এসএসসি পরীক্ষার্থীদের ফিন্যান্স ও ব্যাংকিং বহুনির্বাচনী মডেল টেস্ট -১৪
এইচ.
এম. মতিউর রহমান
সহকারী
শিক্ষক (ব্যবসায় শিক্ষা)
(ক)
যুক্তরাজ্য (খ) রাশিয়া (গ) জাপান (ঘ) যুক্তরাষ্ট্র
২.
কে বিনিময় বিল বাট্টাকরণের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে?
(ক)
বিক্রেতা (খ) ব্যাংক (গ) আমদানিকারক (ঘ) ক্রেতা
৩.
বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে কে বিশেষ সম্পর্ক সৃষ্টি করে?
(ক)
সরকার (খ) জনগণ
(গ)
নিকাশ ঘর (ঘ) কার্যবিবরণী
৪.
ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য ব্যবহৃত পদ্ধতিকে কী বলা হয়?
(ক)
সুদ প্রক্রিয়া (খ) বাট্টাকরণ পদ্ধতি
(গ)
য়োদি প্রক্রিয়া (ঘ) চক্রবৃদ্ধির পদ্ধতি
৫.
ঝুঁকিবহুল বিনিয়োগে কোনটি বেশি থাকে?
(ক)
আয় (খ) ব্যয় (গ) ক্ষতি (ঘ) উপরিব্যয়
৬.
গ্রাহকের অর্থ ও মূল্যবান সামগ্রী কোথায় নিরাপদে রাখা যায়?
(ক)
ব্যাংকে (খ) বীমা কোম্পানিতে (গ) বাড়িতে (ঘ) সমিতিতে
৭.
জামান একজন মুদি দোকানদার। দোকানের জন্য সে নতুন আসবাবপত্র, রেফ্রিজারেটর, ফ্যান
ইত্যাদি ক্রয় করে। জামানের ক্রয়কৃত সামগ্রীগুলোর জন্য অর্থ ব্যয় কোন ধরনের
সিদ্ধান্ত?
(ক)
আয় (খ) বিনিয়োগ (গ) অর্থায়ন (ঘ) পরিকল্পনামাফিক সিদ্ধান্ত
৮.
ইলেক্ট্রনিক ব্যাংকিং-এর পণ্য ও সেবার অন্তর্ভুক্ত হলো-
i.
এটিএম ii. ইন্টারনেট ব্যাংকিং
iii.
কল সেন্টার
নিচের
কোনটি সঠিক?
(ক)
i ও ii (খ) i ও iii
(গ)
ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের
উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব
সিহাব তার কোম্পানিতে স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য তহবিল সংগ্রহের উৎসগুলো
বিচার-বিশ্লেষণ করছেন। তিনি চান শেয়ারের বিকল্প কোনো উৎস হতে তহবিল সংগ্রহ করতে।
৯.
তহবিল সংগ্রহে জনাব সিহাবকে কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করতে হবে?
(ক)
স্বল্পমেয়াদি উৎস (খ) মধ্যমেয়াদি উৎস (গ) অভ্যন্তরীণ উৎস (ঘ) দীর্ঘমেয়াদি উৎস
১০.
বিশেষ বিশেষ খাতের উন্নয়নে রাষ্ট্রায়ত্ত খাতে গড়ে তোলা হয়-
i.
শিল্প ব্যাংক ii. গ্রামীণ ব্যাংক
iii.
কৃষি ব্যাংক
নিচের
কোনটি সঠিক?
(ক)
i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১১.
কোনটি বিনিয়োগ প্রকল্পের আয়-ব্যয় প্রাক্কলন শেষ করে নির্ধারণ করা হয়?
(ক)
নীট মুনাফা (খ) লিভারেজ (গ) বাট্টা হার (ঘ) মোট মুনাফা
১২.
ঋণ মূলধন সরবরাহকারীরা নির্দিষ্ট মেয়াদের জন্য কী পেয়ে থাকে?
(ক)
সুদ (খ) মুনাফা (খ) লভ্যাংশ (ঘ) আয়
১৩.
কোনটি বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য?
(ক)
জনকল্যাণ (খ) মূলধন গঠন (গ) ঋণ নিয়ন্ত্রণ (ঘ) সঞ্চয় সৃষ্টি
১৪.
বিনিয়োগের উৎস হিসেবে সাধারণ শেয়ারের কোনটি থাকা আবশ্যক?
(ক)
নিজস্ব স্বকীয়তা (খ) নির্দিষ্ট আওতা (গ) নির্দিষ্ট আয় (ঘ) নিজস্ব চুক্তি
১৫.
ব্যাংক যে সব ক্ষেত্রে বিশেষায়নের নীতি অনুসরণ করে সেগুলো হল-
i.
ঋণদান ii. নোট ইস্যু
iii.
বৈদেশিক বাণিজ্য
নিচের
কোনটি সঠিক?
(ক)
i ও ii (খ) i ও iii (গ) ii ও i ii (ঘ) i, ii ও iii
১৬.
সুদের হার ১০% হলে ৯ বছর পরে ১২,০০০ টাকার বর্তমান মূল্য কত?
(ক)
৫,১০০ টাকা (খ) ৫,০৮৯ টাকা (গ) ৬,০২১ টাকা (ঘ) ৪,২০০ টাকা
১৭.
প্রত্যয়পত্রে ব্যাংক কার পক্ষ হয়ে টাকা প্রদান করে?
(ক)
আমদানিকারক (খ) রফতানিকারক
(গ)
জাহাজ মালিক (ঘ) ঋণগ্রহীতার
১৮.
কোনটিকে ইক্যুইটি ও ঋণের মিশ্রণ বলা হয়?
(ক)
ঋণপত্র (খ) বন্ড (গ) সাধারণ শেয়ার (ঘ) অগ্রাধিকার শেয়ার
নিচের
উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।
শহিদ
সাহেব তার ব্যবসায়ের সুবিধার্থে ইন্টারনেট ব্যাংকিং-এ নিবন্ধিত হন। এ হিসাবের
মাধ্যমেই তিনি তার বৈদেশিক লেনদেন নিরাপদে সম্পন্ন করেন।
১৯.
শহিদ সাহেবের জন্য ইন্টারনেট ব্যাংকিং নিরাপদ কেন?
(ক)
স্বল্পমেয়াদি হওয়ায়
(খ)
ডেবিট কার্ড থাকায়
(গ)
ক্রেডিট কার্ড থাকায়
(ঘ)
পাসওয়ার্ড থাকায়
২০.
শহিদ সাহেব ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করেছেন-
i.
যে কোনো স্থান থেকে বিল পরিশোধের জন্য ii. সম্পত্তির দলিল নিরাপদে রাখার জন্য
iii.
যে কোনো সময় ব্যালেন্স ও হিসাব বিবরণী জানার জন্য
নিচের
কোনটি সঠিক?
(ক)
i ও ii (খ) i ও iii
(গ)
ii ও iii (ঘ) i, ii ও iii
২১.
প্রাইভেট ব্যাংকের পরিচালকের সর্বোচ্চ সংখ্যা কত?
(ক)
দুই জন (খ) সাত জন (গ) দশ জন (ঘ) তের জন
২২.
মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে কোনটি?
(ক)
বিনিময় বিল (খ) চেক (গ) হুন্ডি (ঘ) ব্যাংক ড্রাফট
২৩.
মূলধনী খরচ আছে-
i.
গৃহীত ঋণের ii. বন্ডের
iii.
বকেয়া মজুরীর
নিচের
কোনটি সঠিক?
(ক)
i ও ii (খ) i ও iii
(গ)
ii ও iii (ঘ) i, ii ও iii
২৪.
সোনালী ব্যাংকের যাত্রাবাড়ী শাখার ভল্ট থেকে টাকা উধাও। এর ফলে ব্যাংকের প্রতি
গ্রাহকের মনোভাব কী?
(ক)
আস্থাহীনতা (খ) অক্ষমতা
(গ)
প্রশাসনিক দুর্বলতা
(ঘ)
সম্পত্তি সংরক্ষণে অপারগতা
২৫.
কোন কার্ডে গ্রাহককে সুদসহ ঋণ পরিশোধ করতে হয়?
(ক)
ডেবিট কার্ড (খ) ক্রেডিট কার্ড (গ) এটিএম কার্ড (ঘ) ইন্টারনেট ব্যাংকিং
২৬.
ব্যাংক ও গ্রাহকের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান?
(ক)
ডেটর-ক্রেডিটর (খ) অংশীদারিত্ব
(গ)
মুনাফাভিত্তিক (ঘ) প্রতিনিধির
২৭.
মূলধন বাজেটিং-এ আয়-ব্যয় প্রাক্কলনের ক্ষেত্রে আয় বলতে কোনটিকে বোঝায়?
(ক)
সম্পত্তি ক্রয় (খ) বিক্রয় অর্থ
(গ)
বেতন (ঘ) কাঁচামাল
২৮.
কখন বিভিন্ন রকম পরিচালনা ব্যয়ের সৃষ্টি হয়?
(ক)
শিক্ষা ক্ষেত্রে (খ) বাড়ি তৈরিতে
(গ)
প্রতিষ্ঠান চালনার ক্ষেত্রে
(ঘ)
ঝুঁকি থাকলে
নিচের
উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
নাসির
পড়াশুনা করে ব্যাংকার হতে ইচ্ছুক। তবে সে দেশের প্রধান ব্যাংকটির ব্যাংকার হতে
চায়, যা অন্যান্য ব্যাংকের অভিভাবক এবং সার্বভৌমত্বের প্রতীক।
২৯.
সার্বভৌমত্বের প্রতীক ধরা হলে নাসিরের ব্যাংকটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উক্তি হবে-
i.
ব্যাংকটি স্বাধীনতা ভোগ করে
ii.
প্রত্যেকটি স্বাধীন দেশে এ ব্যাংক আছে
iii.
দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও স্থায়ীত্বের নির্দেশনা প্রদান করে
নিচের
কোনটি সঠিক?
(ক)
i ও ii (খ) i ও iii
(গ)
ii ও iii (ঘ) i, ii ও iii
৩০.
নাসির কোন ব্যাংকের ব্যাংকার হতে চায়?
(ক)
বাণিজ্যিক ব্যাংক (খ) কেন্দ্রীয় ব্যাংক (গ) বৃহত্তম ব্যাংক (ঘ) সরকারি ব্যাংক
উত্তর
: ১। ঘ ২। ক ৩। গ ৪। ঘ ৫। ক ৬। ক ৭। খ ৮। ঘ ৯। ঘ ১০। খ ১১। ক ১২। ক ১৩। ক ১৪। ক
১৫। ঘ ১৬। খ ১৭। ক ১৮। ঘ ১৯। ঘ ২০। খ ২১। ঘ ২২। খ ২৩। ক ২৪। ক ২৫। খ ২৬। ক ২৭। খ
২৮। গ ২৯। গ ৩০। খ।
No comments