এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান মডেল টেস্ট-২৬
বিজ্ঞান বহুনির্বাচনী মডেল টেস্ট
মো. আমিনুল ইসলাম,সিনিয়র শিক্ষক, মিরপুর বাংলা উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
১. কোন খাদ্য থেকে বেশি শক্তি উৎপন্ন হয়?
ক. ডিম খ. দুধ
গ. শোল ঘ. খাসি
২. কলায় কোনটি পাওয়া যায়?
ক. গ্লুকোজ খ. ফ্রুকটোজ
গ. সুক্লোজ ঘ. সেলুলোজ
৩. রাফেজের প্রধান উৎস হচ্ছে-
i. শাকসবজি ii. আলু iii. ডাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. বরফের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস?
ক. ১০০° সে. খ. ৯৯.৯৮° সে.
গ. ৪° সে. ঘ. ০° সে.
৫. বাসাবাড়িতে সাধারণত কোন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয়?
ক. পাতন খ. স্ফুটন
গ. ক্লোরিনেশন ঘ. পরিস্রবন
৬. বৈশ্বিক উষ্ণতা ও লবণাক্ততা বৃদ্ধি পেলে-
i. পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে যাবে
ii. জলজ প্রাণীসমূহ মরে যাবে
iii. জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. কোন নদীর পানির গতিপথ পরিবর্তনের কারণে বাংলাদেশের
উত্তরাঞ্চলের অনেক নদী পানিশূন্য হয়ে পড়েছে?
ক. গঙ্গা খ. বরাক
গ. বুড়িগঙ্গা ঘ. নীলনদ
৮. লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
ক. হৃৎপিণ্ডে খ. প্লীহাতে
গ. রক্তরসে ঘ. ফুসফুসে
৯. কোন রক্তনালি দূষিত রক্ত বহন করে?
ক. ফুসফুসীয় ধমনি খ. মহা ধমনি
গ. ফুসফুসীয় শিরা ঘ. শিরা
১০. রক্ত রসে থাকে-
i. অক্সিজেন ii. ক্লোরিন
iii. কার্বন ডাই-অক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক. i, ii ও iii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i ও iii
১১. WBC বা শ্বেত রক্ত কণিকার আয়ুষ্কাল কত দিন?
ক. ১২০ দিন খ. ১-১৫ দিন
গ. ৫-১০ দিন ঘ. ৬০-৯০ দিন
১২. ফাইব্রিন কী?
ক. দ্রবণীয় প্রোটিন খ. আয়ন
গ. অদ্রবণীয় প্রোটিন ঘ. কোলেস্টেরল
১৩. কোনটি জীবন্ত জীবাশ্ম?
ক. বাঁদুর খ. জিরাফ
গ. চামচিকা ঘ. প্লাটিপাস
১৪. কত বছর পর্যন্ত শৈশবকাল বলা হয়?
ক. ৪ বছর খ. ৫ বছর
গ. ৬ বছর ঘ. ৭ বছর
১৫. কোন পানিতে সর্বপ্রথম জীবের উৎপত্তি হয়েছিল?
ক. ঝরনার খ. নদীর
গ. পুকুরের ঘ. সমুদ্রের
১৬. বয়ঃসন্ধিকালে কোন পরিবর্তন অদৃশ্য থাকে?
ক. মানসিক খ. অভ্যাসগত
গ. আচরণ গত ঘ. দৈহিক
১৭. একজন স্বাভাবিক বয়স্ক লোকের দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
ক. ১৫ সেমি. খ. ২০ সেমি.
গ. ২৫ সেমি. ঘ. ৩০ সেমি.
১৮. একজন শিশুর স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম
দূরত্ব কত?
ক. ৩০ সেমি. খ. ২৫ সেমি.
গ. ১০ সেমি. ঘ. ৫ সেমি.
১৯. কোনটি মনোমার?
ক. ফেনল খ. পলিথিন
গ. পিভিসি ঘ. মেলামাইন রেজিন
২০. পলিথিন কোন ধরনের পলিমার?
ক. প্রাকৃতিক খ. কৃত্রিম
গ. থার্মোপ্লাস্টিক ঘ. সেলুলোজিক
২১. সুতা মিহি করা হয় যে পদ্ধতিতে-
i. কম্বিং ii. হেলকিং iii. ব্লেল্ডিং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. NaOH3Hcl এর বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
ক. ক্ষার খ. এসিড
গ. ক্ষার ঘ. লবণ
২৩. ভিনেগারের সংকেত কোনটি?
ক. C6H6O7 খ. CH3COOH
গ. NaHCO3 ঘ. HOO-COOH
২৪. লাল লিটমাস কাগজ ক্ষারের মধ্যে ডুবালে কোন রং ধারণ
করবে?
ক. হলুদ খ. গোলাপি
গ. নীল ঘ. বেগুনি
*** ফরহাদ উদ্দিনের জমিতে কখনই আলুর ভালো ফলন আসে না, কারণ
উৎঘাটন করার জন্য জমির PH মেপে দেখা গেল যে তার জমির PH এর মান ২।
২৫. ফরহাদ উদ্দিনের জমিটি কোন ধরনের ছিল?
ক. অম্লীয় খ. ক্ষারীয়
গ. নিরপেক্ষ ঘ. সাব সয়েল
২৬. ফরহাদ উদ্দিনের যে ফসলটির ভালো ফলন পাচ্ছিল না তার ভালো
ফলন পাওয়ার জন্য চঐ কত হওয়া দরকার?
ক. ৬-৭ খ. ৫-৬
গ. ৮-৯ ঘ. ৯-১১
২৭. সুনামি-
ক. নদীর ঢেউ খ. সাগরের ঢেউ
গ. বন্দরের ঢেউ ঘ. পুকুরের ঢেউ
২৮. মানুষের কোন রোগটি এসিড বৃষ্টির কারণে হতে পারে?
ক. ম্যাগনিনজাইটিস খ. জণ্ডিস
গ. অ্যাজমা ঘ. ডায়াবেটিস
২৯. বলের একক কী?
ক. গ্রাম খ. মি./সে.
গ. মি./সে২ ঘ. নিউটন
৩০. কত সালে উঘঅ আলুর গঠন আবিষ্কার হয়?
ক. ১৯০৮ সালে খ. ১৯৫৩ সালে
গ. ১৯৬২ সালে ঘ. ১৯৭৩ সালে
উত্তর : ১.ক ২.খ ৩.গ ৪.ঘ ৫.খ ৬.ঘ ৭.ক ৮.খ ৯.ঘ ১০.গ ১১.খ ১২.গ
১৩.ঘ ১৪.খ ১৫.ঘ ১৬.গ ১৭.গ ১৮.ঘ ১৯.ক ২০.খ ২১.ক ২২.ঘ ২৩.খ ২৪.গ ২৫.ক ২৬.খ ২৭.গ ২৮.গ
২৯.ঘ ৩০.খ।
No comments