এসএসসি বাংলা ২য় পত্র - বহুনির্বাচনি প্রশ্নোত্তর - ধাতু (১-৪০)

এসএসসি
- বাংলা ২য় পত্র | ধাতু : বহুনির্বাচনি প্রশ্ন (-৪০)

ধাতু

. ক্রিয়াপদের মূল অংশকে কী বলা হয়?

. যতি . ধাতু

. উক্তি . প্রকৃতি

.ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়কী কী?

. মৌলিক ধাতু সিদ্ধ ধাতু

. ক্রিয়ামূল ক্রিয়া বিভক্তি

. গম্ গঠ্ ধাতু

. স্বয়ংসিদ্ধ মৌলিক ধাতু

. বাংলা ভাষায় যে কয়টি ধাতুর সব কালের রূপ পাওয়া যায় না, তাদের কী বলে?

. ণিজন্ত ধাতু . অজ্ঞাতমূল ধাতু

. অসম্পূর্ণ ধাতু . প্রযোজক ধাতু

. ধাতু কত প্রকার?

. ছয় . পাঁচ

. চার . তিন

. মৌলিক ধাতু কাকে বলে?

. যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না

. যে ধাতু সংস্কৃত থেকে এসেছে

. যে ধাতু প্রত্যয়যোগে গঠিত হয়

. যে ধাতু বিদেশি ভাষা থেকে এসেছে

. যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, রূপ বা গঠনের দিক থেকে ন্যূনতম একক, সেগুলোকে বলা হয়

. মৌলিক ধাতু . যৌগিক ধাতু

. সাধিত ধাতু . সংযোগমূলক ধাতু

. মৌলিক ধাতুর অপর নাম কী?

. সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু

. ণিজন্তু ধাতু

. নামধাতু

. প্রযোজক ধাতু

. মৌলিক ধাতুগুলোকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?

. দুই শ্রেণিতে . চার শ্রেণিতে

. তিন শ্রেণিতে . পাঁচ শ্রেণিতে

. সাধিত ধাতু কয় প্রকার?

. দুই প্রকার . তিন প্রকার

. চার প্রকার . পাঁচ প্রকার

১০. বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয়, তাকে কী বলে?

. সাধিত ধাতু . বিদেশি ধাতু

. মৌলিক ধাতু . নাম ধাতু

সঠিক উত্তর

ধাতু: . . . . . . . . . ১০.

ধাতু

১১. প্রযোজক ধাতুর উদাহরণ কোনটি?

. বসিয়ে রেখো না

. কাজটি ভালো দেখায় না

. এখনো সাবধান হও

. মেয়েটি গান গাচ্ছে

১২. কোন ধাতুর আলাদা নামকরণের প্রয়োজন নেই?

. প্রযোজক ধাতুর . কর্মবাচ্যের ধাতুর

. নাম ধাতুর . সাধিত ধাতুর

১৩. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?

. ভাষা সংক্ষেপণ . শব্দের মিলন

. নতুন শব্দ গঠন . বাক্যে অলংকরণ

১৪. শব্দ বা ধাতুর যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে কী বলে?

. প্রত্যয় . সন্ধি

. কারক . সমাস

১৫. নতুন নতুন শব্দ গঠনের প্রক্রিয়া কোনটি?

. উক্ত . প্রাচ্য

. প্রত্যয় . লয়

১৬. যেসব ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়নি, সেগুলোকে কী বলা হয়?

. শব্দমূল . ক্রিয়ামূল

. বিভক্তি . প্রকৃতি

১৭. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়, তার নাম কী?

. কারক . বিভক্তি

. যতি . প্রকৃতি

১৮. কৃৎ প্রত্যয়ের প্রকৃতিকে কী বলে?

. ধাতু . ক্রিয়া প্রকৃতি

. নাম প্রকৃতি . প্রাতিপদিক

১৯. ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়?

. স্ত্রী প্রত্যয় . কৃৎ প্রত্যয়

. সংস্কৃত প্রত্যয় . তদ্ধিত প্রত্যয়

২০. ধাতু বা প্রকৃতি অন্ত্যধ্বনির আগের ধ্বনির নাম কী?

. উপধা . অনুধা

. ব্যবধা . শতধা

সঠিক উত্তর

ধাতু: ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০.

২১. কৃৎ প্রত্যয় সাধিত পদকে কী বলে?

. ক্রিয়াপদ . প্রকৃতি

. ক্রিয়া প্রকৃতি . কৃদন্ত পদ

২২. নয়ন-এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কী?

. নী + অনট . নে + অনট

. নী + অট . নে + অট

২৩. কোনটি নিপাতনে সিদ্ধ কৃদন্ত শব্দ?

. উক্তি . মুক্তি

. ভক্তি . শক্তি

২৪. দাতব্য-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?

. কর + নীয় . দাত + ব্য

. + তব্য . দা + তব্য

২৫. যেসব প্রত্যয় নাম শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদের বলে

. কৃৎ প্রত্যয় . তদ্ধিত প্রত্যয়

. অনুসর্গ . শব্দ বিভক্তি

২৬. তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সঙ্গে যুক্ত হয়?

. সান্ধ্য প্রকৃতি . ক্রিয়া প্রকৃতি

. নাম প্রকৃতি . নৈশ প্রকৃতি

২৭. প্রাতিপদিক-এর আরেক নাম কী?

. কৃৎ প্রত্যয় . ধাতু

. বাংলা প্রকৃতি . নাম প্রকৃতি

২৮. শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়, তাকে কী বলে?

. তদ্ধিত প্রত্যয় . অন্ত প্রত্যয়

. কৃৎ প্রত্যয় . আন প্রত্যয়

২৯. তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দটির নাম কী?

. প্রত্যয়ান্ত শব্দ . কৃদন্ত শব্দ

. তদ্ধিতান্ত শব্দ . সাধিত শব্দ

৩০. বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় কয় প্রকার?

. দুই . চার

. তিন . পাঁচ

সঠিক উত্তর

ধাতু: ২১. ২২. ২৩. ২৪. ২৫. ২৬. ২৭. ২৮. ২৯. ৩০.

ধাতু

৩১. তদ্ধিত প্রত্যয় কত প্রকার?

. দুই প্রকার . তিন প্রকার

. চার প্রকার . পাঁচ প্রকার

৩২. ডিঙি শব্দে প্রত্যয় যুক্ত হলে কী অর্থে ব্যবহৃত হয়?

. বৃহদার্থে . ক্ষুুদ্রার্থে

. সমার্থে . ভিন্নার্থে

৩৩. উমেদারী কোন অর্থে তদ্ধিত প্রত্যয়?

. মালিক অর্থে . জাত অর্থে

. ব্যবসায় অর্থে . ভাব অর্থে

৩৪. অর্থহীনভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?

. মিঠাই . লোনা

. লেজুড় . সাপুড়ে

৩৫. মানব শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?

. মানু + ষ্ণ . মনু + ষ্ণ

. মনু + ষ্ণ্য . মনু + বতুপ

৩৬. সৌভাগ্য শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

. সুভগ + ষ্ণ্য . সুভগ + ষ্ণ

. সৌভগ + ষ্ণ্য . সৌভগ + ষ্ণ

৩৭. সার্বভৌম-এর প্রকৃতি প্রত্যয় কোনটি?

. সর্বভূমি + ষ্ণ . সর্ব + ভৌম

. সার্বভূমি + ষ্ণ . সার্বভূমি + ষ্ণিক

৩৮. কাব্যিক শব্দটির প্রকৃতি-প্রত্যয় কোনটি?

. কবি + . কাব্য + ষ্ণিক

. কবি + ইক . কাব্য + ইক

৩৯. নীলিমা শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?

. নীল + ইমা . নীল + ইমন

. নীল + ঈশন . নীল + মা

৪০. মহিমা শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

. মহি + মা . মহা + ইমা

. মহা + ইমন . মহৎ + ইমন

সঠিক উত্তর

ধাতু: ৩১. ৩২. ৩৩. ৩৪. ৩৫. ৩৬. ৩৭. ৩৮. ৩৯. ৪০.

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.