নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান টিউটোরিয়াল- ১
নবম-দশম
শ্রেণির শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান
সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল, তেজগাঁও
ঢাকা
দ্বিতীয় অধ্যায়-গতি
সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল, তেজগাঁও
ঢাকা
দ্বিতীয় অধ্যায়-গতি
১। সরণের একক কী?
উত্তর : মিটার।
২। দ্রুতি কী?
উত্তর : বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি
বলে।
৩। দ্রুতির একক কী?
উত্তর : মিটার/সেকেন্ড।
৪। দ্রুতির মাত্রা সমীকরণ লিখ।
উত্তর : দ্রুতির মাত্রা সমীকরণ,
[V] = [LM-1]
৫। ঋণাত্মক ত্বরণ কাকে বলে?
উত্তর : গতিশীল কোনো বস্তুর সময়ের সঙ্গে বেগ হ্রাসের হারকে
ঋণাত্মক ত্বরণ বলে।
৬। ত্বরণের মাত্রা লিখ।
উত্তর : ত্বরণের মাত্রা, [a] = [LM-2]
৭। সুষম ত্বরণের ক্ষেত্রে বেগ বনাম সময় লিখ এর প্রকৃতি
কিরূপ হয়?
উত্তর : প্রকৃতি মূলবিন্দুগামী সরলরেখা।
৮। কখন কোনো বস্তুর বেগ শূন্য হয়?
উত্তর : যখন বস্তুর সরণ না ঘটে।
৯। বেগ কোন ধরনের রাশি?
উত্তর : বেগ একটি ভেক্টর রাশি।
১০। অভিকর্ষজ ত্বরণের আদর্শ মান কত?
উত্তর : 9.81 ms-2
১১। পৃথিবী ও চাঁদের আকর্ষণকে কী বলা হয়?
উত্তর : অভিকর্ষজ বল।
১২। ম এর আদর্শ মান কোথায় ধরা হয়?
উত্তর : ৪৫০ অক্ষাংশে সমুদ্র সমতলে।
১৩। মন্দনের মাত্রা কী?
উত্তর : মন্দনের মাত্রা ML-2
১৪। মন্দনের একক কী?
উত্তর : মন্দনের একক ms-2।
১৫। আপেল ও পৃথিবীর মধ্যকার আকর্ষণ বলকে কী বলে?
উত্তর : অভিকর্ষজ বল বলে।
১৬। গতি কী?
উত্তর : সময়ের পরিবর্তনের সঙ্গে পরিপার্শ্বের সাপেক্ষে কোনো
বস্তুর অবস্থার পরিবর্তন ঘটলে তাকে গতি বলে।
১৭। উত্তর : পরম গতি কাকে বলে?
উত্তর : পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর
গতিকে পরম গতি বলে।
১৮। রাশি কাকে বলে?
উত্তর : ভৌত জগতে পরিমাপযৌগ্য সব কিছুকেই রাশি বলে।
১৯। স্কেলার রাশি কাকে বলে?
উত্তর : যেসব ভৌত রাশিকে শুধু মান দ্বারা প্রকাশ করা যায়
তাকে স্কেলার রাশি বলে।
২০। ভেক্টর রাশি কাকে বলে?
উত্তর : যেসব ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান ও
দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে।
২১। সরণ কাকে বলে?
উত্তর : নির্দিষ্ট দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে
বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে।
২২। বেগ কাকে বলে?
উত্তর : সময়ের সঙ্গে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে।
২৩। সুষম বেগ কী?
উত্তর : যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত
থাকে তবে তাকে সুষম বেগ বলে।
২৪। অসম বেগ কী?
উত্তর : কোনো বস্তুর গতিকালে যদি তার বেগের মান ও দিক বা
উভয়ের পরিবর্তন ঘটে তবে তাকে সেই বস্তুর অসম বেগ বলে।
২৫। ত্বরণ কাকে বলে?
উত্তর : সময়ের সঙ্গে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ
বলে।
২৬। মন্দন কাকে বলে?
উত্তর : সময়ের সঙ্গে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন
বলে।
২৭। ঘড়ির কাঁটার গতি কী রকম গতি?
উত্তর : পর্যাবৃত্ত গতি।
২৮। যে দৃঢ় বস্তুর সঙ্গে তুলনা করে অন্য বস্তুর অবস্থান
নির্ণয় করা হয় তাকে কী বলে?
উত্তর : প্রসঙ্গ কাঠামো।
২৯। চলন্ত বাস কোন ধরনের বস্তু?
উত্তর : গতিশীল।
৩০। দুই বন্ধুর চলন্ত ট্রেনে পাশাপাশি বসে থাকলে সময়ের
পরিবর্তনে তাদের দূরত্ব কেমন হবে?
উত্তর : দূরত্ব স্থির থাকবে।
৩১। একটি খুঁটির চারপাশে বৃত্তাকার পথে কোন ব্যক্তি দৌড়ালে
খুঁটির সাপেক্ষে বস্তুটি কিরূপ মনে হবে? উত্তর : গতিশীল।
৩২। রৈখিক গতিশীল বস্তু কোন পথে চলে?
উত্তর : সরল পথে।
৩৩। ঘূর্ণন গতির ক্ষেত্রে নির্দিষ্টি বিন্দু থেকে গতিশীল
বস্তুর দূরত্ব কীরূপ হবে?
উত্তর : বর্গের সমানুপাতিক হারে বাড়বে।
৩৪। কোন গতির ক্ষেত্রে বস্তুর সব কণা একই সময়ে সমান দূরত্ব
অতিক্রম করে?
উত্তর : চলন গতি।
৩৫। কোন গতির ক্ষেত্রে বস্তুটি নির্দিষ্ট সময় পর পর কোন
বস্তুকে অতিক্রম করে?
উত্তর : পর্যাবৃত্ত গতি।
This is very nice post. Thanks for sharing with us.
ReplyDeleteLove
You may also visit my blog and leave your sweet comment.
Online Study Care 24
ENGLISH FOR TODAY | Class Eight
ENGLISH FOR TODAY | Classes Nine-Ten
ENGLISH FOR TODAY | Classes Eleven-Twelve