এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি বিজ্ঞান প্রশ্নোত্তর টিউটোরিয়াল-০৩

বিজ্ঞান প্রশ্নোত্তর

সিনিয়র শিক্ষক, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
প্রাত্যহিক জীবনে তড়িৎ
১. তড়িৎ ক্ষমতা কাকে বলে?
উ : কোনো তড়িৎযন্ত্র প্রতি সেকেন্ড যে পরিমাণ তড়িৎশক্তি ব্যয় করে বা অন্য শক্তিতে রূপান্তরিত করে তাকে বৈদ্যুতিক বা তড়িৎ ক্ষমতা বলে।
২. তড়িৎ বিশ্লেষণ কাকে বলে?
উ : কোনো দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্বক ও ঋণাত্বক অংশে বিভক্ত করার পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে।
৩. BoT কী?
উ: তড়িৎ সরবরাহকে কিলোওয়াট ঘণ্টা একক পরিমাপ করা হয়। এই একককে বোর্ড অব ট্রেড ইউনিট বা BoT ইউনিট বলে।
৪. ক্ষমতা কাকে বলে? উ : কাজ করার হার অর্থাৎ এক সময়ে সম্পন্নকৃত কাজকে ক্ষমতা বলে।
৫. লোডশেডিং কী?
উ : চাহিদার তুলনায় তড়িতের উৎপাদন কম হলে সব জায়গায় একই সঙ্গে তড়িৎ সরবরাহ করা সম্ভব হয় না। তখন কোনো কোনো এলাকার তড়িৎ সরবরাহ বন্ধ করে উৎপাদিত তড়িৎ অন্যান্য এলাকার চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয়। তড়িৎ বণ্টনের জন্য কোনো এলাকার তড়িৎ প্রবাহ বন্ধ থাকাকে লোডশেডিং বলে।
৬. সিস্টেম লস কী?
উ: সাধারণভাবে তড়িৎ উৎপাদন ও সরবরাহের মধ্যে পথে বিদ্যুতের অপচয়কেই সিস্টেম লস বলা হয়।
৭. তড়িৎ মুদ্রণ কাকে বলে?
উ: তড়িৎ বিশ্লেষণ প্রণালিতে হরফ মডেল, ব্লক ইত্যাদি তৈরি করাকে তড়িৎ মুদ্রণ বলে।
৮. ক্ষমতার একক কী? উ: ক্ষমতার একক ওয়াট।
৯. কোন তারে তড়িৎ ভোল্টেজ কম থাকে?
উ: নিরপেক্ষ তারে।
১০. সমান্তরাল সংযোগ কী?
উ: যে বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো উৎসের সঙ্গে সমান্তরালে সংযুক্ত থাকে তাকে সমান্তরাল বর্তনী বলে।
১১. তড়িৎ দ্রব কাকে বলে? উ: তড়িৎ প্রবাহের দ্বারা দ্রবণের যে দ্রবটিকে দুই ভাগে বিভক্ত করা হয় তাকে তড়িৎ দ্রব বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে।
১২. ব্যাটারি কী?
উ: যে যন্ত্রের মাধ্যমে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখা হয় তাকে তড়িৎ কোষ বা ব্যাটারি বলে।
১৩. এক মেগাওয়াট কত ওয়াটের সমান?
উ: এক মেগাওয়াট ১০৬ ওয়াটের সমান।
১৪. মেইন সুইচের ফিউজ কী করে?
উ: মেইন লাইনে অতিরিক্ত চাপ প্রতিহত করে।
১৫. ওয়াট অ্যাম্পিয়ার ও ভোল্টের মধ্যে সম্পর্ক কী?
উ: ওয়াট=অ্যাম্পিয়ারূভোল্ট
১৬. ক্যাথোড তড়িৎ দ্বার কী?
উ: তড়িৎ বিশ্লেষ্য কোষের ঋণাত্বক তড়িৎ দ্বারকে ক্যাথোড তড়িৎ দ্বার বলে।
১৭. আইপিএস(IPS) কী?
উ: আইপিএস হলো ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই।
১৮. পর্যাবৃত্ত প্রবাহ কী?
উ: যে প্রবাহের তড়িৎ প্রবাহের দিকের পরিবর্তন হয় তাকে পর্যাবৃত্ত প্রবাহ বলে।
১৯. বৈদ্যুতিক শক্তির ব্যবহারিক একক কী?
উ: বৈদ্যুতিক শক্তির ব্যবহারিক একক শযি.
২০. ভোল্ট কি? উ: ভোল্ট হচ্ছে তড়িৎ চালক শক্তি ও বিভব পার্থক্যের একক।
২১. আকরিক কাকে বলে?
উ: খনিতে কোনো ধাতু বিশুদ্ধ অবস্থায় থাকে না। নানা ধাতুর মিশ্রণ রূপে থাকে, একে আকরিক বলে।
২২. আয়ন কী?
উ: কোনো অণু, পরমাণু বা যৌগমূলকে যদি স্বাভাবিক সংখ্যার ইলেক্ট্রনের চেয়ে কম বা বেশি ইলেক্ট্রন থাকে তাহলে তাকে আয়ন বলে।
২৩. ইউপিএস কিসের সঙ্গে লাগানো থাকে?
উ: ইউপিএস তড়িৎ উৎস ও একটি কম্পিউটারের মধ্যে লাগানো থাকে।
২৪. ভোল্ট মিটার কাকে বলে?
উ: বর্তনীতে এর দুটো বিন্দুর মধ্যে বৈদ্যুতিক চাপের পার্থক্য সরাসরি পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে ভোল্ট মিটার বলে।
২৫. সর্বপ্রথম কোন বিজ্ঞানী তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা দান করনে? উ: বিখ্যাত বিজ্ঞানী আর হেনিয়াস সর্বপ্রথম ১৮৮১ সালে তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দান করেন।
২৬. তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো যন্ত্রাংশ মেরামত করার পদ্ধতিকে তড়িৎ রিপেয়ারিং বলে।
২৭. ইলেক্ট্রোপ্লোটং কী?
উ: ইলেক্ট্রোপ্লোটিং এমন এক প্রক্রিয়া যার সাহায্যে এক ধাতুর ওপর অন্য ধাতুর প্রলেপ দিয়ে ওই ধাতুর স্থায়িত্ব বৃদ্ধি করা হয়।

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.