ইসলাম ও নৈতিক শিক্ষা সৃজনশীল সাজেশন -৭
সময়-২
ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান-৭০
[দ্রষ্টব্য
: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে
পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে।]
১।
সাঈদ ও রাহাত দুই বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে গিয়েছিল। সেখানে পাহাড় পর্বত ও
সমুদ্রের মনোরম দৃশ্যাবলি দেখে মুগ্ধ হয়ে সাঈদ বলল, এ সবই মহান আল্লাহর সৃষ্টি।
কিন্তু রাহাত দ্বিমত পোষণ করে বলল, এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে।
ক।
তাওহিদের বিপরীত শব্দ কী? ১
খ।
শিরক অত্যন্ত জঘন্য অপরাধ কথাটি বুঝিয়ে দাও। ২
গ.
রাহাতের মন্তব্যে তার কী মনোভাব প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ.
সাঈদ ও রাহাতের মধ্যকার মতামতকে তুমি যৌক্তিক বলে মনে কর? ইসলামের আলোকে বিশ্লেষণ
কর। ৪
২।
সাকিব একজন গোশত বিক্রেতা। সে গোশতের ত্রুটি গোপন করে তা বিক্রি করে এবং মিথ্যা
কথা বলে। এমনকি মহিষের গোশতকে গরুর গোশত বলেও চালিয়ে দেয়। তা ছাড়া সে ওজনেও কম
দেয়। তার এলাকার প্রখ্যাত আলেম জসিম সাহেবের বয়ান শুনে সে জানতে পারল যে, এ ধরনের
কাজের পরিণাম অত্যন্ত ভয়াবহ।
ক.
হালালকে হারাম মনে করা কী? ১
খ.
মানবিক মূল্যবোধ বলতে কী বোঝায়? ২
গ.
উদ্দীপকে সাকিবের কাজটি পাঠ্যপুস্তকের কোন বিষয়ে অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর। ৩
ঘ.
সাকিবের কাজের পরিণাম কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ কর। ৪
৩।
সজিব ও সাজিদ ঘনিষ্ঠ বন্ধু। সজিব প্রায়ই ফজরের সালাত সূর্যোদ্বয়ের পর এবং আসরে
সালাত সূর্যাস্তের সময় আদায় করে। সাজিদ এলাকার যুবকদের সত্য কথা বলা ও নিয়মিত
সালাত আদায় করার জন্য আহ্বান জানালে কতিপয় যুবক তার কথা শুনে কটুক্তি করে। যুবকদের
অত্যাচার অসহনীয় পর্যায়ে পৌঁছলে তিনি শিক্ষকের শরণাপন্ন হন, শিক্ষক কোরআনের
নিুোক্ত আয়াতটি পড়ে শোনান- ‘অবশ্যই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে।’
ক.
ফারগাব শব্দের অর্থ কী ১
খ.
আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি বুঝিয়ে লিখ। ২
গ.
সজিবের কাজের মাধ্যমে কাদের বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। ৩
ঘ.
সাজিদের কার্যক্রম সূরা আল ইনশিরাহের আলোকে বিশ্লেষণ কর। ৪
৪।
গাছ রোপণ করার কাজটি জহির সাহেব খুব পছন্দ করেন। বর্ষা শুরু হওয়ায় তিনি এ কাজে
ব্যস্ত হয়ে পড়েন। অনেক টাকা-পয়সা খরচ করে গাছের চারা কিনে এনে বাড়িতে জমা করেন।
এটা দেখে তার স্ত্রী বিরক্ত হয়ে বলেন, গাছপালার যতœ বাদ দিয়ে মানুষের সেবায় নিজেকে
নিয়োজিত করা আপনার উত্তম কাজ হবে।
ক.
সাদকা শব্দের অর্থ কী? ১
খ.
‘সমগ্র
সৃষ্টি আল্লাহর পরিজন’- কথাটি বুঝিয়ে দাও। ২
গ.
জহির সাহেবের পছন্দের কাজটি সংশ্লিষ্ট হাদিসের আলোকে ব্যাখ্যা কর। ৩
ঘ.
জহির সাহেবের স্ত্রীর বক্তব্যের যথার্থতা নিরূপণ কর। ৪
৫।
রিফাত সাহেব একজন ইংরেজি শিক্ষিত ব্যক্তি। কিছুদিন হল তিনি আল কোরআনের অর্থসহ
তিলাওয়াত করেছেন। একদিন তিনি তার বন্ধু মারুফ সাহেবকে বললেন, ‘আমি
অনেক সূরা অধ্যয়ন করলাম কোথাও তো তাওহিদ রিসালাত ও আখিরাত ইত্যাদি পেলাম না। এখানে
কেবল ব্যবসা-বাণিজ্য বিচারব্যবস্থা পররাষ্ট্রনীতি বিষয়ে আলোচনা রয়েছে।’
উত্তরে মারুফ সাহেব বললেন, অধ্যয়ন করতে থাক। এতে তুমি যেমন সবই জানতে পারবে তেমনি
এর দ্বারা তোমার অন্তরও পরিশুদ্ধ হবে।
ক.
আল কোরআন সবর্মোট কয়টি অংশে বিভক্ত ১
খ.
সহিহ তিলাওয়াত বলতে কী বেঝায়? ২
গ.
রিফাত সাহেব কোন ধরনের সূরা তিলাওয়াত করেছেন? ব্যাখ্যা কর। ৩
ঘ.
মারুফ সাহেবের বক্তব্য কি সঠিক? কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ কর। ৪
৬.
শামীম সাহেব প্রতি বছর রমজান মাসে সম্পদের হিসাব করে এবং নির্দিষ্ট অংশ তার এলাকার
দরিদ্র, অভাবীদের মাঝে বণ্টন করেন। তিনি তাদের নগদ টাকা না দিয়ে রিকশা, ভ্যান,
গরু, ছাগল, ব্যবসার কাঁচামাল ইত্যাদি কিনে দেন। তার ছোট ভাই মইনুল সাহেব সমাজে
প্রতিষ্ঠা লাভের জন্য বছর শেষে হিসাব করে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেবল তার পছন্দের
লোকদের মাঝে বিতরণ করে।
ক.
জাকাত শব্দের অর্থ কী? ১
খ.
হক্কুল্লাহ বলতে কী বোঝায়? ২
গ.
মইনুল সাহেবের কাজের মাধ্যমে কার আদেশ লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ.
শামীম সাহেবের এভাবে অর্থ দানের যৌক্তিকতা বিশ্লেষণ কর। ৪
৭.
আরিফুল হক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। সে তার এলাকায় জঘন্য ও অন্যায় কাজ সংঘটিত
হয় তা থেকে এলাকার মানুষকে মুক্ত করার জন্য সাধ্যমতো চেষ্টা করেন। তার কথা একটাই
আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) যেভাবে সত্য ও ন্যায়ের পক্ষে এবং অসত্য ও
অন্যায়ের বিরুদ্ধে সব সময় ছিলেন সচেষ্ট, তেমনই আমরা তার অনুসারী হিসেবে সব সময় এ
ধরনের চেষ্টা ও সাধনা করে যাব।
ক.
জ্ঞানের আরবি প্রতিশব্দ কী? ১
খ.
ছাত্র-শিক্ষক সম্পর্ক বলতে কী বোঝায়? ২
গ.
উদ্দীপকে পাঠ্যপুস্তকের কোন ধারণার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর। ৩
ঘ.
তুমি কি মনে কর আরিফুল হকের অবস্থানটি সঠিক? উত্তরের পক্ষে কোরআন ও হাদিসের আলোকে
যুক্তি দাও। ৪
৮.
মতিন সাহেব একজন পরহেজগার বান্দা। তিনি আল্লাহর ইবাদতের পাশাপাশি অন্যান্য
সেবামূলক কাজ সম্পাদন করেন। সব সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করেন। মানুষের
বিপদে-আপদে যথাসাধ্য সহযোগিতা করেন। তিনি মনে করেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য
এটি অন্যতম মাধ্যম।
ক.
সকল সৎ গুণের মূল কী? ১
খ.
আমানত বলতে কী বোঝায়? ২
গ.
মতিন সাহেবের কাজের মাধ্যমে আখলাকে হামিদার কোন গুণটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
৩
ঘ.
মতিন সাহেবের কাজটি ইসলামী দৃষ্টিকোণ থেকে কতটা গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ কর। ৪
৯.
রায়হান তার এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। তার ভয়ে এলাকার লোকজন শান্তিতে থাকতে
পারে না। তার বাবা বিশৃঙ্খলা থেকে তাকে বিরত থাকতে বলেন এবং মহান আল্লাহর বাণীটি
পড়ে শোনান। ‘ফিতনা
হত্যার চেয়েও জঘন্য।’ অন্যদিকে তার বন্ধু রনি সর্বদা অন্যের ক্ষতি কামনা
করে।
ক.
হিংসার আরবি প্রতিশব্দ কী? ১
খ.
প্রতারণা বর্জনীয় কেন? ২
গ.
রনির কাজটি কোন আখলাকের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর। ৩
ঘ.
রায়হানের কাজের পরিণতি ইসলামের আলোকে বিশ্লেষণ কর। ৪
১০.
জনাব আহসান উল্লাহ মসজিদ নির্মাণ করার জন্য অর্থ দান করেন। ইসলামের খলিফাদের মতো
তিনি সামাজিক খাতেও অনেক অর্থ-সম্পদ ব্যয় করেন। জনাব তাসরিক বললেন, ইসলামের
খলিফাদের মধ্যে হজরত আবু বকর (রা) গ্রন্থকারে কোরআন সংরক্ষণ করেছিলেন।
ক.
কে মহানবী (সা.) কে অসাধারণ বালক বলে উল্লেখ করেন? ১
খ.
হজরত মুহাম্মদ (সা.) হজরত আলী (রা.) কে ‘আসাদুল্লাহ’
উপাধি প্রদান করেন কেন? ২
গ.
জনাব আহসান উল্লাহর কাজের মাধ্যমে কোন খলিফার গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করা। ৩
ঘ.
উদ্দীপকে জনাব তাসরিকের উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর। ৪
১১।
জহির সাহেব আশুলিয়া এলাকার একজন শিল্পপতি। তিনি এলাকার মানুষের পানির তীব্র সংকট
দূর করার উদ্দেশ্যে দশ লাখ টাকা ব্যয় করে একটি পানির পাম্প স্থাপন করেন। এ ছাড়া
এলাকায় মুসল্লিদের তুলনায় মসজিদ ছোট হওয়ায় তা সম্প্রসারণের ব্যবস্থা করেন। তার
সহধর্মিণী নাবিলা নিয়মিত সালাত আদায়ের পাশাপাশি ইসলামের মৌলিক বিধানগুলো মেনে চলার
আপ্রাণ চেষ্টা করেন। ব্যক্তিগত জীবনে তিনি সংসারের সব কাজ নিজ হাতে সম্পাদন করেন।
ক.
হারবুল ফিজার অর্থ কী? ১
খ.
হজরত উমর (রা) কে মহানবী (সা.) কেন ফারুক উপাধি দিলেন? ২
গ.
মিসেস নাবিলার কাজের মাধ্যমে কোন মহীয়সী নারীর আদর্শের অনুকরণ করার চেষ্টা করেছেন?
ব্যাখ্যা কর। ৩
ঘ.
জহির সাহেবের কার্যক্রম হজরত উসমান (রা)-এর জীবনাদর্শের আলোকে মূল্যায়ন কর। ৫
No comments