এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বহুনির্বাচনী মডেল টেস্ট -২৯
এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বহুনির্বাচনী মডেল টেস্ট
সিনিয়র শিক্ষক, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
১। ক্যান্সার নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়-
i কেমোথেরাপি ii রেডিওথেরাপি iii ইসিজি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২। কোন প্রযুক্তিতে শব্দ শক্তি ব্যবহার করা হয়?
(ক) এক্স-রে (খ) আল্ট্রাসনোগ্রাফি (গ) সিটিস্ক্যান (ঘ)
এমআরআই
৩। ডিজিট শব্দের অর্থ কী?
(ক) ছবি (খ) শব্দ (গ) সংখ্যা (ঘ) বর্ণ
৪। কত সালে ইন্টারনেট চালু হয়েছে?
(ক) ১৯৮০ সালে (খ) ১৯৭৯ সালে (গ) ১৯৭০ সালে (ঘ) ১৯৬৯ সালে
৫। টেলিভিশন শব্দের বাংলা অর্থ কী?
(ক) বেতারযন্ত্র (খ) মুঠোফোন (গ) গণনা যন্ত্র (ঘ) দূরদর্শন
৬। লেপটন ও হার্ডন হচ্ছে-
(ক) পরমাণু (খ) মৌল কণিকা (গ) অণু (ঘ) নিউক্লিয়াস
৭। বাংলাদেশে বিদ্যুৎ উৎপন্ন হয়-
i. পানি প্রবাহ ii. গ্যাস দ্বারা iii. মাটি দ্বারা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও iii (খ) ii ও iii (গ) i ও ii (ঘ) i, ii ও iii
৮। চিত্রটি কী নির্দেশ করে?
(ক) রোধ (খ) অ্যামিটার (গ) ব্যাটারি (ঘ) ভোল্টমিটার
৯। ১ মেগাওয়াট=কত ওয়াট?
(ক) ১০৩ (খ) ১০৫ (গ) ১০৬ (ঘ) ১০৮
১০। পতঙ্গ নিয়ন্ত্রণে SIT-এর ব্যাপক প্রচলন কোন দেশে?
(ক) বাংলাদেশ (খ) ভারত (গ) ইরান (ঘ) জাপান
১১। রক্তক্ষরণ বন্ধ হওয়ার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনটি?
(ক) থ্রম্বিন (খ) ট্রিপসিন (গ) লাইপেজ (ঘ) ফাইসিন
১২। মানুষের অন্ত্রে বসবাসকারী ব্যাক্টরিয়ার নাম কী?
(ক) TMV (খ) E-coli (গ) P.vivax (ঘ) HIV
অনুচ্ছেদটি পড় এবং ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও :
কোনো একটি বস্তুর ভর ২০ কেজি এবং এর ওপর ২ সেকেন্ড ধরে বল
প্রয়োগ করে স্থির অবস্থা থেকে ৪ মি./ সেকেন্ড বেগ সম্পন্ন করা হল।
১৩। উদ্দীপকে নিউটনের কোন সূত্রের হয়েছে?
(ক) ১ম (খ) ২য় (গ) ৩য় (ঘ) ভরবেগ
১৪। বস্তুটিতে কত নিউটন বল প্রয়োগ করা হয়েছিল?
(ক) ১০ নিউটন (খ) ২০ নিউটন (গ) ৩০ নিউটন (ঘ) ৪০ নিউটন
১৫। নিচের কোন সম্পর্কটি সঠিক?
(ক) ভর=বলূত্বরন (খ) ত্বরন=বলূভর (গ) বল=ভরূত্বরন (ঘ)
বল=ভর/ত্বরন
১৬। সুনামি কোন ভাষার শব্দ?
(ক) ফরাসি (খ) জাপানি (গ) ইংরেজি (ঘ) গ্রিক
১৭। সাইক্লোন আমেরিকাতে কী নামে পরিচিত?
(ক) কিক ক্লস (খ) টাইফুন (গ) হারিকেন (ঘ) টাইফুন
১৮। জলবায়ুজনিত পরিবর্তনের কারণে বাংলাদেশে জীববৈচিত্র্য
ধ্বংস হয়ে যাবে-
(ক) ২৮% (খ) ৩০% (গ) ৩২% (ঘ) ৩৪%
১৯। সাইক্লোন সৃষ্টি হয়-
(ক) উপকূলে (খ) যে কোন স্থানে (গ) পাহাড়ে (ঘ) সাগরে
২০। কোয়ার্টজ যেসব কাজে ব্যবহৃত হয়-
i কাচ তৈরিতে ii রেডিও তৈরিতে iii ধাতব মুদ্রা তৈরিতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
২১। প্রকৃতিতে কত রকমের খনিজ পদার্থ পাওয়া যায়?
(ক) ৩০০০ (খ) ২৫০০ (গ) ২০০০ (ঘ) ১৫০০
২২। ফেনলফথ্যালিন একটি-
(ক) অম্ল (খ) ক্ষার (গ) লবণ (ঘ) নির্দেশক
২৩। কোনটি জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়?
(ক) Cuso4 (খ) Feso4 (গ) Znso4 (ঘ) Nu2so4
২৪। কোনটি প্রাকৃতিক পলিমার?
(ক) মেলামাইন (খ) বাকেলাইট (গ) সিল্ক (ঘ) রেজিন
২৫। কোন পদ্ধতিতে তুলা সংগ্রহ করা হয়?
(ক) স্পিনিং (খ) ব্যাচিং (গ) জিনিং (ঘ) ব্লেডিং
২৬। চিত্রে অঙ কোনটি নির্দেশ করছে?
(ক) আপতিত রশ্মি (খ) প্রতিসরিত রশ্মি (গ) বিভেদতল (ঘ)
অভিলম্ব
২৭। পৃথিবীর উৎপত্তি ও জীবনের উৎপত্তির ঘটনা প্রবাহকে কী
বলে?
(ক) বিবর্তন (খ) জৈব বিবর্তন (গ) রাসায়নিক বিবর্তন (ঘ)
প্রাকৃতিক বিবর্তন
২৮। কোন রোগটির কারণে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের
তুলনায় কমে যায়?
(ক) পলিসাইথিমিয়া (খ) অ্যানিমিয়া (গ) লিউকোমিয়া (ঘ) পারপুরা
২৯। কোনটি সার্বজনিন দ্রাবক?
(ক) এসিড (খ) অ্যালকোহল (গ) পানি (ঘ) কার্বন টেট্রাক্লোরাইড
৩০। উদ্ভিজ আমিষ কোনটি?
(ক) ডিম (খ) পনির (গ) মাছ (ঘ) ডাল
উত্তর : ১। ক ২। খ ৩। গ ৪। ঘ ৫। ঘ ৬। খ ৭। গ ৮। ক ৯। গ ১০।
ঘ ১১। ক ১২। খ ১৩। ক ১৪। ঘ ১৫। গ ১৬। খ ১৭। গ ১৮। খ ১৯। ঘ ২০। ক ২১। খ ২২। ঘ ২৩। ক
২৪। গ ২৫। গ ২৬। ক ২৭। খ ২৮। ঘ ২৯। গ ৩০। ঘ
No comments