এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান মডেল টেস্ট -১৮
বিজ্ঞান
বহুনির্বাচনী মডেল টেস্ট
মো.
আমিনুল ইসলাম,সিনিয়র
শিক্ষক, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
১.
রাফেজের প্রধান উপাদান কোনগুলো?
ক.
চাল, আটা, চিনি খ. ডাল, আলু, শাকসবজি
গ.
আম, জাম, মিষ্টিকুমড়া ঘ. মাখন, মাছের তেল, কলিজা
২.
একজন ব্যক্তির ওজন ৬৫ কেজি এবং উচ্চতা ১.৭৫ মিটার। ওই ব্যক্তির ইগও কত?
ক.
২১.২২ প্রায় খ. ২০.২৪ প্রায়
গ.
২৪.৭ প্রায় ঘ. ২৭.৪ প্রায়
৩.
ভিটামিন সি-এর অভাবে-
i.
ঠোঁটে ফাটল দেখা দেয় ii. ত্বকে ঘা হয়, ক্ষত শুকাতে দেরি হয়
iii.
রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে সহজে ঠাণ্ডা লাগে
নিচের
কোনটি সঠিক?
ক.
i ও ii খ. i ও iii
গ.
ii ও iii ঘ. i, ii ও iii
৪.
ওষুধ তৈরির জন্য কোন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয়?
ক.
পরিস্রাবন খ. ক্লোরিনেশন
গ.
স্ফুটন ঘ. পাতন
৫.
ভূ-পৃষ্ঠের মোট পানির শতকরা কত ভাগ মিঠা পানি?
ক.
১% খ. ২% গ. ৩% ঘ. ৪%
৬.
মানবদেহে শতকরা কতভাগ পানি থাকে?
ক.
৫০-৬০ ভাগ খ. ৬০-৮০ ভাগ
গ.
৬৫-৭৫ ভাগ ঘ. ৬০-৯০ ভাগ
৭.
রক্তশূন্যতা হয় যখন-
ক.
RBC বৃদ্ধি পায় খ. WBC বৃদ্ধি পায়
গ.
RBC বৃদ্ধি পায় ঘ. অনুচক্রিকা বৃদ্ধি পায়
৮.
হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কী লক্ষণ প্রকাশ পায়?
i.
চোখ ফ্যাকাশে, হাত পা ফোলা
ii.
দুর্বলতা, মাথাঘোরা
iii.
অস্থি ক্ষয়, দন্ত ক্ষয়
নিচের
কোনটি সঠিক?
ক.
i ও ii খ. i ও iii
গ.
ii ও iii ঘ. i, ii ও iii
৯.
একজন প্রাপ্তবয়স্ক পুরুষের রক্তে লৌহের প্রয়োজন-
ক.
9gm খ. 19gm
গ.
29gm ঘ. 3gm
১০.
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি?
ক.
এনজাইম খ. হরমোন
গ.
লসিকা ঘ. বিলিরুবিন
১১.
গর্ভধারণের লক্ষণ-
i.
বমি হওয়া ii. ঘুম হওয়া iii. মাথা ঘোরা
নিচের
কোনটি সঠিক?
ক.
i ও ii খ. i ও iii
গ.
ii ও iii ঘ. i, ii ও iii
১২.
ড. প্যাট্রিক স্টেপটো ও ড. রবার্ট এডওয়ার্ড কোন দেশের অধিবাসী?
ক.
আমেরিকা খ. অস্ট্রিয়া
গ.
জার্মানি ঘ. ইংল্যান্ড
১৩.
আবছা আলোয় সংবেদনশীল হয় কোনটি?
ক.
রড খ. কোন
গ.
রেটিনা ঘ. চোখের লেন্স
১৪.
চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়?
ক.
চোখের লেন্সে খ. কোনো কোষে
গ.
রড কোষে ঘ. রেটিনায়
১৫.
সেলুলোজিক তন্তু কোনটি?
ক.
রেযন খ. ডেক্রন
গ.
নাইলন ঘ. পলিয়েস্টার
১৬.
কোনটি থার্মোমেটিং প্লাস্টিক?
ক.
পলিথিন খ. পিভিসি
গ.
মেলামাইন ঘ. পলিস্টার
১৭.
থার্মোমেটিং প্লাস্টিক-
i.
তাপ দিলে গলে যায়, ঠাণ্ডা করলে শক্ত হয়
ii.
তাপ দিলে নরম হয়, ঠাণ্ডা করলে শক্ত হয়
iii.
তাপ দিলে নরম হয় না বরং পুড়ে শক্ত হয়
নিচের
কোনটি সঠিক?
ক.
i খ. ii
গ.
iii ঘ. i, ii ও iii
১৮.
তন্তু থেকে সুতা কাটার দ্বিতীয় ধাপকে কী বলে?
ক.
ব্লেডিং খ. টুইস্টিং
গ.
মিক্সিং ঘ. কাডিং
১৯.
ইথিলিনের সংকেত কোনটি?
ক.
CH3-CH3 খ. (CH2) 4
গ.
CH2=CH2 ঘ. CH=CH
২০.
ব্ল্যাক লাইম হিসেবে পরিচিত কোনটি?
ক.
CaO খ. CaCo3
গ.
Ca(OH)2 ঘ. ZnCO3
২১.
NaOH ও Hcl এর বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
ক.
লবণহ খ. ক্ষার গ. এসিড ঘ. ক্ষারক
২২.
কোন পদার্থটি লাল লিটমাসকে নীল করে?
ক.
NaoH খ. H2So4
গ.
Nacl ঘ. CaCO3
২৩.
H2So4 একটি এসিড, কারণ-
i.
এর প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে
ii.
এটি নীল লিটমাসকে লাল করে
iii.
এটি টক স্বাদ যুক্ত
নিচের
কোনটি সঠিক?
ক.
i ও ii খ. i ও iii
গ.
i, ii ও iii ঘ. ii ও iii
২৪.
CNG-এর মূল উপাদান কোন গ্যাস?
ক.
ইথেন খ. মিথেন
গ.
বিউটেন ঘ. প্রোপেন
২৫.
কোনটি তেজস্ক্রিয় পদার্থ?
ক.
সিলিকন খ. আর্সেনিক
গ.
রেডিয়াম ঘ. মারকারি
২৬.
গ্যাসকূপে গ্যাসের সঙ্গে নিচের কোনটি থাকে?
ক.
খনিজ পদার্থ খ. পানি
গ.
বায়বীয় পদার্থ ঘ. তেল
২৭.
আইলা কী?
ক.
ঘূর্ণিঝড় খ. বন্যা
গ.
নদী ভাঙন ঘ. খরা
নিচের
উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও
গালিব
৩০ কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর ৬০ নিউটন বল প্রয়োগ করে।
২৮.
উদ্দীপকের বস্তুটির ত্বরণ কত?
ক.
০.৫ মি./সে. খ. ১.৫ মি./সে.
গ.
২ মি./সে. ঘ. ১ মি./সে.
২৯.
উদ্দীপকের গালিব বস্তুটির ওপর প্রযুক্ত বলের অর্ধেক বল প্রয়োগ করলে-
i.
প্রতিক্রিয়া বল বেশি হবে
ii.
বস্তুর ভর কমে যাবে
iii.
ত্বরণ কমে যাবে
নিচের
কোনটি সঠিক?
ক.
i ও ii খ. i ও iii
গ.
ii ও iii ঘ. i, ii ও iii
৩০.
জিন নামটি কে দেন?
ক.
এভেরি খ. ম্যাকলিওডে
গ.
বেটসন ঘ. মেন্ডেল
উত্তর
: ১.খ ২.ক ৩.গ ৪.ঘ ৫.ক ৬.গ ৭.গ ৮.ক ৯.ক ১০.খ ১১.খ ১২.ঘ ১৩.ক ১৪.ঘ ১৫.ক ১৬.গ ১৭.গ ১৮.গ
১৯.গ ২০.খ ২১.ক ২২.খ ২৩.গ ২৪.খ ২৫.গ ২৬.ঘ ২৭.ক ২৮.গ ২৯.খ ৩০.গ
No comments