এসএসসি পরীক্ষার্থীদের পৌরনীতি ও নাগরিকতা মডেল টেস্ট -৪১

পৌরনীতি ও নাগরিকতা
মোহাম্মদ মনিরুজ্জামান সরকার, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ
মিরপুর, ঢাকা
সংবিধান
১। রাষ্ট্র পরিচালনার জন্য যেসব নিয়মাবলি রয়েছে, এদের সমষ্টিকে কী বলে?
ক) মূলনীতি খ) আইন গ) সংবিধান ঘ) দলিল।
২। কোনটি রাষ্ট্রের দর্পণ বা আয়না স্বরূপ?
ক) জনগণ খ) সংবিধান গ) অর্থনীতি ঘ) সার্বভৌমত্ব
৩। সংবিধান হল রাষ্ট্র পরিচালনার-
ক) মৌলিক দলিল খ) গৌণ বিষয়
গ) আপেক্ষিক বিষয় ঘ) ক্ষুদ্র বিষয়
৪। রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে?
ক) জ্যাঁ জ্যাক রুশো খ) ডারউইন গ) জন রে ঘ) অ্যারিস্টটল
৫। কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?
ক) ১২০৫ সালে খ) ১২১৫ সালে
গ) ১২৫০ সালে ঘ) ১২৫৭ সালে
৬। ইংল্যান্ডের কোন রাজা ১২১৫ সালে ম্যাগনাকার্টা সনদ স্বাক্ষরে বাধ্য হন?
ক) রাজা জন খ) রবার্ট ব্রুশ গ) রাজা হেরাল্ড ঘ) রবিনসন
৭। বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয়?
ক) ১৯৮২ খ) ১৯৮০ গ) ১৯৭৪ ঘ) ১৯৭২
৮। বাংলাদেশের সংবিধান কীভাবে প্রণীত হয়?
ক) অনুমোদনের মাধ্যমে খ) বিপ্লবের দ্বারা
গ) আলাপ আলোচনার মাধ্যমে
ঘ) ক্রমবিবর্তনের মাধ্যমে
৯। কোন দেশের সংবিধান বিপ্লবের দ্বারা তৈরি হয়েছে?
i) রাশিয়া ii) কিউবা iii) চীন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। ব্রিটেনের সংবিধান কীভাবে গড়ে উঠেছে?
ক) অনুমোদনের মাধ্যমে খ) বিপ্লবের দ্বারা
গ) আলাপ আলোচনার মাধ্যমে
ঘ) ক্রমবিবর্তনের মাধ্যমে
উত্তর : ১.গ ২.খ ৩.ক ৪.ঘ ৫.খ ৬.ক ৭.ঘ ৮.গ ৯.ঘ ১০.ঘ।

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.