এসএসসি পরীক্ষার্থীদের ভূগোল ও পরিবেশ মডেল টেস্ট-২৪

ভূগোল ও পরিবেশ বহুনির্বাচনী প্রশ্নোত্তর
দেওয়ান সামছুর রহমান,সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
১। ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কোন ভূগোলবিদ?
ক) অধ্যাপক ম্যাকনি খ) অধ্যাপক ডাডলি স্ট্যাম্প
গ) অধ্যাপক কার্ল রিটার ঘ) রিচার্ড হার্টশোন
২। Geography শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
ক) অধ্যাপক ম্যাকনি খ) অ্যাকারমেন
গ) ইরাটস থেনিস ঘ) সি.সি. পার্ক
৩। পরিবেশের উপাদান কয় প্রকার?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
৪। কোনটি পরিবেশের জড় উপাদান?
i) পাহাড়-পর্বত ii) মাটি-পানি iii) কীট-পতঙ্গ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫। অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের জন্য কোন বিশেষ জ্ঞান প্রয়োজন?
ক) ভূগোল ও পরিবেশ খ) প্রকৃতি ও বিজ্ঞান
গ) সামাজিক জ্ঞান ঘ) পারিপার্শ্বিক জ্ঞান
৬। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের সংজ্ঞা দিয়েছেন?
ক) ১৯৬০ খ) ১৯৬৪ গ) ১৯৬৫ ঘ) ১৯৭০
৭। পৃথিবী সৃষ্টির শুরুতে পরিবেশের উপাদান ছিল -
ক) মাটি, পানি খ) ঘরবাড়ি গ) দালান কোঠা ঘ) মানুষজন
৮। যেসব জ্যোতিস্কের নিজের আলো আছে তাদের কী বলে?
ক) গ্রহ খ) নক্ষত্র গ) উপগ্রহ ঘ) গ্যালাক্সি
৯। পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব কত?
ক) প্রায় ৮ কোটি কি. মি. খ) প্রায় ১২ কোটি কি. মি.
গ) প্রায় ১৩ কোটি কি. মি. ঘ) প্রায় ১৫ কোটি কি. মি.
১০। পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?
ক) প্রক্সিমা সেন্টারাই খ) বুধ
গ) সূর্য ঘ) ট্রাইটন
১১। বিষুব রেখার আরেক নাম কী?
ক) মকরক্রান্তি খ) কর্কটক্রান্তি গ) কুমেরুবৃত্ত ঘ) মহাবৃত্ত
১২। সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
ক) প্রক্সিমা সেনটোরাই খ) বুধ গ) পৃথিবী ঘ) ট্রাইটন
১৩। পৃথিবী থেকে প্রক্সিমা সেনটোরাইয়ের দূরত্ব কত?
ক) প্রায় ২ আলোকবর্ষ খ) প্রায় ৩.৫ আলোকবর্ষ
গ) প্রায় ৪ আলোকবর্ষ ঘ) প্রায় ৪.২ আলোকবর্ষ
১৪। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত?
ক) প্রায় ৭ মি. ১৯ সে. খ) প্রায় ৮ মি. ১৯ সে.
গ) প্রায় ৯ মি. ১৭ সে. ঘ) প্রায় ৯ মি. ১৮ সে.
১৫। আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত কি. মি.?
ক) ২ লাখ খ) ২.৫ লাখ গ) ৩ লাখ ঘ) ৪ লাখ
১৬। নিচের কোনগুলো নক্ষত্রমণ্ডলী?
i) সপ্তর্ষীমণ্ডল ii) কালপুরুষ iii) ক্যাসিওপিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i খ) iii গ) i ও ii ঘ) i, ii ও iii
১৭। গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে?
ক) নীহারিকা খ) ছায়াপথ গ) উল্কা ঘ) ধূমকেতু
১৮। হ্যালির ধূমকেতু প্রতি কত বছরে একবার দেখা যায়?
ক) ৫৬ বছরে খ) ৭৬ বছরে গ) ৮৬ বছরে ঘ) ৯৬ বছরে
১৯। সর্বশেষ কত সালে হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল?
ক) ১৯১০ খ) ১৯২৬ গ) ১৯৭৬ ঘ) ১৯৮৬
২০। গ্রহের বৈশিষ্ট্য হল -
i) এদের নিজেদের কোন আলো বা তাপ নেই ii) এরা তারার মতো মিটমিট করে জ্বলে
iii) সূর্যকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে পরিক্রমণ করে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i, ii ও iii
২১। টাইটান কোন গ্রহের উপগ্রহ?
ক) শনি খ) ইউরেনাস গ) মঙ্গল ঘ) নেপচুন
২২। সূর্য কোন বর্ণের নক্ষত্র?
ক) লাল খ) কমলা গ) হলুদ ঘ) আকাশি
২৩। সূর্যের ব্যাস কত?
ক) ১০ লাখ ৮০ হাজার কি. মি. খ) ১৩ লাখ ৮৪ হাজার কি. মি.
গ) ১৫ লাখ ৮৩ হাজার কি. মি. ঘ) ১৭ লাখ ৪৮ হাজার কি. মি.
২৪। সূর্যকে কেন্দ্র করে কয়টি গ্রহ ঘুরছে?
ক) ৬টি খ) ৭টি গ) ৮টি ঘ) ৯টি
২৫। সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ কোনটি?
ক) বৃহস্পতি খ) বুধ গ) মঙ্গল ঘ) শনি
২৬। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
ক) বুধ খ) মঙ্গল গ) শনি ঘ) শুক্র
২৭। নিজ অক্ষের ওপর পূর্ব থেকে পশ্চিমে পাক খায় একমাত্র কোন গ্রহটি?
খ) মঙ্গল খ) পৃথিবী গ) বৃহস্পতি ঘ) শুক্র
২৮। শুক্র গ্রহ -
i) সৌর জগতের সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ ii) সূর্য থেকে ৮.৮ কোটি কি. মি. দূরে অবস্থিত iii) এসিড বৃষ্টি হয়ে থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii ঘ) i ও iii
২৯। মঙ্গল গ্রহে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ শতকরা কত?
ক) ২৫ ভাগ খ) ৫৫ ভাগ গ) ৮৮ ভাগ ঘ) ৯৯ ভাগ
৩০। গ্রহরাজ বলা হয় কোন গ্রহটিকে?
ক) শনি খ) বৃহস্পতি গ) মঙ্গল ঘ) পৃথিবী
৩১। সূর্য থেকে শনির দূরত্ব কত?
ক) প্রায় ২২.৮ কোটি কি. মি. খ) প্রায় ৭৭.৮ কোটি কি. মি.
গ) প্রায় ১৪৩ কোটি কি. মি. ঘ) প্রায় ২৮৭ কোটি কি. মি.
৩২। মহাকাশচারী ইউরি গ্যাগারিন কত সালে স্পুটনিকে চড়ে পৃথিবীকে প্রদক্ষিণ করেন?
ক) ১৯৬১ সালের ১২ জানুয়ারি
খ) ১৯৬১ সালের ১২ এপ্রিল
গ) ১৯৬৯ সালের ২১ জুলাই ঘ) ১৯৬৯ সালের ২৯ ডিসেম্বর
৩৩। পৃথিবীর মেরুদেশীয় ও নিরক্ষীয় ব্যাসের পার্থক্য কতটুকু?
ক) ২৩ কি. মি. খ) ২৬ কি. মি. গ) ৩৮ কি. মি. ঘ) ৪৩ কি. মি.
৩৪। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত?
ক) ১২৮০০ কি. মি. খ) ৮১০০ কি. মি.
গ) ৬৪০০ কি. মি. ঘ) ৪৬০০ কি. মি.
৩৫। পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি?
ক) ৪৫° খ) ৯০° গ) ১৮০° ঘ) ৩৬০°
৩৬। দিবারাত্রি উভয়ই সমান হয় আর কোন তারিখে?
ক) ২৩ মার্চ খ) ২৩ সেপ্টেম্বর
গ) ২৫ ডিসেম্বর ঘ) ৩০ ডিসেম্বর
৩৭। পৃথিবী আবর্তনের দৈনিক গতিকে কী বলে?
ক) আহ্নিক গতি খ) বার্ষিক গতি গ) ঘূর্ণন গতি ঘ) ষাণ্মাসিক গতি
৩৮। পৃথিবী সূর্যের চারদিকে আবর্তন করছে -
ক) পূর্ব থেকে পশ্চিমে খ) উত্তর হতে দক্ষিণে গ) পশ্চিম থেকে পূর্বে ঘ) দক্ষিণ হতে উত্তরে
৩৯। ৩৬৬ দিনে বছর হলে তাকে কী বলে?
ক) একবর্ষ খ) অধিবর্ষ গ) উপবর্ষ ঘ) সৌরবর্ষ
৪০। বাংলাদেশের সঙ্গে গ্রিনিচ মান সময়ের পার্থক্য কত?
ক) ৪ ঘণ্টা খ) ৬ ঘণ্টা গ) ৮ ঘণ্টা ঘ) ১২ ঘণ্টা
উত্তর : ১-গ, ২-গ, ৩-ক, ৪-ঘ, ৫-ক, ৬-গ, ৭-ক, ৮-খ, ৯-ঘ, ১০-গ, ১১-গ, ১২-ক, ১৩-ঘ, ১৪-খ, ১৫-গ, ১৬-ঘ, ১৭-খ, ১৮-খ, ১৯-ঘ, ২০-গ, ২১-ক, ২২-গ, ২৩-খ, ২৪-গ, ২৫-ক, ২৬-খ, ২৭-ঘ, ২৮-ঘ, ২৯-ঘ, ৩০-খ, ৩১-গ, ৩২-খ, ৩৩-ঘ, ৩৪-গ, ৩৫-ঘ, ৩৬.খ, ৩৭.ক, ৩৮.গ, ৩৯.খ, ৪০-খ।

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.