এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান টিউটোরিয়াল -০২
মো.
আমিনুল ইসলাম
সিনিয়র
শিক্ষক, মিরপুর বাংলা উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
চতুর্দশ
অধ্যায়
২১.
অস্ত্রোপচার না করে শরীরের ভেতরে অঙ্গ- প্রত্যঙ্গ দেখার কৌশল কোনটি-
√ক.
অ্যান্ডোস্কোপি খ. সিটি স্ক্যান
গ.
এমআরআই ঘ. ইসিজি
২২.
ইলেকট্রোকার্ডিওগ্রাম-
i.
সহজ, ব্যথাহীন পরীক্ষা ii. হৃৎপিণ্ড পরীক্ষায় ব্যবহৃত হয় iii. ক্ষত নির্ণয় করে
নিচের
কোনটি সঠিক?
√ক.
i ও ii খ. i ও iii
গ.
ii ও iii ঘ. i, ii ও iii
২৩.
অ্যান্ডোস্কোপে কী ব্যবহার করা হয়?
ক.
টেলিস্কোপ খ. মাইক্রোস্কোপ
গ.
আতশী কাঁচ √ঘ.
অপটিক্যাল ফাইবার
২৪.
ক্যান্সার নিয়ন্ত্রণের কৌশল কোনটি?
ক.
ইসিজি √খ.
রেডিওথেরাপি
গ.
সিটি স্ক্যান ঘ. এমআরআই
২৫.
অ্যান্ডোস্কোপিতে হতে পারে-
i.
শ্বাসকষ্ট ii. জ্বর iii. এলার্জি
নিচের
কোনটি সঠিক?
√ক.
i ও ii খ. i ও iii
গ.
ii ও iii ঘ. i, ii ও iii
২৬.
চুলপড়া ও ডায়রিয়ার ঝুঁকি থাকে কোনটিতে?
ক.
ইসিজি খ. এমআরআই
√গ.
রেডিওথেরাপি ঘ. অ্যান্ডোস্কোপি
২৭.
আলোর কোন ধর্মের ওপর ভিত্তি করে অ্যান্ডোস্কোপি করা হয়?
ক.
প্রতিসরণ √খ.
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
গ.
প্রতিফলন ঘ. ব্যভিচার
২৮.
সাধারণত কেমোথেরাপিতে কতবার ওষুধ প্রয়োগ করা হয়?
ক.
২ বার খ. ৩ বার
গ.
৪ বার √ঘ.
৬ বার
২৯.
এনজিওগ্রাফির স্থায়িত্ব কতটুকু?
ক.
১০-২০ মিনিট খ. ১০-৩০ মিনিট
√গ.
৩০-৬০ মিনিট ঘ. ৪৫-৫০ মিনিট
৩০.
কোন পরীক্ষায় রক্তনালিকায় ডাই-প্রবেশ করানো হয়?
√ক.
এনজিওগ্রাফি খ. রেডিওথেরাপি
গ.
কেমোথেরাপি ঘ. এক্স-রে
৩১.
কোনটি ক্যান্সার চিকিৎসায় একটি বহুল ব্যবহৃত পদ্ধতি?
ক.
ইসিজি খ. রেডিওথেরাপি
√গ.
কেমোথেরাপি ঘ. এনজিওগ্রাফি
৩২.
ডাই-প্রবেশের ফলে-
i.
এলার্জি হতে পারে ii. রক্তনালি ক্ষতিগ্রস্ত হতে পারে iii. কিডনির ক্ষতি হতে পারে
নিচের
কোনটি সঠিক?
ক.
i ও ii খ. i ও iii
গ.
ii ও iii √ঘ.
i, ii ও iii
৩৩.
রেডিওথেরাপিতে-
i.
চামড়া ঝুলে যাওয়ার ঝুঁকি থাকে
ii.
পেটব্যথার ঝুঁকি থাকে
iii.
বদহজমের ঝুঁকি থাকে
নিচের
কোনটি সঠিক?
ক.
i ও ii √খ.
i ও iii
গ.
ii ও iii ঘ. i, ii ও iii
৩৪.
কোন পরীক্ষার মাধ্যমে এক্স-রের দ্বারা দেহের রক্তনালির ছবি তোলা হয়?
ক.
রেডিওথেরাপি খ. সিটি স্ক্যান
√গ.
এনজিওগ্রাফি ঘ. কেমোথেরাপি
৩৫.
কোনো কারণে রক্তনালিকা বন্ধ হলে কী সমস্যা হয়?
ক.
আমাশয় √খ.
হার্ট-অ্যাটাক
গ.
ডায়রিয়া ঘ. ক্যান্সার
No comments