এসএসসি পরীক্ষার্থীদের ভূগোল ও পরিবেশ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী মডেল টেস্ট -৪৩

ভূগোল ও পরিবেশ বাছাই করা গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক
দেওয়ান সামছুর রহমান, সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১২৬। পৃথিবীতে মোট কতটি মহাসাগর রয়েছে?
ক) পাঁচ খ) চার গ) তিন ঘ) দুই
১২৭। পৃথিবীর সকল জলরাশির শতকরা কতভাগ পানি সমুদ্রে রয়েছে?
ক) ৯০ খ) ৯২ গ) ৯৫ ঘ) ৯৭
১২৮। চারদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে কী বলে?
ক) উপসাগর খ) সাগর গ) হ্রদ ঘ) মহাসাগর
১২৯। সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কী?
ক) ব্যারোমিটার খ) ফ্যাদোমিটার গ) রিখটার স্কেল ঘ) থার্মোমিটার
১৩০। মহীসোপানে সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত?
ক) ১২০ মিটার খ) ১৩০ মিটার গ) ১৪০ মিটার ঘ) ১৫০ মিটার
১৩১। কোন মহাসাগরে গভীর সমুদ্রখাতের সংখ্যা অধিক?
ক) দক্ষিণ মহাসাগর খ) ভারত মহাসাগর গ) প্রশান্ত মহাসাগর ঘ) আটলান্টিক মহাসাগর
১৩২। প্রধানত কয়টি কারণে জোয়ার ভাটার সৃষ্টি হয়?
ক) পাঁচটি খ) চারটি গ) তিনটি ঘ) দুটি
১৩৩। পৃথিবীর গভীরতম খাত কোনটি?
ক) ম্যারিয়ানা খাত খ) শুন্ডা খাত গ) পোর্টেরিকো খাত ঘ) কলরাডো
১৩৪। মহীঢালের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক?
i. এর উপরিভাগ সমান নয়
ii. গড় গভীরতা প্রায় ৫০০০ মিটার
iii. এটি গড়ে ১৬ থেকে ৩২ কি.মি. প্রশস্থ
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
১৩৫। ১৮৫০ সালে পৃথিবীর জনসংখ্যা কত ছিল?
ক. ১ বিলিয়ন খ. ১.১ বিলিয়ন গ. ১.২ বিলিয়ন ঘ. ১.৩ বিলিয়ন
১৩৬। পৃথিবীর কোন দেশটি জন্মস্বল্পতার দেশ?
ক. বাংলাদেশ খ. ভারত গ. জাপান ঘ. আর্জেন্টিনা
১৩৭। স্থলভাগের শতকরা কত ভাগ এলাকায় পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় অর্ধেক লোকের বসবাস?
ক. ৫ ভাগ খ. ১০ ভাগ গ. ১৫ ভাগ ঘ. ২০ ভাগ
১৩৮। বিশ্বে জাতীয় ভিত্তিতে লোক গণনার প্রচলন কত বছর অন্তর হয়?
i. পাঁচ বছর ii. দশ বছর iii. পনেরো ও বছর
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
১৩৯। কোন অঞ্চলের বসতিরা এস্কিমোরা বরফের ঘরে বাস করে?
ক) মরু অঞ্চলের খ) উষ্ণ ও আর্দ্র অঞ্চলের
গ) মেরু অঞ্চলের ঘ) তন্দ্রা জলবায়ু অঞ্চলের
১৪০। বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ বসতিতে কোন ধরনের ঘরে বাস করতে দেখা যায়?
ক) একচালা ঘরে খ) দোতলা ও তিনতলা ঘরে
গ) দোচালা ও চৌচালা ধরনের ঘরে
ঘ) ছনের ঘরে
১৪১। বিশ্বের বিভিন্ন শহরের বসতিগুলো কেমন?
ক) সাধারণ ভবন সম্পন্ন খ) উচ্চ অট্টালিকা সম্পন্ন
গ) একতলা ভবন বিশিষ্ট ঘ) টিনের ছাউনি সম্পন্ন
১৪২। গ্রামীণ বসতি কোনটির ওপর নির্ভরশীল?
ক) কৃষির খ) শিল্পের গ) শিক্ষার ঘ) অর্থনীতির
১৪৩। কোনটি বিছিন্ন, বিক্ষিপ্ত ও গোষ্ঠীবদ্ধ এর যে কোনটি হতে পারে?
ক) নগর বসতি খ) গ্রামীণ বসতি
গ) আধুনিক বসতি ঘ) শহুরে বসতি
১৪৪। নীল নদের অববাহিকায় কোন নগর গড়ে ওঠে?
ক) হরপ্পা খ) মিসর গ) সিন্ধু ঘ) থেবস
১৪৫। হরপ্পা নগর কত খ্রিষ্টপূর্বে উৎপত্তি ঘটেছিল?
ক) ৩০০০ খ) ২৫০০ গ) ১৫০০ ঘ) ৩৫০০
১৪৬। লা- হাভার নগরটি কোন দেশে অবস্থিত?
ক) ভারত খ) ব্রাজিল গ) ফ্রান্স ঘ) রাশিয়া
১৪৭। অস্ট্রেলিয়ার প্রশাসনিক নগর কোনটি?
ক) ক্যানবেরা খ) পিটার্সবার্গ গ) এডিনবরা ঘ) জিব্রাল্টার
১৪৮। সাংস্কৃতিক ক্রিয়াকলাপ নগর কিসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে?
i) চিত্রকলা ii) চলচ্চিত্র iii) শিল্প
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.