এসএসসি বাংলা ২য় পত্র - বহুনির্বাচনি প্রশ্নোত্তর - উপসর্গ (১-২০)

এসএসসি
- বাংলা ২য় পত্র | উপসর্গ : বহুনির্বাচনি প্রশ্ন (১-২০)

উপসর্গ

. যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে বলে

. সন্ধি . বিভক্তি

. প্রত্যয় . উপসর্গ

. উপসর্গের প্রভাবে শব্দের কত প্রকার পরিবর্তন হয়?

. প্রকার . প্রকার

. প্রকার . প্রকার

. শব্দের আগে বসে কোনটি?

. অনুসর্গ . উপসর্গ

. প্রত্যয় . বিভক্তি

. উপসর্গের কাজ কী?

. বর্ণ সংস্করণ

. যতি সংস্থাপন

. নতুন অর্থবোধক শব্দ গঠন

. ভাবের পার্থক্য নিরূপণ

. কোনটি শব্দের আদিতে বসে শব্দের অর্থের পরিবর্তন সাধন করে?

. অনুসর্গ . কর্মপ্রবচনীয়

. উপসর্গ . প্রত্যয়

. উপসর্গ কী?

. ভাষায় ব্যবহৃত সর্বনাম

. ভাষায় ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দাংশ

. ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ

. ভাষায় ব্যবহৃত অব্যয়

. কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে?

. শব্দ বিভক্তি . ক্রিয়া বিভক্তি

. উপসর্গ . অনুসর্গ

. নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে’—কোনটির?

. অনুসর্গের . বিভক্তির

. উপসর্গের . পদাশ্রিত অব্যয়ের

. উপসর্গ কত প্রকার?

. দুই প্রকার . তিন প্রকার

. চার প্রকার . পাঁচ প্রকার

১০. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

. ২০টি . ২১টি

. ২২টি . ২৫টি

সঠিক উত্তর

উপসর্গ: . . . . . . . . . ১০.


উপসর্গ

১১. বাংলা উপসর্গ সাধারণ যুক্ত হয়

. বাংলা ধাতুর আগে . ক্রিয়ামূলের আগে

. সংস্কৃত শব্দের আগে . বাংলা শব্দের আগে

১২. কয়টি উপসর্গ বাংলা তত্সম উভয়েই পাওয়া যায়?

. তিনটি . চারটি

. পাঁচটি . ছয়টি

১৩. সু, , বি, নি চারটি উপসর্গ কোন প্রকারের?

. বাংলা . তত্সম

. বাংলা বিদেশি . বাংলা তত্সম

১৪. বিজ্ঞান শব্দে বি উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

. বিশেষ . অভাব

. গতি . সাধারণ

১৫. নির্জলা শব্দটি কী সাধিত শব্দ?

. উপসর্গ . সমাস

. সন্ধি . প্রত্যয়

১৬. অপকর্ম শব্দে অপ উপসর্গটি কী অর্থ প্রকাশ করে?

. উত্কৃষ্ট . আকৃষ্ট

. নিকৃষ্ট . বিশিষ্ট

১৭. গমন অর্থে উপসর্গের ব্যবহার কোনটি?

. অভিযান . অভিভূত

. অভিব্যক্তি . অভিবাদন

১৮. নিম কোন ভাষার উপসর্গ?

. আরবি . হিন্দি

. ফারসি . উর্দু

১৯. গরমিল শব্দের গর উপসর্গ কোন অর্থ প্রকাশ করেছে?

. বিশেষ . মন্দ

. না . অভাব

২০. লাপাত্তাশব্দের লা উপসর্গটি কোন ভাষার?

. ফারসি . উর্দু

. আরবি . হিন্দি

সঠিক উত্তর

উপসর্গ: ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০.

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.