এসএসসি পরীক্ষার্থীদের ভূগোল ও পরিবেশ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী মডেল টেস্ট -৪২

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
বাছাই করা গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিকসমূহ [পূর্বে প্রকাশিত অংশের পর]
১০১। সৌরজগতের বাসযোগ্য আদর্শ গ্রহ কোনটি?
ক) পৃথিবী খ) মঙ্গল গ) বৃহস্পতি ঘ) ইউরেনাস
১০২। যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কী বলে?
ক) ভূমিরূপ খ) ভূ-ত্বক গ) নভোমণ্ডল ঘ) বায়ুমণ্ডল
১০৩। ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত?
ক) ১,০০০ কি.মি. খ) ১০,০০০ কি.মি. গ) ৫০,০০০ কি.মি. ঘ) ১,০০,০০০ কি.মি.
১০৪। বায়ুমণ্ডলের শতকরা ভাগ উপাদান ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কি.মি.-এর মধ্যে সীমাবদ্ধ?
ক) প্রায় ৮৫ ভাগ খ) প্রায় ৯০ ভাগ গ) প্রায় ৯৭ ভাগ ঘ) প্রায় ৯৯ ভাগ
১০৫। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?
ক) কার্বন ডাই-অক্সাইড খ) নাইট্রোজেন গ) অক্সিজেন ঘ) হাইড্রোজেন
১০৬। বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের পরিমাণ শতকরা কত ভাগ?
ক) ৯৮.৭৩ খ) ৭৮.০২ গ) ৫৫.০৫ ঘ) ২০.৭১
১০৭। বায়ুমণ্ডলের উপাদানসমূহকে কয়টি স্তরে ভাগ করা যায়?
ক) ৩টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৯টি
১০৮। ট্রপোমণ্ডল ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় কত কি.মি. পর্যন্ত বিস্তৃত রয়েছে?
ক) প্রায় ৩-৫ কি.মি. খ) প্রায় ৫-৭ কি.মি.
গ) প্রায় ৮-৯ কি.মি. ঘ) প্রায় ১৬-১৮ কি.মি.
১০৯। বায়ুমণ্ডলে কোন উপাদানগুলো আয়তনের দিক থেকে অধিক পরিমাণে রয়েছে?
i. অক্সিজেন ii. নাইট্রোজেন
iii. কার্বন ডাই-অক্সাইড
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
১১০। বায়ুমণ্ডলে সমমণ্ডল কয়টি?
ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি
১১১। স্ট্রাটোমণ্ডলের বৈশিষ্ট্যগুলো হল- এই স্তরে
i. বাতাসের গতিবেগ বেশি ii. আবহাওয়া শান্ত ও শুষ্ক iii. ওজন গ্যাস বেশি
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
১১২। বায়ুমণ্ডলের ওজনের শতকরা ৭৫ ভাগ কোন স্তর বহন করে?
ক) ট্রপোমণ্ডল খ) স্ট্রাটোমণ্ডল গ) মেসোমণ্ডল ঘ) এক্সোমণ্ডল
১১৩। এক্সোমণ্ডলে কোন গ্যাসের প্রাধান্য রয়েছে-
i. হিলিয়াম ii. অক্সিজেন iii. হাইড্রোজেন
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
১১৪। কোন মণ্ডলের স্তরের নাম মেসোপেজ?
ক) ট্রপোমণ্ডল খ) স্ট্রাটোমণ্ডল
গ) মেসোমণ্ডল ঘ) এক্সোমণ্ডল
১১৫। তাপ মণ্ডলের নিম্ন অংশকে কী বলে?
ক) আয়নমণ্ডল খ) সমমণ্ডল গ) বিষমমণ্ডল ঘ) এক্সোমণ্ডল
১১৬। কোনো অঞ্চলের সাধারণত কত বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে?
ক) ১০-১৫ খ) ২০-২৫ গ) ২০-৩০ ঘ) ৩০-৪০
১১৭। কোন রেখার ওপর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়?
ক) মেরুরেখা খ) নিরক্ষরেখা গ) অক্ষরেখা ঘ) দ্রাঘিমারেখা
১১৮। জলভাগের অবস্থান কোনো এলাকার জলবায়ুকে কেমন করে?
ক) চরমভাবাপন্ন খ) মৃদুভাবাপন্ন গ) সমভাবাপন্ন ঘ) বিষমভাবাপন্ন
১১৯। মহাদেশীয় জলবায়ুর আরেক নাম কী?
ক) চরমভাবাপন্ন জলবায়ু খ) মৃদুভাবাপন্ন জলবায়ু গ) সমভাবাপন্ন জলবায়ু ঘ) বিষমভাবাপন্ন জলবায়ু
১২০। সমগ্র বিশ্বের পানি সরবরাহের সর্ববৃহৎ ও স্থায়ী আধার কোনটি?
ক) নদী খ) সমুদ্র গ) পুকুর ঘ) ঝরনা
১২১। বায়ু যে উষ্ণতায় ঘনীভূত হয় তাকে কী বলে?
ক) আর্দ্রতা খ) হিমাঙ্ক গ) শিশিরাঙ্ক ঘ) বাষ্পীভবন
১২২। বায়ুর আর্দ্রতাকে কয় ভাবে প্রকাশ করা যায়?
ক) পাঁচ খ) চার গ) তিন ঘ) দুই
১২৩। বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?
ক) থার্মোমিটার খ) ফেদমিটার
গ) হাইগ্রোমিটার ঘ) হাইড্রোমিটার
১২৪। জলবায়ুর নিয়ামক কোনটি?
i. অক্ষাংশ ii. বায়ুপ্রবাহ iii. মৃত্তিকার গঠন
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
১২৫। বাংলাদেশের কোন অঞ্চলের জলবায়ু মৃদুভাবাপন্ন?
i. কক্সবাজার ii. রাজশাহী iii. পটুয়াখালী
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
উত্তর : ১০১। ক ১০২। ঘ ১০৩। খ ১০৪। গ ১০৫। খ ১০৬। ঘ ১০৭। গ ১০৮। ঘ ১০৯। ক ১১০। খ ১১১। গ ১১২। ক ১১৩। খ ১১৪। গ ১১৫। ক ১১৬। ঘ ১১৭। খ ১১৮। খ ১১৯। ক ১২০। খ ১২১। গ ১২২। ঘ ১২৩। গ ১২৪। ঘ ১২৫। খ

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.