এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান টিউটোরিয়াল -০২

মো. আমিনুল ইসলাম
সিনিয়র শিক্ষক, মিরপুর বাংলা উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
চতুর্দশ অধ্যায়
নবজীবনের সূচনা
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২১. অস্ত্রোপচার না করে শরীরের ভেতরে অঙ্গ- প্রত্যঙ্গ দেখার কৌশল কোনটি-
ক. অ্যান্ডোস্কোপি খ. সিটি স্ক্যান
গ. এমআরআই ঘ. ইসিজি
২২. ইলেকট্রোকার্ডিওগ্রাম-
i. সহজ, ব্যথাহীন পরীক্ষা ii. হৃৎপিণ্ড পরীক্ষায় ব্যবহৃত হয় iii. ক্ষত নির্ণয় করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. অ্যান্ডোস্কোপে কী ব্যবহার করা হয়?
ক. টেলিস্কোপ খ. মাইক্রোস্কোপ
গ. আতশী কাঁচ ঘ. অপটিক্যাল ফাইবার
২৪. ক্যান্সার নিয়ন্ত্রণের কৌশল কোনটি?
ক. ইসিজি খ. রেডিওথেরাপি
গ. সিটি স্ক্যান ঘ. এমআরআই
২৫. অ্যান্ডোস্কোপিতে হতে পারে-
i. শ্বাসকষ্ট ii. জ্বর iii. এলার্জি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. চুলপড়া ও ডায়রিয়ার ঝুঁকি থাকে কোনটিতে?
ক. ইসিজি খ. এমআরআই
গ. রেডিওথেরাপি ঘ. অ্যান্ডোস্কোপি
২৭. আলোর কোন ধর্মের ওপর ভিত্তি করে অ্যান্ডোস্কোপি করা হয়?
ক. প্রতিসরণ খ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
গ. প্রতিফলন ঘ. ব্যভিচার
২৮. সাধারণত কেমোথেরাপিতে কতবার ওষুধ প্রয়োগ করা হয়?
ক. ২ বার খ. ৩ বার
গ. ৪ বার ঘ. ৬ বার
২৯. এনজিওগ্রাফির স্থায়িত্ব কতটুকু?
ক. ১০-২০ মিনিট খ. ১০-৩০ মিনিট
গ. ৩০-৬০ মিনিট ঘ. ৪৫-৫০ মিনিট
৩০. কোন পরীক্ষায় রক্তনালিকায় ডাই-প্রবেশ করানো হয়?
ক. এনজিওগ্রাফি খ. রেডিওথেরাপি
গ. কেমোথেরাপি ঘ. এক্স-রে
৩১. কোনটি ক্যান্সার চিকিৎসায় একটি বহুল ব্যবহৃত পদ্ধতি?
ক. ইসিজি খ. রেডিওথেরাপি
গ. কেমোথেরাপি ঘ. এনজিওগ্রাফি
৩২. ডাই-প্রবেশের ফলে-
i. এলার্জি হতে পারে ii. রক্তনালি ক্ষতিগ্রস্ত হতে পারে iii. কিডনির ক্ষতি হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩. রেডিওথেরাপিতে-
i. চামড়া ঝুলে যাওয়ার ঝুঁকি থাকে
ii. পেটব্যথার ঝুঁকি থাকে
iii. বদহজমের ঝুঁকি থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪. কোন পরীক্ষার মাধ্যমে এক্স-রের দ্বারা দেহের রক্তনালির ছবি তোলা হয়?
ক. রেডিওথেরাপি খ. সিটি স্ক্যান
গ. এনজিওগ্রাফি ঘ. কেমোথেরাপি
৩৫. কোনো কারণে রক্তনালিকা বন্ধ হলে কী সমস্যা হয়?
ক. আমাশয় খ. হার্ট-অ্যাটাক
গ. ডায়রিয়া ঘ. ক্যান্সার

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.