নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান টিউটোরিয়াল- ১

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান

সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল, তেজগাঁও ঢাকা

দ্বিতীয় অধ্যায়-গতি
১। সরণের একক কী?
উত্তর : মিটার।
২। দ্রুতি কী?
উত্তর : বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে।
৩। দ্রুতির একক কী?
উত্তর : মিটার/সেকেন্ড।
৪। দ্রুতির মাত্রা সমীকরণ লিখ।
উত্তর : দ্রুতির মাত্রা সমীকরণ,
[V] = [LM-1]
৫। ঋণাত্মক ত্বরণ কাকে বলে?
উত্তর : গতিশীল কোনো বস্তুর সময়ের সঙ্গে বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বলে।
৬। ত্বরণের মাত্রা লিখ।
উত্তর : ত্বরণের মাত্রা, [a] = [LM-2]
৭। সুষম ত্বরণের ক্ষেত্রে বেগ বনাম সময় লিখ এর প্রকৃতি কিরূপ হয়?
উত্তর : প্রকৃতি মূলবিন্দুগামী সরলরেখা।
৮। কখন কোনো বস্তুর বেগ শূন্য হয়?
উত্তর : যখন বস্তুর সরণ না ঘটে।
৯। বেগ কোন ধরনের রাশি?
উত্তর : বেগ একটি ভেক্টর রাশি।
১০। অভিকর্ষজ ত্বরণের আদর্শ মান কত?
উত্তর : 9.81 ms-2
১১। পৃথিবী ও চাঁদের আকর্ষণকে কী বলা হয়?
উত্তর : অভিকর্ষজ বল।
১২। ম এর আদর্শ মান কোথায় ধরা হয়?
উত্তর : ৪৫০ অক্ষাংশে সমুদ্র সমতলে।
১৩। মন্দনের মাত্রা কী?
উত্তর : মন্দনের মাত্রা ML-2
১৪। মন্দনের একক কী?
উত্তর : মন্দনের একক ms-2।
১৫। আপেল ও পৃথিবীর মধ্যকার আকর্ষণ বলকে কী বলে?
উত্তর : অভিকর্ষজ বল বলে।
১৬। গতি কী?
উত্তর : সময়ের পরিবর্তনের সঙ্গে পরিপার্শ্বের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটলে তাকে গতি বলে।
১৭। উত্তর : পরম গতি কাকে বলে?
উত্তর : পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে।
১৮। রাশি কাকে বলে?
উত্তর : ভৌত জগতে পরিমাপযৌগ্য সব কিছুকেই রাশি বলে।
১৯। স্কেলার রাশি কাকে বলে?
উত্তর : যেসব ভৌত রাশিকে শুধু মান দ্বারা প্রকাশ করা যায় তাকে স্কেলার রাশি বলে।
২০। ভেক্টর রাশি কাকে বলে?
উত্তর : যেসব ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে।
২১। সরণ কাকে বলে?
উত্তর : নির্দিষ্ট দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে।
২২। বেগ কাকে বলে?
উত্তর : সময়ের সঙ্গে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে।
২৩। সুষম বেগ কী?
উত্তর : যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তবে তাকে সুষম বেগ বলে।
২৪। অসম বেগ কী?
উত্তর : কোনো বস্তুর গতিকালে যদি তার বেগের মান ও দিক বা উভয়ের পরিবর্তন ঘটে তবে তাকে সেই বস্তুর অসম বেগ বলে।
২৫। ত্বরণ কাকে বলে?
উত্তর : সময়ের সঙ্গে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে।
২৬। মন্দন কাকে বলে?
উত্তর : সময়ের সঙ্গে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে।
২৭। ঘড়ির কাঁটার গতি কী রকম গতি?
উত্তর : পর‌্যাবৃত্ত গতি।
২৮। যে দৃঢ় বস্তুর সঙ্গে তুলনা করে অন্য বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কী বলে?
উত্তর : প্রসঙ্গ কাঠামো।
২৯। চলন্ত বাস কোন ধরনের বস্তু?
উত্তর : গতিশীল।
৩০। দুই বন্ধুর চলন্ত ট্রেনে পাশাপাশি বসে থাকলে সময়ের পরিবর্তনে তাদের দূরত্ব কেমন হবে?
উত্তর : দূরত্ব স্থির থাকবে।
৩১। একটি খুঁটির চারপাশে বৃত্তাকার পথে কোন ব্যক্তি দৌড়ালে খুঁটির সাপেক্ষে বস্তুটি কিরূপ মনে হবে? উত্তর : গতিশীল।
৩২। রৈখিক গতিশীল বস্তু কোন পথে চলে?
উত্তর : সরল পথে।
৩৩। ঘূর্ণন গতির ক্ষেত্রে নির্দিষ্টি বিন্দু থেকে গতিশীল বস্তুর দূরত্ব কীরূপ হবে?
উত্তর : বর্গের সমানুপাতিক হারে বাড়বে।
৩৪। কোন গতির ক্ষেত্রে বস্তুর সব কণা একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করে?
উত্তর : চলন গতি।
৩৫। কোন গতির ক্ষেত্রে বস্তুটি নির্দিষ্ট সময় পর পর কোন বস্তুকে অতিক্রম করে?
উত্তর : পর‌্যাবৃত্ত গতি।

1 comment:

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.