নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের ব্যবসায় উদ্যোগ টিউটোরিয়াল- ২
নবম-দশম
শ্রেণির শিক্ষার্থীদের ব্যবসায় উদ্যোগ
সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ,
মিরপুর, ঢাকা
ব্যবসায় পরিচিতি
১. ব্যবসায় কী ধরনের কর্মকাণ্ড?
- অর্থনৈতিক।
২. মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জনের
চেষ্টা চালায় কীসের জন্য? - অভাব পূরণের জন্য।
৩. একটি দেশের ও জাতির উন্নতির চাবিকাঠি কী? - ব্যবসায়।
৪. সমুদয় শিল্পকে কয়ভাবে ভাগ করা হয়েছে? - ৫ ভাগে।
৫. আধুনিক ব্যবসায় সংগঠনকে কয় ভাগে ভাগ করা যায়? - ৩ ভাগে।
শিল্প বাণিজ্যের উন্নতির সঙ্গে সঙ্গে দেশের কোন কর্মকাণ্ড
সম্প্রসারিত হবে?
- অর্থনৈতিক কর্মকাণ্ড।
৬. কোনটি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার- । -
ব্যবসায়-বাণিজ্য।
৭. পণ্যদ্রব্য বণ্টন সংক্রান্ত কাজকে কী বলে? -
ব্যবসায়-বাণিজ্য।
৮. ব্যবসায়ের অন্যতম প্রধান উদ্দেশ্য কী/ ব্যবসায়ের মুখ্য
উদ্দেশ্য কী?
- মুনাফা অর্জন।
৯. পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে কোনটি? - পরিবহন।
১০. ব্যবসায় কাকে বলে?
- সাধারণত মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক
কর্মকাণ্ডকে ব্যবসায় বলে।
১১. গুদামজাতকরণ পণ্যের কোন ধরনের উপযোগী সৃষ্টি করে? -
সময়গত।
১২. ঝুঁকি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে কোনটি? - বীমা।
১৩. ক্রয়-বিক্রয়ের সুবিধার জন্য একই জাতীয় পণ্যকে মান
অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করাকে কী বলে? - পর্যায়িতকরণ।
১৪. পণ্যের গুণাগুণ, রং, আকার প্রভৃতির ওপর ভিত্তি করে
কোনটি করা হয়?
- প্রমিতকরণ করা হয়।
১৫. গাছের চারা আবাদ, পশু পালন, হাঁস-মুরগির চাষ করা কোন
শিল্পের অন্তর্গত? - প্রজনন শিল্প।
১৬. সেতু, বাঁধ নির্মাণ কোন শিল্পে অন্তর্গত? - নির্মাণ
শিল্প।
১৭. ডাক্তারি, আইনবৃত্তি, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোন
শিল্পের অন্তর্গত? - প্রত্যক্ষ সেবা।
১৮. মানুষের অভাব কেমন? - সীমাহীন।
১৯. কখন শিল্পবিপ্লবের সূচনা হয়েছিল?
- ঊনবিংশ শতাব্দীতে।
২০. কী বিনিময় করেও মানুষের প্রয়োজন মিটানো সম্ভব হয়নি? -
পণ্য।
২১. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা কয়টি?
- ৩টি।
২২. ঝুঁকি ব্যবসায়ের কী হিসেবে ব্যবহৃত হয়েছে? - বৈশিষ্ট্য।
২৩. বিনিময়ের মাধ্যম হিসেবে প্রাচীন যুগে কী ব্যবহৃত হতো? -
দ্রব্য।
২৪. মধ্য যুগে কী সৃষ্টি হয়েছিল? - বাজার ও শহর।
২৫. দিন দিন মানুষের কী বাড়ছে? - চাহিদা।
২৬. ব্যবসায়ের উদ্ভব হয় কাকে ঘিরে?
- অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরে।
২৭. ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ
করা যায়?
- ৫ ভাগে।
২৮. কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান? - অর্থ ও ঋণ
ব্যবস্থা।
২৯. বিভিন্ন দেশের মধ্যে পণ্যদ্রব্য আদান-প্রদানের সঙ্গে
সঙ্গে বিসের আদান-প্রদান সম্ভব হয়? - সভ্যতা ও সংস্কৃতি।
৩০. বাংলাদেশের কৃষি মূলত কী নির্ভর?
- প্রকৃতিনির্ভর।
৩১. শিল্পকে কী বলা হয়? - উৎপাদনের বাহন।
৩২. পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করে কোনটি? - শিল্প।
৩৩. পণ্য বিনিময় কী ধরনের উপযোগ সৃষ্টি করে? - স্বত্বগত।
৩৪. বিজ্ঞাপন কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? - তথ্যগত।
৩৫. আধুনিক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা কোনটি? -
প্রত্যক্ষ সেবা।
৩৬. পৃথিবীর অনেক দেশ উন্নতির চরম শিখরে পৌঁছেছে কীভাবে?
- ব্যবসায় ও বাণিজ্যের উন্নতির মাধ্যমে।
৩৭. ব্যবসায়ের মাধ্যমে কী সৃষ্টি হয়?
- কর্মসংস্থান।
৩৮. সামাজিক পরিবেশের উপাদান কোনটি?
- ধর্মীয় বিশ্বাস/মানবসম্পদ।
৩৯. আইনশৃঙ্খলা কোন পরিবেশের উপাদান? - রাজনৈতিক পরিবেশের।
৪০. বাংলাদেশ মূলত কী নির্ভর দেশ?
- কৃষিনির্ভর।
৪১. বাংলাদেশ কেমন দেশ? - উন্নয়নশীল।
৪২. বাংলাদেশের অর্থনীতিতে কিসের অবদান বাড়ছে? -
ব্যবসায়-বাণিজ্যের।
৪৩. বাণিজ্যের জন্য চিরকাল কোন দেশ বিখ্যাত ছিল? -
বাংলাদেশ।
৪৪. বাংলাদেশের বাণিজ্যের খ্যাতিতে প্রলুব্ধ হয়ে কারা
বাণিজ্য সম্পর্ক স্থাপন করেন?
- আরবীয়গণ।
No comments