এসএসসি পরীক্ষার্থীদের ফিন্যান্স ও ব্যাংকিং মডেল টেস্ট -৩৯
ফিন্যান্স
ও ব্যাংকিং
মোহাম্মদ
মনিরুজ্জামান সরকার,সিনিয়র
শিক্ষক,মনিপুর
উচ্চবিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা
অর্থায়ন
ও ব্যবসায় অর্থায়ন
[পূর্বে
প্রকাশিত অংশের পর]
২৫.
সাধারণত শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে কারা?
ক)
ক্ষুদ্র কোম্পানী খ) মাঝারি গ) বৃহৎ ঘ) অতি ক্ষুদ্র কোম্পানী
২৬.
কোনটি আধুনিক অর্থায়নের বৈশিষ্ট্য নির্দেশ করে?
ক)
দীর্ঘমেয়াদি পরিকল্পনা খ) বিক্রয় বৃদ্ধি
গ)
ব্যয় হ্রাস ঘ) মূলধন বাজারের অগ্রাধিকার
২৭.
একটি প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার
করে তাকে কী বলে?
ক)
পারিবারিক অর্থায়ন
খ)
অব্যবসায়ী অর্থায়ন গ) সরকারি অর্থায়ন ঘ) ব্যবসায় অর্থায়ন
২৮.
দীর্ঘমেয়াদে অর্থ গ্রহন করলে ঋণ পরিশোধের ঝুঁকি কীরুপ হয়?
ক)
অত্যধিক হয় খ) কম হয়
গ)
বেশি হয় ঘ) সমপরিমান থাকে
নিচের
উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব
সুমন তার সঞ্চয়কৃত অর্থ দ্বারা ব্যবসায়
পরিচালনা
করেন। ব্যবসায় সম্প্রসারণের জন্য তিনি
অপেক্ষাকৃত
বড় অঙ্কের অর্থের যোগান দেয়ার চেষ্টা
করেন।
২৯.
জনাব সুমনের ব্যবসায়টি কী ধরনের ব্যবসায়?
ক)
একমালিকানা খ) অংশীদারী
গ)
কোম্পানি ঘ) সমবায়
৩০.
জনাব সুমনের ব্যবসায় সম্প্রসারণের জন্য কোন মেয়াদের অর্থায়নের প্রয়োজন?
ক)স্বল্পমেয়াদী
খ) মধ্যমেযাদী
গ)
দীর্ঘমেয়াদী ঘ) স্বল্প ও দীর্ঘমেয়াদি
উত্তর
: ২৫। গ, ২৬। ঘ ২৭। ঘ ২৮। খ ২৯। ক ৩০। গ
No comments