এসএসসি পরীক্ষার্থীদের ব্যবসায় উদ্যোগ সৃজনশীল সাজেশন-৬

মোহাম্মদ মনিরুজ্জামান সরকার
সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান : ৭০
যে কোনো ৭টি প্রশ্নের উত্তর দাও : ৭x১০=৭০
১. যশোরের জনাব বিকাশ একজন বেকার যুবক। চাকরি সন্ধান না করেই লেখাপড়া শেষে স্বল্প পুঁজি নিয়ে একটি মুদি দোকান শুরু করেন। ক্রেতাদের চাহিদা থাকায় তার ব্যবসায়টি আরও বড় করার জন্য তার এক বন্ধুকে চুক্তি অনুসারে যুক্ত করলেন।
ক. কোনটিকে আধুনিক যুগের ব্যবসায় টু ব্যবসায় বলে অভিহিত করা হয়? ১
খ. উৎপাদনের বাহন কোনটি? ব্যাখ্যা কর। ২
গ. জনাব বিকাশের প্রথম ব্যবসায়টি মালিকানার কোন ধরনের? ব্যাখ্যা কর। ৩
ঘ. জনাব বিকাশের ব্যবসায় সম্প্রসারণের জন্য গৃহীত পদক্ষেপটি মূল্যায়ন কর। ৪
২. ফরিদা সেন বিসিক থেকে তাঁত শিল্পের প্রশিক্ষণ নেন। পরিবার থেকে পাওয়া দুটি তাঁতযন্ত্র দিয়ে তার কারখানার কাজ শুরু করেন। তিনি ক্রেতাদের চাহিদা মতো শাড়ির অর্ডার নেন, এতে তার প্রতিষ্ঠানের বিক্রির পরিমাণ বৃদ্ধি পায়। তার কারখানায় ১০০ জন শ্রমিক আছে।
ক. অর্থায়ন কী? ১
খ. নারী উদ্যোক্তা বলতে কী বুঝ? ব্যাখ্যা কর। ২
গ. ফরিদা সেন পরিবার থেকে পাওয়া তাঁতযন্ত্র কোন ধরনের সহায়ক সেবার অন্তর্গত? বর্ণনা কর। ৩
ঘ. দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ফরিদা সেনের ভূমিকা মূল্যায়ন কর। ৪
৩. জনাব জহুরুল ইসলাম একজন শিল্প উদ্যোক্তা ও সফল সংগঠন। তিনি ছিলেন পরিশ্রমী, নিষ্ঠবান ও আত্মবিশ্বাসী। তিনি কর্মসংস্থানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
ক. ইস্টার্ন হাউজিং কত সালে প্রতিষ্ঠিত হয়? ১
খ. বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর। ২
গ. কীভাবে জহুরুল ইসলাম নিজেকে সফল সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন? বর্ণনা কর। ৩
ঘ. শিল্পোদ্যোক্তা হিসেবে জনাব জহুরুল ইসলামের অবদান মূল্যায়ন কর। ৪
৪. মিমির হোসেন পণ্য কেনার বিষয়ে সচেতন। কোনো পণ্য কিনতে গেলে তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা তা দেখেন। ব্র্যান্ডের পণ্য কেনার প্রতি তার আগ্রহ থাকায় তিনি মনে করেন বড় প্রতিষ্ঠানে অবশ্যই একটা নির্দিষ্ট মান মেনে চলা হয়।
ক. কপিরাইট কী? ১
খ. পরিবেশ দূষণ বলেত কী বুঝ? ২
গ. মিমির হোসেন কোন ধরনের কর্তৃপক্ষের অনুমোদন দেখেন? ব্যাখ্যা কর। ৩
ঘ. মিমির হোসেন যে আইনগত বিষয়টি দেখে পণ্য কেনেন তার যথার্থতা মূল্যায়ন কর। ৪
৫. ইত্যাদি একটি ফাস্ট ফুড দোকানের মালিক। নিচে তার দোকানের বছর শেষের আয়-ব্যয়ের তথ্য দেয়া হল-
মেশিনারি ক্রয়-৫০,০০,০০০ টাকা।
ভাড়া প্রদান-২০,০০০ টাকা।
অন্যান্য খরচ-৫০,০০০ টাকা।
কাঁচামাল ক্রয়-৩,০০,০০০ টাকা।
যোগাযোগ খরচ-২,০০০ টাকা।
বিক্রয়-৪,০০,০০০ টাকা।
ফ্রিজ ক্রয়-৮০,০০০ টাকা।
বিদ্যুৎ বিল খরচ-৩,০০০ টাকা।
আসবাবপত্র ক্রয়-৭৫,০০০ টাকা।
ক. চলতি খরচ কী? ১
খ. স্থায়ী মূলধন বলতে কী বুঝ? ব্যাখ্যা কর। ২
গ. ইত্যাদির ব্যবসায়ের প্রাক্কলিত লাভ/ক্ষতি পরিমাণ কত? ৩
ঘ. ইত্যাদির ব্যবসায়ের অবস্থা সম্পর্কে তোমার মতামত দাও। ৪
৬. জনাব তপু তার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে তাদের গ্রামের বাড়িতে ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করলেন এবং সফলতা লাভ করলেন।
ক. পরিমিত পরিমাণ ঝুঁকি কী? ১
খ. ঝুঁকি ছাড়া সাফল্য অর্জন সম্ভব নয় কেন? ব্যাখ্যা কর। ২
গ. জনাব তপু তার ফার্মটি গ্রামের বাড়িতে গড়ে তুলেছেন কেন? বর্ণনা কর। ৩
ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তপুর এ উদ্যোগ কতটুকু অবদান রাখবে? মূল্যায়ন কর। ৪
৭. নিচের চিত্রটি লক্ষ্য কর।
ক. স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কী? ১
খ. ব্যবস্থাপনা বলতে কী বুঝ? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে উল্লেখিত স্থানে ব্যবস্থাপনার কোন কাজ রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত স্থানের কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যটি বিশ্লেষণ কর। ৪
৮. আর্থিক অসচ্ছলতার জন্য জনাব সাহেদ এসএসসি পাসের পর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে ব্যবসায়ের স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন।
ক. নট্রামসের প্রধান কাজ কী? ১
খ. আত্মকর্মসংস্থান বলতে কী বুঝ? ব্যাখ্যা কর। ২
গ. জনাব সাহেদের সাফল্য অর্জনে প্রশিক্ষণের প্রয়োজন আছে কি? বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকে সাহেদ তার উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে কোন বিষয়গুলো বিবেচনা করা উচিত বলে তুমি মনে কর। ৪
৯. হাসান কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই নিজ গ্রামে ১টি পোল্ট্রি খামার প্রতিষ্ঠান করেন। ফলে প্রথম দিকে লাভ করতে পারেননি। পরে পোল্ট্রি খামারের ওপর প্রশিক্ষণ নেন। এবং সফলতা লাভ করেন। বর্তমানে তিনি কয়েকটি খামারের মালিক হন।
ক. বিক্রয়কর্মীর ক্রেতা আকর্ষণের কৌশলকে কী বলে? ১
খ. জেন্ডার সচেতনতা বলতে কী বুঝ? ২
গ. হাসানের ব্যবসায়ে প্রথমদিকে লোকসানের কারণ ব্যাখ্যা কর। ৩
ঘ. হাসানের ব্যবসায়ের সফলতা দেশের অর্থনীতিতে সহায়ক- বিশ্লেষণ কর। ৪
১০. লামিয়া আক্তার একজন নারী উদ্যোক্তা। নিজস্ব বিচার-বিবেচনায় জমি ও পুঁজি নিয়ে একটি বস্ত্র কারখানা স্থাপন করেন। বর্তমানে তার কারখানায় উৎপাদিত পণ্য বেশ জনপ্রিয়তা অর্জন করছে।
ক. কুটিরশিল্পের কারিগর কারা? ১
খ. উন্নত ও অনুন্নত শিল্প এলাকা বলতে কী বুঝ? ব্যাখ্যা কর। ২
গ. বাংলাদেশের অর্থনীতিতে লামিয়ার শিল্পটি কোন ধরনের? এর অবদান বর্ণনা কর। ৩
ঘ. লামিয়া আক্তার একজন সফল নারী উদ্যোক্তা- বিশ্লেষণ কর। ৪
১১. কোনো একটি প্রতিষ্ঠানকে সংগঠিত ও সুষ্ঠুভাবে পরিচালনা করাই উদ্যোক্তার প্রধান কাজ। উদ্যোক্তা একজন সৎ ও সাহসী সংগঠক। খুব পরিশ্রমের বলে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারে।
ক. উদ্যোক্তা কে? ১
খ. ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির মধ্যে সম্পর্ক বর্ণনা কর। ২
গ. উদ্দীপকের আলোকে উদ্যোক্তার গুণাবলি বর্ণনা কর। ৩
ঘ. ব্যবসায় প্রতিষ্ঠান লাভজনক করার ক্ষেত্রে উদ্যোক্তার ভূমিকা মুখ্য। মূল্যায়ন কর- ৪

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.