এসএসসি পরীক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা মডেল টেস্ট -১৯

ইসলাম ও নৈতিক শিক্ষা সৃজনশীল মডেল টেস্ট
সিনিয়র শিক্ষক, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
অধ্যায় : (৪র্থ-৫ম)
সময়-২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান-৭০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে।]
১। শিহাব তার বন্ধু আদনানকে বলল যে, বর্তমানে নারীরা পুরুষের মতো চাকরি করে, ব্যবসা করে, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করে, আমি একে পছন্দ করি না। তার বন্ধু নেছার বলল, ইসলাম নারীদের পর্দা রক্ষা করে এসব সামাজিক কাজ করার অনুমতি দিয়েছে। ইসলামই নারীদের ন্যায্য অধিকার ও পূর্ণ মর্যাদা দিয়েছে। নারীর মর্যাদা সম্পর্কে মহানবী (সা.) বলেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত।
ক. শালীনতা শব্দের অর্থ কী? ১
খ. ভ্রাতৃত্বেবোধ বলতে কী বোঝায়? ২
গ. শিহাবের মনোভাবটি কীরূপ? ব্যাখ্যা কর। ৩
ঘ. আদনানের বক্তব্যটি সঠিক? উত্তরের পক্ষে যুক্তি দাও। ৪
২। আকিবুল সাহেব সরকারি চাকরি করেন। তিনি তার অফিসের জনসাধারণের কাজ করে দিয়ে অতিরিক্ত অর্থ নিয়ে খুব আয়েশী জীবনযাপন করেন। তার একমাত্র ছেলে নাফিজ এমএ পাস করে বেকার জীবনযাপন করেছেন। তার বাবা তাকে চাকরি খোঁজা বা কোনো কর্মে নিযুক্ত হওয়ার কথা বললে তিনি বলেন, কাজ করতে আমার ভালো লাগে না।
ক. পরিচ্ছন্নতার আরবি প্রতিশব্দ কী? ১
খ. সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কী বোঝায়? ২
গ. নাফিসের কাজটি পাঠ্যপুস্তকের আলোকে কোন স্বভাবের পরিচয় বহন করে? ব্যাখ্যা কর। ৩
ঘ. আকিবুল সাহেবের কাজের পরিণতি কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ কর। ৪
৩। আবিদ ও আনিছ একই বাজারে পাশাপাশি দোকানে ব্যবসা করেন। সততা, ধৈর্য ও সুন্দর আচরণের জন্য আবিদের দোকানে ক্রেতার ভিড় লেগেই থাকে। অপর দিকে আনিছের দোকানে কদাচিৎ ক্রেতা চোখে পড়ে। অল্প দিনের মধ্যেই আনিছের চেয়ে আবিদের দোকানের কলেবর বৃদ্ধি করতে হয়। এক অন্ধকার রাতে আনিছ তার লোকদ্বারা আবিদের দোকানে আগুন দেয়ার চেষ্টা করে তবে সফল হতে পারেনি।
ক. ইসলামী শরিয়তে গিবত করা কী? ১
খ. প্রতারণা মানবতাবিরোধী অপরাধ কীভাবে? ২
গ. আনিছের মানসিকতায় কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. আবিদের ব্যবসায় তাকওয়ার প্রতিফলন ঘটেছে- কোরআন ও হাদিসের আলোকে প্রমাণ কর। ৪
৪। তোহার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার বাল্যকালের বন্ধু মজিদ সাহেব তাকে দেখতে যান। অতীতের অনেক ক্ষতির কথা বলতে গিয়ে তোহার বাবা বলেন, মহানবী (সা.)-এর মক্কার প্রতি ভালোবাসার ইতিহাস জানতে পেরে উদ্বুদ্ধ হয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। দেশ স্বাধীন করেছি। তখন মজিদ সাহেব বলল, দেশপ্রেম ইমানের অঙ্গ।
ক. আত্মশুদ্ধির আরবি পরিভাষা কী? ১
খ. সুদ বলতে কী বোঝায়? ২
গ. তোহার বাবা আখলাকে হামিদার কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা কর। ৩
ঘ. মজিদ সাহেবের উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর। ৪
৫। মৃত স্বামীর ব্যাংক অ্যাকাউন্টে ৫০ কোটি টাকা জমা রয়েছে।
এ টাকা তুলতে হলে ট্যাক্স এবং উকিলের ফির জন্য কোটি টাকার প্রয়োজন। যে টাকা ধার দেবে, তাকে দ্বিগুণ টাকা ফেরত দেয়া হবে। এমন কথা বলে এবং ব্যাংকের কাগজপত্র দেখিয়ে আছিয়া বেগম বিভিন্নজনের কাছে থেকে কমপক্ষে এক কোটি টাকা ধার নিয়ে আর ফেরত দেননি।
ক. ফিত্না শব্দের অর্থ কী? ১
খ. হিংসা বলতে কী বোঝায়? ২
গ. আছিয়া বেগমের কাজটি কীরূপ? ব্যাখ্যা কর। ৩
ঘ. আছিয়া বেগম কর্তৃক সংঘটিত কাজটির ফলাফল মূল্যায়ন কর। ৪
৬। ইসলামের চতুর্থ খলিফা সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। নিজের জীবনকে বাজি রেখে তিনি প্রত্যকটি যুদ্ধে বীরত্ব প্রদর্শন করেন। তাকে মহানবী (সা.) যুলফিকার নামক তরবারি উপহার দিয়েছিলেন।
ক. হজরত উমর (রা.) ইসলামের কততম খলিফা ছিলেন? ১
খ. হজরত উসমান (রা.)কে জামিউল কোরআন বলা হয় কেন? ২
গ. উদ্দীপকে উল্লিখিত কোন খলিফার কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত খলিফার সহজ-সরল ও অনাড়ম্বন জীবন আমাদের আমলের ওপর কীভাবে প্রভাব বিস্তার করে? বিশ্লেষণ কর। ৪
৭। সামাজিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নাহিদ চৌধুরী লোকমান সাহেবেক মারাত্মক শারীরিক ও মানসিক নির্যাতন করেন। কিছুদিন পর লোকমান সাহেব প্রতিশোধ নেয়ার সুবর্ণ সুযোগ পেয়েও এ থেকে বিরত থাকেন। এ ধরনের উদারতা দেখে নাহিদ চৌধুরীর মধ্যে যে পরিবর্তন আসে। তিনি প্রতিজ্ঞা করেন যে, কোনো মানুষের সঙ্গে আর অন্যায় আচরণ করবেন না। গোত্র-বর্ণ ভেদাভেদ ভুলে গিয়ে সবার সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবেন। সব কাজকর্মে কোরআন ও হাদিসের অনুকরণ করে চলবেন।
ক. মদিনার সনদের ধারা কয়টি? ১
খ. মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুকরণীয় কেন? ২
গ. লোকমান সাহেবের আচরণে মহাবী (সা.)-এর কোন গুরুত্বপূর্ণ ঘটনার আদর্শ ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. নাহিদ সোহেবের পরিবর্তন বিদায় হজের ভাষণের আলোক পর্যালোচনা কর। ৪
৮। মনিহার গ্রামের দুপাড়ার লোকদের মধ্যে একবার ধান
কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ হয় এবং এতে অনেক লোক আহত হয়। উক্ত পরিস্থিতিতে স্থানীয় ইমাম সাহেব উভয় পাড়ার বিশিষ্ট ব্যক্তিদের একত্রিত করে মহানবী (সা.)-এর হিলফুল ফুযুল সংগঠনের ভূমিকা আলোচনা করেন। অতঃপর সবার সম্মতিতে উভয় পাড়ায় সমান সংখ্যক সদস্য নিয়ে নবারুন যুব সংঘ সংগঠন প্রতিষ্ঠা করেন এবং এ সংগঠনের সদস্যবৃন্দের সক্রিয় ভূমিকায় বিরাজমান বিবাদ মিটিয়ে উভয় পাড়ার মাঝে শান্তি-সম্প্রীতি স্থাপনে সক্ষম হন।
ক. আল-আমিন অর্থ কী? ১
খ. আইয়্যামে জাহেলিয়া বলতে কী বোঝায়? ২
গ. নবারুণ যুব সংগঠন প্রতিষ্ঠায় হিলফুল ফুযুলের কী প্রভাব ছিল? ব্যাখ্যা কর। ৩
ঘ. তুমি কী মনে কর নবারুণ যুব সংঘ প্রতিষ্ঠার দ্বারা হিলফুল ফুযুলের সব উদ্দেশ্য অর্জিত হয়েছে? মূল্যায়ন কর। ৪
৯। ইসতিয়াক এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর তার বাবাকে বলল, আমি বিশ্ববিখ্যাত মুসলিম চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে যিনি শল্যচিকিৎসায় দিশারী হিসেবে আজও আমাদের মাঝে স্মরণীয় হয়ে আছেন তার অনুকরণে একজন চিকিৎসাবিদ হতে চাই, তাই আমি কলেজে ভর্তি হচ্ছে ইচ্ছুক।
ক. কাকে ইমামে আজম বলা হয়? ১
খ. ইসলাম জ্ঞান-বিজ্ঞান ও মানব কল্যাণের ধর্ম- কথাটি বুঝিয়ে লিখ। ২
গ. ইসতিয়াক কাকে অনুসরণ করে চিকিৎসা বিজ্ঞানী হতে চায়? তার অবদান উল্লেখ কর। ৩
ঘ. ইসতিয়াকের মেডিকেলে ভর্তির উদ্দেশ্যটি সত্যিই প্রশংসনীয়- ইসলামের দৃষ্টিতে আলোচনা কর। ৪
১০। জনাব জাহাঙ্গীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে
খুবই সুপরিচিত। তিনি সুশাসন প্রতিষ্ঠার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। নিজের ছেলে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি ছেলেকে পুলিশের কাছে অর্পণ করলেন। এ কথা শুনে অধ্যক্ষ হামিদুর রহামন বলেন, চেয়ারম্যান জাহাঙ্গীর সৎ নেতৃত্বের একটি উদাহরণ প্রতিষ্ঠা করেছেন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য সব জনপ্রতিনিধিদের এ থেকে শিক্ষা নেয়া উচিত।
ক. ইসলামের প্রথম খলিফার নাম কী? ১
খ. হজরত উসমান (রা.)কে যুননুরাইন বলা হয় কেন? ২
গ. চেয়ারম্যান জাহাঙ্গীরের সঙ্গে কোন খলিফার চারিত্রিক মিল রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. অধ্যক্ষ হামিদুর রহমানের মন্তব্যটি মূল্যায়ন কর। ৪
১১। আনিছ সাহেব উদার ও উন্নত চরিত্রের একজন মানুষ। তিনি
ক্ষুধার্তকে যেমন অন্নদান করেন, বস্ত্রহীনকে বস্ত্রদান করেন তেমনি অসহায়কে আশ্রয় দান করেন এবং রোগীর সেবা করেন। অন্যদিকে তার বন্ধু ফজলুল হক সাহেব নারীদের যেমন শ্রদ্ধা করেন তেমনি তাদের প্রতি সদয় আচরণ করেন।
ক. কায্যাব শব্দের অর্থ কী? ১
খ. ওয়াদা পালন বলতে কী বোঝায়?
গ. আনিছ সাহেবেরে এরূপ কার্যাবলি আখলাকে হামিদার কোন গুণের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর। ৩
ঘ. ফজলুল হক সাহেবেরে চরিত্র মহানবী (সা.)-এর চারিত্রিক গুণাবলি অনুসরণের প্রতিফলন। বিশ্লেষণ কর। ৪

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.