এসএসসি পরীক্ষার্থীদের ভূগোল ও পরিবেশ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী -৩৪
ভূগোল ও পরিবেশ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী
দেওয়ান সামছুর রহমান, সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৫১। সাধারণত একটি দেশের মধ্যভাগের দ্রাঘিমা রেখা অনুযায়ী যে
সময় নির্ধারণ করা হয় তা হলো ঐ দেশের-
ক) স্থানীয় সময় খ) জাতীয় সময় গ) প্রমাণ সময় ঘ) আঞ্চলিক সময়
৫২। কোনটির ওপর ভিত্তি করে একটি দেশের প্রমাণ সময় একাধিক
হতে পারে?
ক) আয়তন খ) লোকসংখ্যা গ) সম্পদ ঘ) সরকার
৫৩। যুক্তরাষ্ট্রে কয়টি প্রমাণ সময় রয়েছে?
ক) ২টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৭টি
৫৪। কানাডার প্রমাণ সময় কয়টি?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
৫৫। গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি?
ক) ০ খ) ৯০ গ) ১৮০ ঘ) ৩৬০
৫৬। গ্রিনিচ কোথায় অবস্থিত?
ক) আমেরিকার নিউইয়র্কে খ) যুক্তরাষ্ট্রের লন্ডনে
গ) যুক্তরাজ্যের লন্ডনে ঘ) ইতালির ভেনিসে
৫৭। বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
ক) ৯০ ডিগ্রি অক্ষ রেখা
খ) ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা
গ) ৯০ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা
ঘ) ১৮০ ডিগ্রি অক্ষ রেখা
৫৮। কোনটি তার রিসিভার দিয়ে ভূ-উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করে
থাকে?
ক) জিআইএস খ) জিওএস গ) জিএসপি ঘ) জিপিএস
৫৯। জিআইএসের ব্যবহার সর্বপ্রথম কোথায় আরম্ভ হয়?
ক) বাংলাদেশে খ) আমেরিকায় গ) কানাডায় ঘ) যুক্তরাজ্যে
৬০। জিপিএসের সুবিধা হল-
i. সকলেই এটি চালাতে পারে
ii. সহজে অক্ষাংশ নির্ণয় করা যায়
iii. ঝামেলা ছাড়াই জমির সীমানা চিহ্নিত করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i, ii
গ) ii, iii ঘ) i, ii ও iii
৬১। ভৌগলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে কী বলে?
ক) জিআইএস খ) জিওএস গ) জিএসপি ঘ) জিপিএস
৬২। ভূ-ত্বক যেসব উপাদানে গঠিত তাদের সাধারণ নাম কী?
ক) সিয়াল খ) খনিজ গ) সিমা ঘ) শিলা
৬৩। ভূপৃষ্ঠ সর্বদা-
ক) স্থির খ) পরিবর্তনশীল গ) অপরিবর্তনশীল ঘ) ঘূর্ণায়মান
৬৪। ভূপৃষ্ঠের পরিবর্তন কয় ধরনের হয়ে থাকে?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
৬৫। ভূত্বকের শিলাস্তরকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) দুই ভাগে খ) তিন ভাগে
গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে
৬৬। SIAL (সিয়াল) স্তরের উপাদানগুলো হল-
i. সিলিকন ii. অ্যালুমিনিয়াম
iii. ম্যাগনেসিয়াম
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
৬৭। ভারী শিলাস্তর কোনটি?
ক) SIMA (সিমা) খ) SIAL (সিয়াল)
গ) ম্যাগমা ঘ) ব্যাসল্ট
৬৮। গুরুমণ্ডল মূলত কী শিলা দ্বারা গঠিত?
ক) ম্যাগমা খ) সিমা গ) সিয়াল ঘ) ব্যাসল্ট
৬৯। গুরুমণ্ডলকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) পাঁচ ভাগে খ) চার ভাগে গ) তিন ভাগে ঘ) দুই ভাগে
৭০। ঊর্ধ্ব গুরুমণ্ডলের বিস্তৃতি কত কিমি.?
ক) প্রায় ২০০ কিমি. খ) প্রায় ৩০০ কিমি.
গ) প্রায় ৫০০ কিমি. ঘ) প্রায় ৭০০ কিমি.
৭১। আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড দ্বারা সমৃদ্ধ
মণ্ডল কোনটি?
ক) কেন্দ্রমণ্ডল খ) নিম্ন গুরুমণ্ডল গ) অশ্নমণ্ডল ঘ) ঊর্ধ্ব
গুরুমণ্ডল
৭২। প্রায় ৩,৪৮৬ কিমি. পুরুমণ্ডল কোনটি?
ক) কেন্দ্রমণ্ডল খ) গুরুমণ্ডল গ) অশ্নমণ্ডল ঘ) লঘুমণ্ডল
৭৩। গঠন প্রণালি অনুসারে শিলাকে কয়টি প্রধান শ্রেণিতে ভাগ
করা হয়ে থাকে?
ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি
৭৪। কোনটি সমসত্ত্ব অজৈব পদার্থ?
ক) খনিজ খ) শিলা গ) নুড়ি ঘ) কণা
৭৫। স্তর না থাকার কারণে আগ্নেয় শিলাকে কী বলা হয়?
ক) স্তরীভূত শিলা খ) ম্যাগমা গ) অস্তরীভূত শিলা ঘ) অন্তজ
শিলা
৭৬। আগ্নেয় শিলার আরেক নাম কী?
i. প্রাথমিক শিলা ii. পাললিক শিলা
iii. অস্তরীভূত শিলা
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
৭৭। আগ্নেয় শিলাকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) দুই ভাগে খ) তিন ভাগে গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে
৭৮। কোনটি পাললিক শিলার উদাহরণ নয়?
ক) কেওলিন খ) অ্যান্ডিসাইট
গ) কয়লা ঘ) শেল
৭৯। চুনাপাথর রূপান্তরিত হয়ে কীসে পরিণত হয়?
ক) গ্রাফাইটে খ) স্লেটে গ) মার্বেলে ঘ) কোয়ার্টজাইটে
৮০। পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা কত ভাগ দখল করে
আছে?
ক) ৫ ভাগ খ) ৭ ভাগ গ) ১০ ভাগ ঘ) ২০ ভাগ
৮১। আগ্নেয় ও পাললিক শিলা পরিবর্তিত হয়ে কী শিলায় পরিণত হয়?
ক) অন্তঃজ শিলায় খ) রূপান্তরিত শিলায়
গ) স্তরীভূত শিলায় ঘ) প্রাথমিক শিলায়
৮২। বেলেপাথর রূপান্তরিত হয়ে কীসে পরিণত হয়?
ক) গ্রাফাইটে খ) স্লেটে গ) মার্বেলে ঘ) কোয়ার্টজাইটে
৮৩। ১৯৫০ সালে আসামের ভূমিকম্পে কোন নদীর গতিপথ পরিবর্তিত
হয়েছিল?
ক) ভাগীরথী খ) নাফ
গ) দিবং ঘ) গঙ্গা
৮৪। সুনামি শব্দটি কোন ভাষার শব্দ?
ক) ইংরেজি খ) জাপানি গ) বাংলা ঘ) চাইনিজ
৮৫। ২০০৪ সালে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামি কয়টি দেশে আঘাত
হেনেছিল?
ক) ১০টি খ) ১৩ টি গ) ১৪ টি ঘ) ১৬ টি
উত্তর : ৫১-গ, ৫২-ক, ৫৩-খ, ৫৪-ঘ, ৫৫-ক, ৫৬-গ, ৫৭-খ, ৫৮-ঘ,
৫৯-গ, ৬০-গ, ৬১-ক, ৬২-ঘ, ৬৩-খ, ৬৪-ক, ৬৫-ক, ৬৬-ক, ৬৭-ক, ৬৮-ঘ, ৬৯-ঘ, ৭০-ঘ, ৭১-খ,
৭২-ক, ৭৩-গ, ৭৪-ক, ৭৫-গ, ৭৬-খ, ৭৭-ক, ৭৮-খ, ৭৯-গ, ৮০-ক, ৮১-খ. ৮২-ঘ, ৮৩-গ, ৮৪-খ,
৮৫-গ।
No comments