এসএসসি পরীক্ষার্থীদের কৃষিশিক্ষা বহুনির্বাচনী মডেল টেস্ট -৩০
কৃষিশিক্ষা
দেওয়ান
সামছুর রহমান, সিনিয়র
শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
কৃষি
সমবায়
[পূর্বে
প্রকাশিত অংশের পর]
১৩।
সমবায় সংগঠনের মূল স্তম্ভ কোনটি?
ক)
দক্ষতা খ) মূলধন গ) ব্যবস্থাপনা ঘ) একতা
১৪।
কে সহজে ঋণ গ্রহণ করতে পারে?
ক)
রেজিস্ট্রিকৃত সমবায় খ) কৃষক
গ)
দুস্থ লোকজন ঘ) মহিলা
১৫।
কৃষি পণ্যের মানোন্নয়নে প্রয়োজন-
i.
ফসলের মান অনুযায়ী সজ্জিতকরণ ii. যথাযথভাবে উৎপাদিত ফসল সংরক্ষণ iii. সঠিকভাবে
ফসলের পরিচর্যা
নিচের
কোনটি সঠিক
ক)
i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও ii
১৬।
কৃষির জন্য কোনটি সহায়ক?
ক)
হিসাব জানা খ) সহজ ঋণ প্রাপ্তি
গ)
দাম নির্ধারণ ঘ) সহযোগিতা
নিচের
উদ্দীপকটি পড় এবং ১৭-১৮ নং প্রশ্নের উত্তর দাও
সিদলাই
গ্রামের কৃষকগণ দীর্ঘদিন ধরে পানি সেচের অভাবে কাক্সিক্ষত ফসল উৎপাদন করতে
পারছিলেন না। তাদের এ সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তা আলম সাহেবের সহযোগিতায় গড়ে
তোলেন নবজাগরণ কৃষি সমবায় সমিতি। লাগসই ও পরিবেশবান্ধব প্রকার যুক্তি গ্রহণের
মাধ্যমে সিদলাই গ্রামের কৃষকরা আজ ওই এলাকার আদর্শ স্বরূপ।
১৭।
ওই সমিতির মাধ্যমে এলাকার কৃষকরা লাভ করেন-
i.
উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারের সুবিধা
ii.
উচ্চ মুনাফা অর্জনের নিশ্চয়তা
iii.
রাসায়নিক সার ব্যবহারের সুফল
নিচের
কোনটি সঠিক
ক)
i, ii খ) i, iii
গ)
ii, iii ঘ) i, ii ও iii
১৮।
ওই গ্রামের কৃষকরা উক্ত সমস্যা সমাধানের জন্য পরিবেশবান্ধব কোন পদ্ধতিটি গ্রহণ
করেন?
ক)
অগভীর নলকূপ খনন
খ)
গভীর নলকূপ খনন
গ)
ভূ-উপরিস্থ জলাধার নির্মাণ
ঘ)
পাম্পের মাধ্যমে সেচের ব্যবস্থা
১৯।
কৃষি সমবায় কীভাবে হয়?
ক)
এলাকাভিত্তিক খ) শহরকেন্দ্রিক
গ)
পৌরসভাভিত্তিক ঘ) জেলাভিত্তিক
২০।
কৃষি সমবায় হল-
ক)
রেজিস্ট্রিকৃত কার্যক্রম খ) রাষ্ট্রীয় কার্যক্রম
গ)
সমন্বিত কার্যক্রম ঘ) একক কার্যক্রম
উত্তর:
১৩.ঘ, ১৪.ক, ১৫.গ ১৬.খ ১৭.ঘ ১৮.গ ১৯.ক ২০.গ
No comments