এসএসসি পরীক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনী মডেল টেস্ট -৩৫

ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনী মডেল টেস্ট
সিনিয়র শিক্ষক, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
অধ্যায় : (৪র্থ ও ৫ম)
সময় : ৩০ মিনিট পূর্ণমান : ৩০
[বিশেষ দ্রষ্টব্য : [সরবরাহকৃত বহুনির্বাচনী অভীক্ষার উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তগুলো থেকে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান-১]
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।
১। তাকওয়া শব্দের অর্থ-
ক) বিরত থাকা খ) ভরসা রাখা গ) ধৈর্য ধরা ঘ) নীরব থাকা
২। ওয়াদাকে আরবি ভাষায় কী বলা হয়?
ক) তাকওয়া খ) আদল গ) আহদ ঘ) আহাব্বু
৩। শালীনতা শব্দের অর্থ কী?
ক) পবিত্রতা খ) মার্জিত গ) সততা ঘ) ন্যায়পরায়ণতা
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও
রফিক সাহেব ও শফিক সাহেব একই অফিসে চাকরি করেন। রফিক সাহেব প্রায়ই শফিক সাহেবের আত্মসম্মানে আঘাত করে কথা বলেন।
৪। রফিক সাহেবের আচরণে কীসের অভাব পরিলক্ষিত হয়?
ক) ভ্রাতৃত্ববোধের খ) সম্প্রীতির গ) সম্মানবোধের ঘ) আমানতের
৫। রফিক সাহেবের আচরণের ফলে
i) পারস্পরিক সম্পর্ক নষ্ট হবে ii) অফিসের কাজের পরিবেশ নষ্ট হবে
iii) মনোমালিন্য লেগে থাকবে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii ঘ) i, ii ও iii
৬। পবিত্রতা ইমানের অর্ধেক হাদিসটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ আছে?
ক) বুখারি খ) মুসলিম
গ) আবু দাউদ ঘ) জামি তিরমিজি
৭। দেশপ্রেম প্রমাণিত হয়
i) দেশের উন্নতিতে অবদান রাখলে
ii) দেশের স্বাধীনতা রক্ষায় কাজ করলে
iii) পারিবারিক সমৃদ্ধি অর্জনের চেষ্টা করলে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii ঘ) ii ও iii
৮। হত্যার চেয়ে জঘন্য কী?
ক) কর্মবিমুখতা ঝ) ঘুষ গ) প্রতারণা ঘ) ফিতনা
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও
তাহমিনা সুতার কাপড়ের সঙ্গে অন্য কাপড় যুক্ত করে পোশাক তৈরি করে। পরে তা সম্পূর্ণ সুতার কাপড় তৈরি বলে বেশি দামে বিক্রি করে। তার বান্ধবী তারেকা তার অনুপস্থিতিতে অন্য লোকদের কাছে তার দুর্নাম করে।
৯। তাহমিনার আচরণে আখলাকের কোন দিকটি প্রকাশ পায়?
ক) প্রতারণা খ) গিবত গ) ফিতনা ঘ) খিয়ানত
১০। তারেকার আচরণে-
i) সামাজিক সুখ শান্তি বিনষ্ট হবে
ii) তাহমিনার সঙ্গে শত্রুতার সৃষ্টি হবে
iii) সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii ঘ) i, ii ও iii
১১। হিংসার আরবি প্রতিশব্দ কী?
ক) হাসাদ খ) ফিতনা গ) গিবত ঘ) ফাসাদ
১২। যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাকে কী বলা হয়?
ক) রিবা খ) আররাশি গ) আলমুরতাশি ঘ) রিয়া
১৩। অহিদ তার প্রতিবেশী মাজিদকে মদপান করতে দেখে বাধা দেয়। ইসলামের দৃষ্টিতে তার কাজটি কী?
ক) আমর বিল মারুফ খ) নাহি আনিল মুনকার গ) নাজাফাত ঘ) রুখসাত
১৪। কর্মবিমুখতায় মানুষের মধ্যে কী সৃষ্টি হয়?
ক) অলসতা খ) আরামপ্রিয়তা গ) ক্ষমাশীলতা ঘ) শালীনতা
১৫। অন্তর পরিষ্কার করার যন্ত্র কী?
ক) আল্লাহর জিকির খ) কালব গ) গাসসা ঘ) আমানতদারিতা
১৬। উছওয়া শব্দের অর্থ কী?
ক) আদর্শ খ) বৈশিষ্ট্য গ) উদারতা ঘ) নম্রতা
১৭। হজরত মুহাম্মদ (সা.)কে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করা-
i) ফরজ ii) ওয়াজিব iii) ইমানের অঙ্গ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) iii গ) i ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও
মহানবী (সা.) বলেন, আমার এক হাতে চন্দ্র আর অন্য হাতে সূর্য এনে দিলেও আমি সত্য প্রচার থেকে বিরত হব না।
১৮। মহানবী (সা.)-এর এ উক্তির মাধ্যমে কী মনোভাব প্রকাশ পেয়েছে?
i) সত্যনিষ্ঠা ii) নির্লোভ iii) অহঙ্কার
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i, ii গ) i ও iii ঘ) i, ii ও iii
১৯। মহানবী (সা.)-এর উত্তরের ফলে প্রলোভনকারীরা-
ক) উদ্বুদ্ধ হয়েছে খ) চিন্তিত হয়েছে গ) হতাশা হয়েছে ঘ) রাগান্বিত হয়েছে
২০। আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন। এ ঘোষণা মহানবী কখন দিয়েছিলেন?
ক) বদরের যুদ্ধের পর খ) হিজরতের পর
গ) মক্কা বিজয়ের পর ঘ) বিদায় হজের পর
২১। খলিফা আল-মানসুর কাকে প্রধান বিচারপতির দায়িত্ব প্রস্তাব দিয়েছিলেন?
ক) ইমাম গাজ্জালি (র.) খ) ইমাম শাফি (র.) গ) ইমাম বুখারি (র.) ঘ) ইমাম আবু হানিফা (র.)
২২। হজরত আলি (রা.)-এর উপনাম ছিল-
i) তোরাব ii) আবুল হাসান iii) ইয়াসির
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii ঘ) i, ii ও iii
২৩। ইবনে জারির আততাবারি (র.) কত খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন?
ক) ৯২১ খ্রিস্টাব্দে খ) ৯২২ খ্রিস্টাব্দে
গ) ৯২৩ খ্রিস্টাব্দে ঘ) ৯২৪ খ্রিস্টাব্দে
২৪। কিতাবুল মানসরি কতখণ্ডে রচিত?
ক) ৫ খণ্ডে খ) ১০ খণ্ডে গ) ৮ খণ্ডে ঘ) ১২ খণ্ডে
২৫। কাকে রসায়ন শাস্ত্রের জনক বলা হয়?
ক) জুননুন মিসরিকে খ) ইবনে সিনাকে
গ) মুসা আল খারিযমিকে
ঘ) জাবির ইবনে হাইয়ানকে
২৬। কাকে গণিত শাস্ত্রের জনক বলা হয়?
ক) মুহাম্মদ ইবনে মুসা আল-খাওয়ারেযমি
খ) হাসান ইবনে হাইসাম
গ) ইয়াকুত ইবনে আব্দুল্লাহ
ঘ) উমর খৈয়ম
২৭। ম্যাগনিফাইং গ্লাস কে আবিষ্কার করেন?
ক) হাসান ইবনে হাইসাম খ) মুসা আল খাওয়ারেযমি
গ) ইবনে খালদুন ঘ) উমর খৈয়ম
২৮। কিতাবুল জিবার ওয়াল মুকাবালা কোন ধরনের গ্রন্থ?
ক) গণিত খ) ফিকাহ গ) হাদিস ঘ) বিজ্ঞান
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও
হাফিজ সাহেবের সন্তান যায়েদ বন্ধুদের সঙ্গে খালিদকে প্রহার করে। খালিদ জায়েদের পিতার কাছে বিচার প্রার্থী হলে তিনি তার সন্তানকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন।
২৯। হাফিজ সাহেবের কাজের মাধ্যমে কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?
ক) হজরত আবু বকর (রা.) খ) হজরত উমর (রা.)
গ) হজরত উসমান (রা.) ঘ) হজরত আলী (রা.)
৩০। হাফিজ সাহেবের বিচারের ফলে সমাজে প্রতিষ্ঠিত হবে-
i) ভ্রাতৃত্ব ii) শান্তি iii) শৃঙ্খলা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ১. ক ২. খ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. গ ৮. ঘ ৯. ক ১০. গ ১১. ক ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. ক ১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. গ ২০. গ ২১. ঘ ২২. গ ২৩. গ ২৪.খ ২৫.ঘ ২৬. খ ২৭. ক ২৮. ক ২৯. খ ৩০. গ।

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.