এসএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয়পত্র বহুনির্বাচনী মডেল টেস্ট -৩১
বাংলা দ্বিতীয়পত্র মডেল টেস্ট
প্রভাষক,
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
বহুনির্বাচনী
অংশ
১.
বিভক্তিহীন নামশব্দকে কী বলে?
ক.
প্রাতিপদিক খ. বিদেশি শব্দ
গ.
দেশি শব্দ ঘ. সাধিত শব্দ
২.
কোনটি পারিভাষিক শব্দ?
ক.
বালতি খ. বেতার
গ.
বৈষ্ণব ঘ. ঢাক
৩.
গিন্নী কোন ধরনের শব্দ?
ক.
বিদেশি খ. তৎসম
গ.
অর্ধতৎসম ঘ. দেশি
৪.
সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক.
শব্দতত্ত্ব খ. ভাষাতত্ত্ব
গ.
রূপতত্ত্ব ঘ. ধ্বনিতত্ত্ব
৫.
‘এ
পথে চলা যায় না’-
কোন বাচ্যের উদাহরণ?
ক.
ভাববাচ্য খ. কর্মকর্তৃবাচ্য
গ.
কর্তৃবাচ্য ঘ. কর্মবাচ্য
৬.
বিদেশি ধাতু কোনটি?
ক.
রাখ্ খ. টান্ গ. র্ক ঘ. গম্
৭.
র-কোন ধ্বনি?
ক.
কম্পনজাত খ. শিষ
গ.
তাড়নজাত ঘ. স্পর্শ
৮.
বাক্স > বাস্ক ধ্বনি পরিবর্তনের কোন সূত্র অনুযায়ী হয়েছে?
ক.
আদি স্বরাগম খ. প্রগত সমীভবন
গ.
ধ্বনি বিপর্যয় ঘ. বিষমীভবন
৯.
ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক.
বালিকা খ. চাচি গ. মালিকা ঘ. নবীনা
১০.
‘অনুভূতিজাত’
ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দ কোনটি?
ক.
মিউমিউ খ. টুপটাপ
গ.
সাঁ সাঁ ঘ. ঝিমঝিম
১১.
তারিখবাচক সংখ্যা কোনটি?
ক.
ষোড়শ খ. পঞ্চম গ. ৭ ঘ. পনেরই
১২.
‘দাম’
বহুবচনবাচক শব্দাংশটি কোন শব্দের সঙ্গে মানানসই?
ক.
তারা খ. বৃষ্টি গ. সাগর ঘ. শৈবাল
১৩.
নিত্য সমাস কোনটি?
ক.
অপব্যয় খ. বাগদত্তা
গ.
দেশান্তর ঘ. বনজ
১৪.
‘উত্তম’
অর্থে ‘সু’
উপসর্গের ব্যবহার কোনটি?
ক.
সুতীক্ষ্ণ খ. সুনীল
গ.
সুলভ ঘ. সুচতুর
১৫.
উক্তি কত প্রকার?
ক.
দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
১৬.
‘জয়’
শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক.
জি + অল খ. জয় + অ
গ.
জি + অয় ঘ. জ + অয়
১৭.
‘চোর’
শব্দে ‘আ’
প্রত্যয় যুক্ত হলে কী অর্থ প্রকাশ পায়?
ক.
শ্রদ্ধা খ. সাদৃশ্য
গ.
অবজ্ঞা ঘ. সামীপ্য
১৮.
কোনটি সমষ্টিবাচক বিশেষ্য?
ক.
শ্রেণি খ. পর্বত
গ.
মানুষ ঘ. মাটি
১৯.
‘যত্ন
করলে রত্ন মিলে’
এখানে ‘করলে’
কোন ক্রিয়ার উদাহরণ?
ক.
সমাপিকা খ. অসমাপিকা
গ.
দ্বিকর্মক ঘ. অনুক্ত
২০.
‘সন্ধ্যায়
সূর্য অস্ত গেল’-বাক্যটি
কোন বর্তমান কালের উদাহরণ?
ক.
ঘটমান খ. সাধারণ
গ.
পুরাঘটিত ঘ. নিত্যবৃত্ত
২১.
‘আমার
আর থাকা হয়ে উঠল না’- বাক্যটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক.
সম্ভাবনা খ. প্রকাশ
গ.
ধারাবাহিকতা ঘ. অবস্থান
২২.
‘একটা
গান শোনাও’-
এ বাক্যে ক্রিয়াপদটি কোন অনুজ্ঞাভাব প্রকাশ করেছে?
ক.
আদেশ খ. উপদেশ
গ.
অনুরোধ ঘ. প্রার্থনা
২৩.
‘উঁচা’
ধাতুর আদিগণভুক্ত ধাতু কোনটি?
ক.
ঝিমা খ. দৌড়া গ. ঘুরা ঘ. খোঁচা
২৪.
সম্বোধনের পরে কোন বিরামচিহ্ন বসে?
ক.
দাঁড়ি খ. কোলন গ. বিস্ময় ঘ. কমা
২৫.
“মনে
পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন”- নিুরেখ পদটি কোন কারকে কোন বিভক্তির
উদাহরণ?
ক.
অপাদানে শূন্য খ. কর্মে শূন্য
গ.
করণে শূন্য ঘ. করণে ষষ্ঠী
২৬.
‘নিমেষ
তরে ইচ্ছা করে বিকট উল্লাসে।’- বাক্যে অনুসর্গ কোনটি?
ক.
নিমেষ খ. বিকট গ. তরে ঘ. ইচ্ছা
২৭.
‘ইতিহাস
বিষয়ে অভিজ্ঞ যিনি’- তাঁকে এক কথায় কী বলে?
ক.
ইতিহাস স্রষ্টা খ. ইতিহাসবেত্তা
গ.
ঐতিহাসিক ঘ. ইতিহাস রচয়িতা
২৮.
‘জ্ঞানী
লোক সকলের শ্রদ্ধা পান’- কোন ধরনের বাক্য?
ক.
জটিল খ. যৌগিক গ. মিশ্র ঘ. সরল
২৯.
‘বিড়াল
তপস্বী’
কথার অর্থ কী?
ক.
অযথাই শ্রম খ. বিভাজন
গ.
কপট সাধু ঘ. তুলনা
৩০.
‘কোকিল’-এর
সমার্থক কোনটি?
ক.
পিক খ. পাখি
গ.
অর্ণব ঘ. অহি
উত্তর
১ক
২খ ৩গ ৪ঘ ৫ক ৬খ ৭ক ৮গ ৯গ ১০ঘ ১১ঘ ১২ঘ ১৩গ ১৪খ ১৫ক ১৬ক ১৭গ ১৮ক ১৯খ ২০গ ২১ক ২২গ ২৩গ
২৪ঘ ২৫ক ২৬গ ২৭খ ২৮ঘ ২৯গ ৩০ক।
No comments