এসএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয়পত্র বহুনির্বাচনী মডেল টেস্ট -৩৩

বাংলা দ্বিতীয়পত্র
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
১. নিচের কোনটি অনুগামী সমুচ্চয়ী অব্যয়?
ক. আলবত খ. বটে গ. যদিও ঘ. কিন্তু
২. কোন বাক্যটির ক্রিয়া সকর্মক?
ক. চুপ করে থাক খ. আকাশের চাঁদ যেন মাটিতে নেমেছে
গ. শিশুটি কাঁদে ঘ. আকাশে চাঁদ উঠেছে
৩. সাতাশ যদি হত একশ সাতাশ।- এখানে হত কোন কালের উদাহরণ?
ক. পুরাঘটিত অতীত খ. নিত্যবৃত্ত অতীত
গ. পুরাঘটিত বর্তমান ঘ. সাধারণ ভবিষ্যৎ
৪. নিরন্তরতা প্রকাশে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়েছে কোনটিতে?
ক. কাটিতে কাটিতে ধান এল বরষা
খ. বাল্যকালে বিদ্যাভ্যাস করতে হয়
গ. একবার মরলে কি কেউ ফেরে?
ঘ. চা জুড়িয়ে যাচ্ছে
৫. প্রাচীন বাংলা রীতিতে মধ্যম পুরুষের অনুজ্ঞায় ক্রিয়ার সঙ্গে কী যোগ করার নিয়ম ছিল?
ক. ও খ. স গ. ন ঘ. হ
৬. ধাতুর গণ বলতে কী বোঝায়?
ক. শব্দের ধরন খ. উচ্চারণের ধরন
গ. বানানের ধরন ঘ. ক্রিয়ার ধরন
৭. কোন বাক্যে বিধেয় কর্ম রয়েছে?
ক. তাকে আমরা চিনি না খ. দুধকে আমরা দুগ্ধ বলি
গ. জিজ্ঞাসিব জনে জনে ঘ. লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়
৮. রাখাল শুধায় আসি ব্রাহ্মণের কাছে।- এখানে কোনটি বোঝাতে অনুসর্গের ব্যবহার হয়েছে?
ক. দিকে অর্থে খ. সহগামিতা অর্থে
গ. কর্মকারকে কে বোঝাতে ঘ. নিমিত্ত অর্থে
৯. বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য কোনটি?
ক. ধন ধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা
খ. যতই করিবে দান, ততই যাবে বেড়ে
গ. তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি
ঘ. তিনি বাড়ি আছেন কিনা, আমি জানি না
১০. যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে- এর বাক্য সংকোচন কোনটি?
ক. অবিমৃশ্যকারী খ. অবিমৃষ্যকারী গ. অপরিণামদর্শী ঘ. অচিন্তনীয়
১১. চুল- এর সমার্থক শব্দ কোনটি?
ক. পিক খ. চিকুর গ. লোচন ঘ. সুত
১২. ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কর্তায় কোন বিভক্তি হয়?
ক. ষষ্ঠী খ. তৃতীয়া গ. দ্বিতীয়া ঘ. প্রথমা
১৩. নিখাঁদ অর্থে কাঁচা ব্যবহৃত হয়েছে কোনটিতে?
ক. কাঁচা কথা খ. কাঁচা ইট গ. কাঁচা সোনা ঘ. কাঁচা পাতা
১৪. পরবর্তী শব্দ থেকে উৎপন্ন বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক. . খ. : গ. > ঘ. <
১৫. বড্ড শুকিয়ে গেছিস রে। এখানে কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?
ক. বিস্ময় খ. আদর গ. দুঃখ ঘ. সাধারণ বিবৃতি
১৬. নিচের কোনটি ধর্মসংক্রান্ত ফারসি শব্দ?
ক. কোরবানি খ. জাকাত গ. ফেরেশতা ঘ. কিয়ামত
১৭. শব্দের ক্ষুদ্রাংশকে কী বলে?
ক. ধ্বনি খ. ধ্বনিমূল গ. রূপ ঘ. প্রকৃতি
১৮. কেন্দ্রীয় নিুাবস্থিত স্বরধ্বনি কোনটি?
ক. অ খ. আ গ. এ ঘ. অ্যা
১৯. রিক্সা > রিস্কা- এখানে কোন নিয়মে ধ্বনির পরিবর্তন হয়েছে?
ক. ধ্বনি বিপর্যয় খ. অভিশ্রুতি গ. ব্যঞ্জনচ্যুতি ঘ. সম্প্রকর্ষ
২০. তৎসম সন্ধি মূলত কী সংযোগের নিয়ম?
ক. ধ্বনি খ. বর্ণ গ. শব্দ ঘ. অর্থ
২১. নিচের কোনটিতে বৃহদার্থে স্ত্রী-প্রত্যয়যুক্ত হয়েছে?
ক. গীতিকা খ. শূদ্রানী গ. সিংহী ঘ. অরণ্যানী
২২. পৌনঃপুনিকতা বোঝাতে দ্বিরুক্ত শব্দ ব্যবহৃত হয়েছে কোনটিতে?
ক. ডেকে ডেকে হয়রান হয়েছি খ. ভয়ে গা ছমছম করছে
গ. দেখে দেখে যেও ঘ. থেকে থেকে শিশুটি কাঁদছে
২৩. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন?
ক. সকলে সব জানে না খ. বাগানে ফুল ফুটেছে
গ. বাজারে লোক জমেছে ঘ. মানুষ মরণশীল
২৪. নিচের কোনটিতে অনির্দিষ্টতা বোঝাতে পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়েছে?
ক. সবটুকু ওষুধ খেয়ে ফেল খ. ন্যাকামিটা এখন রাখ
গ. ওটি যেন কার তৈরি ঘ. পোয়াটাক দুধ দাও
২৫. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
ক. নীলকণ্ঠ খ. উনপাঁজুরে গ. সেতার ঘ. অন্তরীপ
২৬. নিচের কোনটি ফারসি উপসর্গযোগে গঠিত শব্দ?
ক. গরমিল খ. বরবাদ গ. হররোজ ঘ. খাসকামরা
২৭. যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর। বাক্যটিতে কোন ধরনের ধাতু ব্যবহৃত হয়েছে?
ক. নাম ধাতু খ. কর্মবাচ্যের ধাতু
গ. প্রযোজক ধাতু ঘ. অজ্ঞাতমূল ধাতু
২৮. শ্রম্ + ক্তি- এর প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
ক. শান্তি খ. শ্রমী গ. শ্রান্তি ঘ. শ্রুতি
২৯. নিচের কোন শব্দটিতে সই প্রত্যয় হিসেবে ব্যবহৃত হয়নি?
ক. টিপসই খ. জুতসই গ. মানানসই ঘ. টেকসই
৩০. নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
ক. প্রবীণ খ. সন্দেশ গ. চিকামারা ঘ. রাজপুত

উত্তর
১গ ২ঘ ৩খ ৪ক ৫ঘ ৬গ ৭খ ৮গ ক ১০খ ১১খ ১২ঘ ১৩গ ১৪ঘ ১৫খ ১৬গ ১৭গ ১৮খ ১৯ক ২০ক ২১ঘ ২২ক ২৩ক ২৪ঘ ২৫ঘ ২৬খ ২৭খ ২৮গ ২৯ক ৩০ঘ।

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.