এসএসসি পরীক্ষার্থীদের ফিন্যান্স ও ব্যাংকিং সৃজনশীল মডেল টেস্ট -২৩
ফিন্যান্স ও ব্যাংকিং সৃজনশীল মডেল টেস্ট
এইচ. এম. মতিউর রহমান
সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা)
পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পটুয়াখালী
১. X, Y, Z একটি ব্যবসায় পরিচালনা করেন। তারা ব্যবসায়ের
ক্ষেত্রে নগদ অর্থ ও মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক সম্বন্ধে সচেতন। এছাড়া তারা
ব্যবসায়ের বৈচিত্র্যায়ণে গুরুত্ব দেন।
(ক) I D B এর পূর্ণরূপ কী? ১
(খ) আন্তর্জাতিক অর্থায়ন বলতে কী বোঝায়? ২
(গ) উল্লেখিত বিষয় সম্পর্কে কেন সচেতন? ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকের শেষোক্ত উদ্ধৃতি বর্ণনা কর। ৪
২. জনাব রাহুল একজন ওষুধ ব্যবসায়ী। ব্যবসায়ের বেশিরভাগ
ক্ষেত্রেই তিনি ক্রেতাদের কাছ থেকে অগ্রিম গ্রহণের মাধ্যমে মূলধন সংস্থান করেন।
এতে তার মূলধনজনিত সমস্যা দূর হয়।
(ক) লভ্যাংশ প্রদান অনুপাত নীতি কী? ১
(খ) ঋণপত্র কী? ব্যাখ্যা কর। ২
(গ) জনাব রাহুলের ব্যবসায়ে অর্থায়নের উৎস ব্যাখ্যা কর। ৩
(ঘ) প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে বহিস্থ তহবিলের গুরুত্ব
বিশ্লেষণ কর। ৪
৩. জনাব ইমরুল সাহেব একটি আর্থিক প্রতিষ্ঠানে বার্ষিক ৯%
সুদের হারে ১৫,০০০ টাকা রাখার ব্যাপারে ভাবছিলেন। পরে তিনি তার এক চাচার কাছে
জানতে পারেন ব্যাংক ৯% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। এ ক্ষেত্রে
প্রকৃত সুদের হার বৃদ্ধি পাবে। তাই তিনি ব্যাংকে টাকা জমা রাখলেন।
(ক) প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্রটি লিখ। ১
(খ) চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি ব্যাখ্যা কর। ২
(গ) উপরোক্ত তথ্য অনুযায়ী বার্ষিক ও অর্ধবার্ষিক প্রকৃত
সুদের হার নির্ণয় কর। ৩
(ঘ) জনাব ইমরুল সাহেবের ৯% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি
সুদে বিনিয়োগ করার পেছনে যুক্তি দেখাও। ৪
৪. মিসেস আদিবার ৫ বছর পূর্বে “আকুল” ও “বকুল”
নামক দুটি প্রকল্পের বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের হার নিুরূপ :
প্রকল্প ২০১২ ২০১৩ ২০১৪ ২০১৫ ২০১৬
গোলাপ ১২% -১০% ১৮% ২০% ১০%
বকুল -৫% ১৫% ২০% ১১% ৯%
(ক) শ্রমিকের বেতন কী ধরনের ঝুঁকি? ১
(খ) দায় পরিমাপের অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয়? ২
(গ) “গোলাপ” প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় কর। ৩
(ঘ) মিসেস আদিবার কোন প্রকল্পটি বন্ধ করে দেয়া উচিত?
বিশ্লেষণ কর। ৪
৫. মাহমুদ হাসানের প্রস্তাবিত ৫ বছর মেয়াদি একটি প্রকল্পে
যন্ত্রপাতি খাতে প্রাথমিক বিনিয়োগের প্রয়োজন হবে ১.৫ কোটি টাকা। উক্ত প্রকল্পে ৩০%
করপূর্ববর্তী প্রাক্কলিত মুনাফা/ক্ষতি নিম্নরূপ ঃ
পরিমাণ (লক্ষ টাকায়)
বছর-১ বছর-২ বছর-৩ বছর-৪ বছর-৫
১০ ৩০ ৪০ ২০ (৪)
(ক) মূলধন বাজেটিংয়ের প্রথম ধাপ কোনটি? ১
(খ) প্লেব্যাক সময় পদ্ধতির সীমাবদ্ধতাগুলো উল্লেখ কর। ২
(গ) মাহমুদ হাসানের প্রকল্পটির গড় মুনাফার হার নির্ণয় কর। ৩
(ঘ) মাহমুদ হাসানের প্রকল্পের প্লেব্যাক সময় নির্ণয় কর। ৪
৬. একমি কোম্পানি চলতি বছর শেয়ার প্রতি ২০ টাকা লভ্যাংশ
ঘোষণা করে এবং কোম্পানির অনুমিত লভ্যাংশ বৃদ্ধির হার ১০%। কোম্পানির প্রতি শেয়ারের
চলতি বাজার মূল্য ২১০ টাকা ও বাজার খরচ ১০ টাকা।
(ক) কাম্য ঋণনীতি কী? ১
(খ) মূলধন মিশ্রণ বলতে কী বোঝায়? ২
(গ) ৪র্থ বছর পর প্রত্যাশিত লভ্যাংশ কত টাকা হবে? নির্ণয়
কর। ৩
(ঘ) কোম্পানির সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় কর। ৪
খ-বিভাগ
৭. ইমন তার বন্ধুদের সঙ্গে জাদুঘর প্রদর্শনীতে গিয়েছিল।
জাদুঘরে তারা বিভিন্ন দেশের মুদ্রা সংরক্ষিত দেখতে পায়। ইমন তার বন্ধুদের জানাল
তার বাবা ব্যাংক থেকে বিভিন্ন ধরনের মুদ্রা নিয়ে আসে।
(ক) ব্যাংক কাকে বলে? ১
(খ) ‘দ্রব্যের
বিনিময়ে দ্রব্য’ কথাটি দ্বারা কী
বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর। ২
(গ) মুদ্রা কী কী কাজ সম্পাদন করে? ব্যাখ্যা কর। ৩
(ঘ) মুদ্রার সঙ্গে ব্যাংকের সম্পর্ক বিশ্লেষণ কর। ৪
৮. জনাব ইসতিয়াক ‘সবুজ’
ব্যাংকের এমডি। তার ব্যাংক আমানত গ্রহণ ও ঋণ প্রদান ছাড়াও সমাজ সেবামূলক কর্মকাণ্ড
পরিচালনা করছে। ব্যাংকটি নতুন হওয়ায় তিনি তার ব্যাংকের কর্মচারী ও কর্মকর্তাদের
গ্রাহকের আস্থা অর্জনের প্রতি বিশেষ নজর রাখতে পরামর্শ দিয়েছেন।
(ক) দক্ষ ব্যাংক ব্যবসায়ের পূর্ব শর্ত কী? ১
(খ) গ্রুপ ব্যাংকিং বলতে কী বোঝায়? ২
(গ) উদ্দীপকে জনাব ইসতিয়াকের পরামর্শ মোতাবেক ব্যাংকের কোন
নীতি বাস্তবায়ন দরকার? ব্যাখ্যা কর। ৩
(ঘ) ‘আস্থা
ও বিশ্বাস ব্যাংকিং ব্যবসায়ের উন্নয়নের নিয়ামক’ –উদ্দীপকের
আলোকে বিশ্লেষণ কর। ৪
৯. জনাব শাফায়েত সাহেবের সঙ্গে আফসান ব্যাংকের এমন সম্পর্ক
রয়েছে, যাতে তিনি অর্থ জমা, উত্তোলন এবং প্রয়োজনে ঋণও নিতে পারেন।
(ক) বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য কী? ১
(খ) ব্যাংকিং কার্যক্রমে আর্থিক সচ্ছলতার প্রয়োজন হয় কেন? ২
(গ) কার্যভিত্তিক শ্রেণি অনুযায়ী ‘আফসান ব্যাংক’ কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর। ৩
(ঘ) জনাব সাফায়েত ও আফসান ব্যাংকের মধ্যে কোন ধরনের সম্পর্ক
বিদ্যমান? বিশ্লেষণ কর। ৪
১০. জনাব আল মামুন একজন শিক্ষক। তিনি ভবিষ্যতের জন্য কিছু
কিছু টাকা জমাতে চান যা তিনি সহজে তুলতে পারবেন না। এ জন্য তিনি একটি ব্যাংকের
শরণাপন্ন হন।
(ক) স্কুল সঞ্চয়ী হিসাব কী? ১
(খ) ডেবিট ও ক্রেডিট কার্ড বলতে কী বোঝ? ২
(গ) জনাব আল মামুন ব্যাংকে কোন হিসাব খুলবেন? ব্যাখ্যা কর।
৩
(ঘ) জনাব আল মামুনের ভবিষ্যৎ জীবনের সঞ্চয়ের জন্য ব্যাংকের
ভূমিকা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর। ৪
১১. রূপকথা ব্যাংক লি. প্রতিষ্ঠার পর থেকেই বিপুল পরিমাণে
ঋণ প্রদান করে সবার দৃষ্টি কাড়ে। ঋণদান ও বিনিয়োগের পরিমাণ অত্যধিক হওয়ায়
ব্যাংকটির আমানতকারীদের জমাকৃত অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় ব্যাংকটি
তার আর্থিক সংকট নিরসনে ‘ক’ ব্যাংকের শরণাপন্ন হয় এবং দুইশত কোটি টাকা ঋণ গ্রহণ করে।
(ক) বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা প্রধান হিসেবে কে কাজ
করেন? ১
(খ) কোন ধরনের হিসাব খুলে বিমার সুবিধাও পাওয়া যায়?
ব্যাখ্যা কর। ২
(গ) কোন নীতি ভঙ্গ করে রূপকথা ব্যাংক আমানতকারীদের জমাকৃত
অর্থ পরিশোধ করতে পারছে না? বর্ণনা কর। ৩
(ঘ) রূপকথা ব্যাংকের আর্থিক সংকটে ‘ক’
ব্যাংক এর শরণাপন্ন হওয়ার যৌক্তিকতা মূল্যায়ন কর। ৪
No comments