। এতে মাহিন ও সবুজের অনেক আর্থিক ক্ষতি হয়েছে।
২৬। উদ্দীপকের বৃষ্টির জন্য দায়ী-
(ক) দাবানল (খ) তাপমাত্রা (গ) নিম্নচাপ (ঘ) জলীয়বাষ্প
২৭। উদ্দীপকের বৃষ্টির পানিতে রয়েছে-
i. সালফিউরিক এসিড ii হাইড্রোক্লোরিক এসিড iii নাইট্রিক এসিড
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৮। গাছ থেকে ফল মাটিতে পড়ার কারণ-
(ক) ঘর্ষণ বল (খ) চৌম্বক বল (গ) নিউক্লিয়ার বল (ঘ) মাধ্যাকর্ষণ বল
২৯। কোন এনজাইমটি আঠার মতো কাজ করে?
(ক) লাইগেজ (খ) লাইপেজ (গ) প্রোটিয়েজ (ঘ) অ্যামাইলেজ
৩০। বংশগতির ধারক
(ক) লাইসোজোম (খ) রাইবোজোম (গ) মাইটো কন্ডিয়া (ঘ) ক্লোমোজোম
উত্তর : ১। ক ২। ঘ ৩। ক ৪। গ ৫। খ ৬। গ ৭। ঘ ৮। ক ৯। খ ১০। গ ১১। ক ১২। ঘ ১৩। খ ১৪। ঘ ১৫। খ ১৬। ঘ ১৭। খ ১৮। ক ১৯। ক ২০। ঘ ২১। গ ২২। ঘ ২৩। ক ২৪। গ ২৫। খ ২৬। ক ২৭। খ ২৮। ঘ ২৯। ক ৩০। ঘ

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.