এসএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্র মডেল টেস্ট -১৫

সাহসী জননী বাংলা
-কামাল চৌধুরী

১. কামাল চৌধুরী নিচের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর আবাস প্রথা নিয়ে গবেষণা করেছেন?
ক. সাঁওতাল খ. চাকমা
গ. গারো ঘ. মারমা
২. কবি কামাল চৌধুরীর সাহসী জননী বাংলা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ক. মিছিলের সমান বয়সী খ. ধূলি ও সাগর দৃশ্য
গ. এসেছি নিজের ভোরে ঘ. এই পথ এই কোলাহল
৩. কামাল চৌধুরী রচিত কিশোর কবিতা নিচের কোনটি?
ক. হে মাটি পৃথিবীপুত্র খ. পান্থশালার ঘোড়া
গ. টানাপড়েনের দিন ঘ. আপন মনের পাঠশালাতে
৪. সাহসী জননী বাংলা কবিতাটিতে মোট চরণ কয়টি?
ক. চৌদ্দটি খ. ষোলোটি গ. আঠারোটি ঘ. বিশটি
৫. চির কবিতার দেশ কোনটি?
ক. ভারত খ. বাংলাদেশ গ. পাকিস্তান ঘ. শ্রীলংকা
৬. বাঙালি ধরনের কোন জাতি?
ক. অনার্য খ. আর্য গ. মারাঠি ঘ. সংকর
৭. হিন্দুদের কোন ধর্মগ্রন্থ অনুসারে অসুর হল দেবতাদের শত্রু ?
ক. বেদ খ. গীতা
গ. রামায়ণ ঘ. পুরাণ
৮. কার্তুজ শব্দটি নিচের কোন শব্দ থেক এসেছে?
ক. কারটিক খ. কারটেজ গ. কারটুজ ঘ. কারটিজ
৯. তোদের অসুর নৃত্য- এখানে তোদের বলতে বোঝানো হয়েছে?
ক. পাকিস্তানিদের খ. রাজাকারদের
গ. মুক্তিযোদ্ধাদের ঘ. আর্যদের
১০. চির কবিতার দেশ- বাক্যটিতে প্রকাশ পেয়েছে?
ক. নির্ভীকতা খ. উদারতা গ. ঐতিহ্য ঘ. আত্মগ্লানি
১১. অ আ ক খ বর্ণমালাতে প্রকাশ পায়?
ক. গণ-অভ্যুত্থান খ. দেশ বিভাগ
গ. মুক্তিযুদ্ধ ঘ. ভাষা আন্দোলন
১২. বাঙালি জাতির স্বাধীনতার পেছনে মূল কারু হল-
ক. ভাষা খ. সংস্কৃতি গ. ঐতিহ্য ঘ. সম্পদ
১৩. ঘৃণার কার্তুজ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. জাতির সম্মিলিত চেতনাকে
খ. দামি গুলিকে
গ. পাকিস্তানিদের সামর্থ্যকে ঘ. মানুষের ভ্রাতৃত্ববোধকে
১৪. নীলকমল শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে-
ক. প্রতীকী খ. রূপক
গ. উপমা ঘ. ধৃষ্টতা
১৫. নীলকমলেরা জাগে- এখানে নীলকমল কারা?
ক. মুক্তিযোদ্ধারা খ. পাকিস্তানিরা
গ. রাজাকাররা ঘ. ভারতীয়রা
১৬. রাত শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি?
ক. দিবা খ. প্রভা
গ. চন্দ্রিকা ঘ. শর্বরী
১৭. ১৯৭১ সালে বাঙালি জাতি পাকিস্তানিদের পরাজিত করে স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনে- উদ্দীপকের বা বস্তুর সঙ্গে মিল রয়েছে কোন কবিতার?
ক. আমার দেশ খ. আমার সন্তান
গ. সাহসী জননী বাংলা ঘ. জীবন সঙ্গীত
১৮. ১৯৭১ সালে কোনটি যুদ্ধের অস্ত্র হিসেবে বিবেচিত হয়েছিল?
ক. উপন্যাস খ. গল্প গ. কবিতা ঘ. ছড়া
১৯. তোদের অসুর নৃত্য বলতে কবি যে বিষয়টি প্রকাশ করেছেন তা হল-
ক. পাকিস্তানিদের অত্যাচার খ. ভারতীয়দের অত্যাচার
গ. বাঙালিদের ঐক্য ঘ. বাঙালিদের চেতনা
২০. ১৯৭১ সালের যুদ্ধে কাদের মহত্ত্বের কথা ফুটে উঠেছে-
ক. পাকিস্তানিদের খ. বাঙালিদের
গ. মুক্তিযোদ্ধাদের ঘ. রাজাকারদের
২১. তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি নয় মাসে। চরুটিতে প্রকাশ পেয়েছে-
ক. ঘৃণা খ. প্রতিশোধ
গ. অবজ্ঞা ঘ. করুণা
২২. সাহসী জননী বাংলা কবিতায় ফুটে উঠেছে বাঙালি জাতির-
ক. ঐতিহ্য খ. বীরত্ব গ. ইতিহাস ঘ. সামর্থ্য
২৩. সাহসী জননী বাংলা কবিতায় কবি কিসের ওপর প্রাধান্য দিয়েছেন-
ক. স্বৈরতন্ত্র খ. ভাষা আন্দোলন গ. গণ-অভ্যুত্থান ঘ. মুক্তিযুদ্ধ
২৪. সাহসী জননী বাংলা কবিতায় পাকিস্তানিদের আখ্যায়িত করা হয়েছে-
i. অসুর ii. দৈত্য iii. দানব
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) iii ঘ) i, ii ও iii
২৫. মুক্তিযোদ্ধারা রাত জেগে থাকেন যে কারণে-
i. পাকিস্তানিদের ঠেকাতে ii. গ্রাম পাহারা দিতে iii. আঁতাত করতে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) ii ও iii ঘ) i ও iii
২৬. সাহসী জননী বাংলা কবিতায় যে নদীর নাম উল্লিখিত আছে তা হল-
i. পদ্মা ii. মেঘনা iii. বুড়িগঙ্গা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) i ও iii ঘ) ii ও iii
২৭. কেন এ দেশের মানুষ ১৯৭১ সালে ভিটেমাটি ছাড়া হয়েছিল?
i. পাকিস্তানিদের অত্যাচারে
ii. ভারতীয়দের ইচ্ছায়
iii. বিদেশি শক্তির চাপে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i ও iii
২৮. সাহসী জননী বাংলা কবিতায় ব্যবহৃত বর্ণমালা কোনটি-
i. ক, আ ii. খ, অ iii. ক, খ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i, ii ও iii
২৯. মুক্তিযোদ্ধারা যুদ্ধের সময় সারা রাত গ্রাম পাহারা দিয়েছে- এখানে মুক্তিযোদ্ধাদের জন্য নিচের যে শব্দটি গ্রহণযোগ্য-
i. নীলকমল ii. অসুর iii. অনার্য
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) ii ও iii
৩০. বাঙালি জাতির বৈশিষ্ট্য হিসেবে নিচের মোট সমর্থনযোগ্য-
i. সাহসী ii. বীর iii. সবল
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ১ক, ২খ, ৩ঘ, ৪গ, ৫খ, ৬ক, ৭ক, ৮ঘ, ৯ক, ১০গ, ১১ঘ, ১২গ, ১৩ক, ১৪ক, ১৫ক, ১৬ঘ, ১৭গ, ১৮গ, ১৯ক, ২০গ, ২১খ, ২২খ, ২৩ঘ, ২৪ক, ২৫ক, ২৬গ, ২৭ঘ, ২৮ঘ, ২৯ক, ৩০ক।

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.