এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বহুনির্বাচনী মডেল টেস্ট -৪৭

বিজ্ঞান বহুনির্বাচনী মডেল টেস্ট-৮ 

পূর্ণমান-৩০ সময়-৩০ মিনিট
[বি. দ্র. : সঠিক উত্তরের বৃত্তটি ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান সমান]
১। কোন ধরনের তন্তুর জন্য হেলকিং করা প্রয়োজন?
(ক) পাট (খ) পশম
(গ) রেশম (ঘ) লিনেন
২। উৎস অনুযায়ী তন্তু কয় ধরনের?
(ক) দুই (খ) তিন
(গ) চার (ঘ) পাঁচ
৩। জীবন্ত মেষ থেকে লোম সরিয়ে যে পশম তৈরি হয় তাকে কী বলে?
(ক) রেশম (খ) ফ্লিস উল (গ) পুল্ড উল (ঘ) সুতি
৪। প্রধান রেয়নগুলো হল-
i. ভিসকোস ii. বোরাক্স বিড iii. অ্যাসিটেট
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii, iii
(গ) i, iii (ঘ) i, ii ও iii
৫। নাইলন কোন ধরনের তন্তু?
(ক) উদ্ভিজ তন্তু (খ) প্রাণিজ তন্তু
(গ) সেলুলোজিক তন্তু
(ঘ) নন সেলুলোজিক তন্তু
৬। কোনটি দুর্বল এসিড?
(ক) HCl (খ ) HNO3
(গ ) H2CO3 (ঘ ) H2SO4
৭। একটি বর্ণহীন দ্রবণে NaOH মিশালে দ্রবণটি গোলাপি হয়ে গেল। দ্রবণটি কী?
(ক) মিথাইল রেড (খ) মিথাইল অরেঞ্জ (গ) ফেনফথ্যালিন (ঘ) লিটমাস দ্রবণ
৮। চুনাপাথরের সংকেত কী?
(ক) CaCO3 (খ) CaO
(গ) H2SO4 (ঘ) CaHCO3
৯। মাটির স্বাভাবিক PH কত হয়ে থাকে?
(ক) ৩-৬ (খ) ৪-৫
(গ) ২-৭ (ঘ) ৪-৮
১০। সালফিউরিক এসিড একটি এসিড, কারণ-
i. এতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন রয়েছে
ii. এটি নীল লিটমাসকে লাল করে
iii. এটি টক স্বাদযুক্ত
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i, iii
(গ) ii, iii (ঘ) র, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১১-১২ নং প্রশ্নের উত্তর দাও
টোকিও শহরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি মাটিতে কোনো উদ্ভিদ জন্মে না, কেবল মাশরুম ভালো জন্মে।
১১। ওই মাটিতে কোনটির আধিক্য রয়েছে?
(ক) শিলা (খ) খনিজ পদার্থ
(গ) তেজস্ক্রিয় পদার্থ (ঘ) জৈব পদার্থ
১২। কোন মাটিতে ভালো ফসল ফলে?
(ক) বালু ও খনিজ মিশ্রিত মাটিতে
(খ) খনিজ ও খনিজ মিশ্রিত মাটিতে
(গ) বালি ও পলি মিশ্রিত মাটিতে
(ঘ) বালি, পলি ও কাদা মিশ্রিত মাটিতে
১৩। সাব সয়েল স্তরের মাটি-
i. শিলাচূর্ণে ভরপুর ii. খনিজ পদার্থ সমৃদ্ধ
iii. জৈব পদার্থ সমৃদ্ধ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) ii, iii
(গ) i, iii (ঘ) i, ii ও iii
১৪। প্রাকৃতিক প্রাণিজ তন্তুর মধ্যে সবচেয়ে শক্ত ও দীর্ঘ কোনটি?
(ক) রেশম (খ) পশম
(গ) উল (ঘ) রেয়ন
১৫। মাটির ওপরের স্তরে ফসল ভালো হওয়ার কারণ হল, এ মাটিতে -
(ক) জৈব পদার্থ থাকে
(খ) খনিজ উপাদান থাকে
(গ) শিলাচূর্ণ থাকে
(ঘ) অণুজীব থাকে
১৬। মাটিতে জৈব পদার্থের পরিমাণ শতকরা কত ভাগ?
(ক) ৪৫ (খ) ২৫ (গ) ২০ (ঘ) ৫
১৭। আমাদের দেশে কত সাল থেকে যানবাহনে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হচ্ছে?
(ক) ১৯৯৯ (খ) ২০০১
(গ) ২০০৩ (ঘ) ২০০৫
১৮। শতকরা কত ভাগ প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়?
(ক) ১১ (খ) ২১ (গ) ২২ (ঘ) ৫১
১৯। ২০৫০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে প্রায়-
(ক) ৭ বিলিয়ন (খ) ৮ বিলিয়ন
(গ) ৯ বিলিয়ন (ঘ) ১০ বিলিয়ন
২০। পানিতে PH এর মান কত হলে বেশিরভাগ মাছের ডিম নষ্ট হয়ে যায়?
(ক) ৫-এর কম হলে (খ) ৩-এর কম হলে (গ) ৯-এর কম হলে (ঘ) ৬-এর বেশি হলে
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২১-২২ নং প্রশ্নের উত্তর দাও
রাজির পায়ে পিঁপড়া কামড় দেয়ায় পায়ে যন্ত্রণা হয় এবং ফুলে যায়। তার মা পায়ে একটি লোশন লাগিয়ে দেন। এতে রাজির পায়ের জ্বালা কমে যায়।
২১। রাজির পা ফুলে যাওয়ার কারণ কী?
(ক) ফরমিক এসিড (খ) অক্সালিক এসিড (গ) এসিটিট এসিড (ঘ) সাইট্রিক এসিড
২২। পায়ে লাগানো লোশনটি -
i. এসিডকে প্রশমিত করে
ii. জিংক কার্বনেট জাতীয় লবণ
iii. মেলিটিন ও অ্যাপারিন নামক এসিডিক পদার্থ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
২৩। বাংলাদেশে সাধারণত কোন মাসে টর্নেডো হয়ে তাকে?
(ক) বৈশাখ (খ) আষাঢ়
(গ) ভাদ্র (ঘ) কার্তিক
২৪। সাব সয়েল বলা হয়ে থাকে মাটির কোন স্তরকে?
(ক) ১ম (খ) ২য় (গ) ৩য় (ঘ) ৪র্থ
২৫। মাটিতে কোনটির পরিমাণ শতকরা ২৫ ভাগ?
i. খনিজ পদার্থ ii. বায়বীয় পদার্থ iii. পানি
নিচের কোনটি সঠিক?
ক) i (খ) i, ii
(গ) i, iii (ঘ) ii, iii
২৬। কোনটি খাবার লবণ?
(ক) সিলভার ক্লোরাইড
(খ) ক্যালসিয়াম কার্বনেট
(গ) সোডিয়াম ক্লোরাইড
(ঘ) সিলভার সালফেট
২৭। মিথাইল রেডের ক্ষারকে ধারণকৃত রং কী?
(ক) লাল (খ) নীল
(গ) গোলাপি (ঘ) হলুদ
২৮। কোনটি করলে সুতা অত্যন্ত সূক্ষ্ম ও মিহি হয়?
(ক) হেলকিং (খ) কার্ডিং
(গ) কম্বিং (ঘ) ব্লেডিং
২৯। লেন্স প্রধানত কয় প্রকার?
(ক) পাঁচ (খ) চার (গ) তিন (ঘ) দুই
৩০। চার্লস ডারউইন কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
(ক) ফ্রান্স (খ) জার্মানি
(গ) ইংল্যান্ড (ঘ) আমেরিকা
উত্তর : ১.ঘ ২.ক ৩.খ ৪.গ ৫.ঘ ৬.গ ৭.ঘ ৮.ক ৯.ঘ ১০.ঘ ১১.গ ১২.ঘ ১৩.খ ১৪.ক ১৫.ক ১৬.ঘ ১৭.গ ১৮.খ ১৯.ঘ ২০.খ ২১.ক ২২.ক ২৩.ক ২৪.খ ২৫.ঘ ২৬.গ ২৭.ঘ ২৮.ক ২৯.ঘ ৩০.গ।

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.