এসএসসি পরীক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মডেল টেস্ট -২২
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনী মডেল টেস্ট
সাবেক শিক্ষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
১. এডিট মেনুর গুরুত্বপূর্ণ কমান্ড কোনটি?
(ক) Save (খ) Print (গ) Open (ঘ) Undo
২. কমান্ড কী এর নিচে কোনটি থাকে?
(ক) শিফট কী (খ) অ্যারো কী (গ) শিফট কী ও অল্টার (ঘ) ফাংশন
কী
৩. স্প্রেডশিট সেলে যে ধরনের ডাটা রাখা যায় তা হল-
(i) সংখ্যা (ii) বর্ণ (iii) সংকেত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
৪. হেক্সাডেসিম্যাল সংখ্যা 4C এর সমতুল্য বাইনারির মান কত
হবে?
(ক) ১১০০১০০ (খ) ১০০০১১০০ (গ) ১০০১১০০ (ঘ) ১০১১১১০০
৫. বাইনারি সংখ্যা ১০০১১০ এর অকটাল মান কত?
(ক) ১০১০০ (খ) ১১১১০ (গ) ১১১০০ (ঘ) ১০১১০
৬. রেজিস্টারে সংরক্ষিত বাইনারি সংখ্যাকে স্থানান্তর করে
ডানে বা বামে কত বিট স্থান পর্যন্ত সরানো যায়?
(ক) ১ (খ) ২ (গ) ৪ (ঘ) ৮
৭. VESA, EISA, ISA এগুলো কিসের নাম?
(ক) বাস (খ) যন্ত্র (গ) হার্ডওয়্যার (ঘ) সফটওয়্যার
৮. উইন্ডোজ কত সালে প্রথম প্রকাশিত হয়?
(ক) ১৯৮৫ সালে (খ) ১৯৭৫ সালে (গ) ১৯৮০ সালে (ঘ) ১৯৯০ সালে
৯. কম্পিউটারে লেখালেখির জন্য প্রথম কোন সফটওয়্যারটি চালু
হয়?
(ক) MS Word (খ) Word press (গ) Notepad (ঘ) Word Perfect
১০. এ্যাপলের সর্বশেষ পাওয়ার পিসি প্রসেসর কী নামে পরিচিত?
(ক) জি-৪ (খ) সেলেরন (গ) পেন্টিয়াম-৪ (ঘ) পেন্টিয়াম-৮
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :
Roll Name Date of Birth City
1 Rifa 01-08-86 Dhaka
2 Lifa 12-06-84 Sylhet
3 Lucky 06-06-83 Dhaka
১১. উক্ত ডাটাবেজের কয় ধরনের ডাটা আছে?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ১
১২. যাদের City Dhaka তালিকা তৈরি করতে Criteriaতে কোনটি
ব্যবহার করতে হবে-
(ক) = Dhaka (খ) >=Dhaka (গ)
নিচের ছকটি লক্ষ্য কর এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
A B C D E
1 Roll Name Bang Eng Math
2 1 Nida 80 86 80
3 2 Mita 85 88 96
4 3 Rita 75 80 85
১৩. মোট পরীক্ষার্থীর সংখ্যা বের করার ফর্মুলাটি কী হবে?
(ক) = Count (B2:B4) (খ) =Count (B1:B4)
(গ) =Count (B2:E2) (ঘ) =Count (B1:E1)
১৪. গণিত বিষয়ে 80র বেশি নম্বর পাওয়া শিক্ষার্থীদের খুঁজে
বের করার জন্য কোনটি করতে হবে?
(ক) =Countif(E2:E4>80)
(খ) =Countif(E2:E4<80)
(গ) =Countif(E1:E4<80)
(ঘ) =Countif(E2:E4, '>80')
১৫. একাধিক শব্দের প্রবাহকে কী বলা হয়?
(ক) বহুমাত্রিক (খ) ত্রিমাত্রিক (গ) স্টেরিও (ঘ) মনো
১৬. মুখে পাঠদান করলে ছাত্র-ছাত্রীদের কয়টি ইন্দ্রিয়কে কাজে
লাগানো যায়?
(ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি
১৭. IP ঠিকানায় কয়টি ডট চিহ্ন থাকে?
(ক) ১টি (খ) ২টি
(গ) ৩টি (ঘ) ৪টি
১৮. যে কোনো প্রতিষ্ঠানের জন্য কোনটি অধিক গুরুত্বপূর্ণ?
(ক) লোক নিয়োগ (খ) বেতন তৈরি (গ) জব কর্ণার (ঘ) ব্যবস্থাপনা
১৯. একটি স্কুলে কম্পিউটারের মাধ্যমে যা যা করা যেতে পারে
তা হল-
(i) ব্যবস্থাপনা ও তথ্য সংরক্ষণ
(ii) যোগাযোগ (iii) স্বাস্থ্যগত সমস্যার সমাধান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২০. ইন্টারনেট যে প্রটোকলের অধীন হাইপার-টেক্সট আদান-প্রদান
করা হয় তাকে কী বলে?
(ক) HTML (খ) HTMM (গ) http (ঘ) ISP
২১. মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে হলে মোবইল সেট যা সমর্থিত
হতে হবে তা হল-
(i) GPRS (ii) UDP (iii) CDMA
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২২. ইন্টারনেটভিত্তিক কোন ব্যবস্থায় সব ধরনের তথ্য
অন্তর্ভুক্ত থাকে-
(ক) GII (খ) TCP (গ) LAN (ঘ) WAN
২৩. ‘False’ কোন ধরনের ডাটার আকার?
(ক) Byte (খ) Integer (গ) Boolean (ঘ) Number
২৪. কোনটি উচ্চস্তরের ভাষা
(ক) MS Excel (খ) Word perfect (গ) Fortran (ঘ) PDE
২৫. কম্পিউটারকে কোন কাজের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া
হয়?
(ক) ডাটাবেজ-এর কাজে (খ) ছবি সম্পাদনার কাজে (গ) লেখালেখির
কাজে (ঘ) হিসাব নিকাশের কাজে
২৬. ২টি বাইট রেঞ্জের ডাটা টাইপ হল-
(i) Integer (ii) Boolean
(iii) Long integer
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৭. ডাটাবেজ রেকর্ডের অংশগুলোকে কী বলে?
(ক) ডাটা (খ) ফিল্ডস (গ) ফাইল (ঘ) কাঠামো
২৮. বর্তমানে যে প্রজন্মের ভাষার যুগ চলে তা হল-
(i) দ্বিতীয় (ii) তৃতীয় (iii) চতুর্থ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৯. প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত তথ্য সংরক্ষণের জন্য কোন
ধরনের ডাটা টাইপ ব্যবহার করা হয়?
(ক) মেমো (খ) নাম্বার
(গ) টেক্সট (ঘ) কারেন্সি
৩০. DOS অপারেটিং সিস্টেমে বহুল ব্যবহৃত স্প্রেডশিট
প্রোগ্রাম কোনটি?
(ক) MS Excel (খ) Lotus 1-2-3 (গ) Access (ঘ) MS Word
উত্তর : ১.ঘ ২.খ ৩.ঘ ৪.গ ৫.খ ৬.ক ৭.ক ৮.ক ৯.ঘ ১০.ক ১১.গ
১২.ক ১৩.ক ১৪.ক ১৫.গ ১৬.ক ১৭.গ ১৮.ঘ ১৯.ঘ ২০.গ ২১.খ ২২.ক ২৩.ক ২৪.গ ২৫.ক ২৬.ক ২৭.খ
২৮.গ ২৯.ক ৩০.খ।
No comments