এসএসসি পরীক্ষার্থীদের হিসাববিজ্ঞান মডেল টেস্ট -৪৬
এসএসসি
পরীক্ষার্থীদের হিসাববিজ্ঞান মডেল টেস্ট
১. প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠান কখন তার আর্থিক ফলাফল জানতে আগ্রহী?
১. প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠান কখন তার আর্থিক ফলাফল জানতে আগ্রহী?
ক. নির্দিষ্ট দিনে খ. নির্দিষ্ট বছর শেষে
গ. নির্দিষ্ট সময়ান্তে ঘ. এক বছর পরে
২. পারিবারিক আয়ের আনুমানিক শতকরা কতভাগ বাসস্থান খাতে ব্যয়
করা হয়?
ক. ১০%-১৫% খ. ২০%-২৫%
গ. ২৫%-৩০% ঘ. ৩০%-৪০%
৩. নগদে মেশিন ক্রয় ৭০,০০০ টাকা। এ লেনদেনে স্বত্বাধিকারীর
অবস্থা-
i. বাড়বে ii. কমবে iii. অপরিবর্তিত থাকবে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii
৪. দেনা-পাওনা জানা দুতরফা দাখিলা পদ্ধতির কী?
ক. উদ্দেশ্য খ. সুবিধা গ. বৈশিষ্ট্য ঘ, নীতিমালা
৫. খতিয়ানের বৈশিষ্ট্য কয়টি?
ক. পাঁচটি খ. ছয়টি গ. সাতটি ঘ. আটটি
নিচের উদ্দীপকটি পড় এবং ৬নং প্রশ্নের উত্তর দাও।
প্রারম্ভিক কাঁচামাল ৫০,০০০ টাকা, সমাপনী কাঁচামাল ২৫,০০০
টাকা, প্রত্যক্ষ মজুরি ১০,০০০ টাকা উৎপাদন মজুরি ২,০০০ টাকা, নতুন কাঁচামাল ক্রয়
২৫,০০০ টাকা।
৬. মুখ্য ব্যয়ের পরিমাণ কত?
ক. ৬০,০০০ টাকা খ. ৭০,০০০ টাকা
গ. ৬২,০০০ টাকা ঘ. ১,০২,০০০ টাকা
৭. শ্রেণিবিন্যাসকরণ হিসাবচক্রের কোন পর্যায়?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
নিচের উদ্দীপকটি পড় এবং ৮-৯নং প্রশ্নের উত্তর দাও।
রহিম ট্রের্ডাস ১০,০০০ টাকার মাল বিক্রয় বাবদ চেক পেল। যা
সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দিল। পরবর্তীতে চেকটি আমর্যাদাকৃত হল।
৮. চেকটি অমর্যাদাকৃত চেকের লেনদেনটি নিচের কোন বইতে
অন্তর্ভুক্ত হবে?
i. বিক্রয় হিসাব ii. দেনাদার হিসাব
iii. ব্যাংক হিসাব
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
৯. অমর্যাদাকৃত চেকের লেনদেনটি নিচের কোন বইতে অন্তর্ভুক্ত
হবে?
ক. ক্রয় খ. বিক্রয়
গ. বিক্রয় ফেরত ঘ. নগদান
১০. জাবেদা থেকে খতিয়ান তৈরির কাজকে কী বলা হয়?
ক. শ্রেণিবিন্যাসকরণ খ. স্থানান্তরকরণ
গ. সংক্ষিপ্তকরণ ঘ. সমতাকরণ
১১. হিসাববিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য কোনটি?
ক. আর্থিক অবস্থা নিরূপণ
খ. অর্থনৈতিক তথ্য পরিবেশন
গ. লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ
ঘ. অর্থ আত্মসাৎ প্রতিরোধ
১২. বিক্রীত পণ্যের ব্যয় ১৬,৮০০ টাকা, বিক্রয়মূল্যের ওপর
মুনাফার হার ১০% হলে বিক্রয় মূল্য হবে-
ক. ১৮.২০০ টাকা খ. ১৮,৬৬৭ টাকা
গ. ১৬,৮০০ টাকা ঘ. ১৮,৮০০ টাকা
১৩. উত্তোলনের ফলে কোনটি পরিবর্তন হয়?
ক. ব্যয় বৃদ্ধি পায় খ. ব্যয় হ্রাস পায়
গ. মালিকানা স্বত্ব হ্রাস পায়
ঘ. মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়
১৪. কোন বাট্টা নগদান বইয়ের ডেবিট দিকে লেখা হয়?
ক. ক্রয় বাট্টা খ. বিক্রয় বাট্টা
গ. প্রাপ্ত বাট্টা ঘ. প্রদত্ত বাট্টা
১৫. যে লেনদনের ফলে ব্যবসায়ের মোট অর্থিক অবস্থার কোনো
পরিবর্তন হয় না তাকে বলে-
i. Contra entry ii. Float entry
iii. Reversing entry
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii গ. i ও iii ঘ. ii ও iii
১৬. পণ্যের নমুনা বিতরণ কোন ধরনের খরচ?
ক. প্রত্যক্ষ খরচ খ. কারখানা উপরিব্যয়
গ. প্রশাসনিক উপরিব্যয় ঘ. বিক্রয় উপরিব্যয়
১৭. কোনটি প্রত্যক্ষ শ্রমিকের উদাহরণ?
ক. মেশিন চালক খ. মেরামতকারী
গ. ফোরম্যান ঘ. বিদ্যুৎ মিস্ত্রি
১৮. পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে হিসাবের ধারাবাহিকতা
রক্ষা করা হয় কীসের মাধ্যমে?
ক. জাবেদা খ. খতিয়ান
গ. হিসাবচক্র ঘ. উদ্বৃত্তপত্র
১৯. মালিক কর্তৃক সরবরাহকৃত মূলধন কারবারের কী?
ক. দায় খ. সম্পত্তি গ. আয় ঘ. লাভ
উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও।
মি. রহমান একটি হোটেল পরিচালনা করেন। উন্নত খাবারের
পাশাপাশি তিনি হোটেল চালানোর জন্য একটি টিভি ক্রয় করেন। তার ব্যবসায় ভালোই লাভ হয়।
২০. মি. রহমানের টেলিভিশন ক্রয় কোন জাতীয় ব্যয়?
ক. মূলধন জাতীয় খ. মুনাফা জাতীয়
গ. বিলম্বিত মুনাফা জাতীয় ঘ. মূলধনায়িত
২১. টেলিভিশন হোটেলে চালু রাখার কারণ কোনটি?
ক. বিনোদন খ. সুনাম বৃদ্ধি
গ. সামাজিক মর্যাদা বৃদ্ধি ঘ. বিক্রয়ের প্রসার ঘটানো
২২. অমর্যাদাকৃত চেকের লেনদেনটি নিচের কোন বইতে অন্তর্ভুক্ত
হবে?
ক. ক্রয় খ. বিক্রয় গ. বিক্রয় ফেরত ঘ. নগদান
২৩. নীতিগত ভুল রেওয়ামিলে ধরা পড়ে না বলে একে বলা হয়
রেওয়ামিলের-
i. সীমাবদ্ধতা ii. ব্যতিক্রম iii. সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii, ও iii
২৪. লেনদেনের দ্বৈতসত্তা কীভাবে বিশ্লেষণ করা যায়?
ক. একটি পক্ষ গ্রহণ করবে অপর পক্ষ প্রদান করবে
খ. উভয়পক্ষ গ্রহণ করবে
গ. কেবলমাত্র একটি পক্ষ গ্রহণ করবে
ঘ. কেবলমাত্র অপর পক্ষ প্রদান করবে
২৫. পণ্য বিক্রয়লব্ধ অর্থ থেকে বিক্রীত পণ্যের ব্যয় বাদ দিয়ে
কী নির্ণয় করা হয়?
ক. মোট মুনাফা খ. নিট মুনাফা
গ. পরিচালন মুনাফা ঘ. পরিচালনা ব্যয়
২৬. হিসাবরক্ষণের জন্য ব্যবহৃত বিভিন্ন হিসাব বিবরণীর ছক
সাধারণত কারা প্রদান করে থাকে?
ক. IASC খ. ISAC গ. AISC ঘ. ASIC
উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও।
মি. ইকবাল একজন ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানের জন্য একটি গাড়ি
ক্রয় করে এটিকে ব্যবহার উপযোগী করা হল। এতে অনেক টাকা ব্যয় হয়।
২৭. মি. ইকবাল ব্যবসায়ী ক্রয়কৃত গাড়িটি সচল করতে যে ব্যয়
করা হল তা হল-
ক. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
খ. মূলধনায়িত ব্যয়
গ. মূলধন জাতীয় ব্যয় ঘ. অব্যবসায়ী ব্যয়
২৮. অনুপাত বিশ্লেষণের মাধ্যমে সম্ভব হয়-
i. চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাই করা
ii. নিট মুনাফার হার নির্ণয় করা
iii. বিনিয়োজিত মূলধনের ওপর মুনাফার হার নির্ণয় করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. আয়-ব্যয় বিবরণী প্রস্তুত করা হয় কোনটি থেকে?
ক. প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে
খ. পারিবারিক তহবিল থেকে
গ. আর্থিক অবস্থার বিবরণী থেকে
ঘ. নগদান বই থেকে
৩০. নগদান বইয়ের ব্যাংক কলামের ক্রেডিট জের নির্দেশ করে
কোনটি?
ক. হাতে নগদ টাকা খ. ব্যাংকে জমা টাকা
গ. ব্যাংক জমা উদ্বৃত্ত
ঘ. ব্যাংকে জমাতিরিক্ত উত্তোলন
উত্তর : ১.গ ২.ঘ ৩.গ ৪.খ ৫.খ ৬.গ ৭.ঘ ৮.ঘ ৯.ঘ ১০.ক ১১.গ
১২.খ ১৩.গ ১৪.ঘ ১৫.ক ১৬.ঘ ১৭.ক ১৮.গ ১৯.ক ২০.ক ২১.ঘ ২২.ঘ ২৩.ক ২৪.ক ২৫.ক ২৬.ক ২৭.গ
২৮.ঘ ২৯.ক ৩০.ঘ।
No comments