এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি ব্যবসায় উদ্যোগ টিউটোরিয়াল - ০১

ব্যবসায়ের আইনগত দিক
. জীবিকা অর্জন মুনাফা অর্জনের উদ্দেশ্যে কী করার অধিকার সকলের রয়েছে?
উঃ - যে কোনো ব্যবসায় করার
. সকল ব্যবসায় কী ধরনের হতে হবে?
উঃ - দেশের প্রচলিত আইন দ্বারা স্বীকৃত বৈধ হতে হবে
. কত সালে ব্যবসায় উদ্যোগ কোর্সটি ঐচ্ছিক বিষয় হিসেবে মাধ্যমিক পর্যায় অন্তর্ভুক্ত করা হয়?
উঃ - ১৯৯৮ শিক্ষাবর্ষ থেকে
. ব্যবসায় উদ্যোগ বইটি ৩য় সংস্করণে কত কপি ছাপানো হয়েছিলউঃ - ,০০০ কপি
. ব্যবসায় উদ্যোগ বইটি ৪র্থ সংস্করণের কত কপি ছাপানো হয়েছিলউঃ - ,০০০ কপি
. উদ্যোগ বইটির নকল কপি বিক্রি হওয়া সত্ত্বেও লেখক কেন কোনো প্রকার আইনগত ব্যবস্থা নিতে পারেননি?
উঃ তার কোনো কপিরাইট করা ছিল না
. ব্যবসায়ের উদ্যোক্তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ কোনগুলো?
উঃ - কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক ইত্যাদি
. লাইসেন্স কাকে বলে?
উঃ - যে কোনো ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয় বা নিবন্ধন করতে হয়, এই নিবন্ধন বা অনুমোদনকেই লাইসেন্স বলে
. প্রতিষ্ঠানভেদে অনুমোদন বা নিবন্ধন করার পদ্ধতি কেমন হতে পারে?
উঃ - বিভিন্ন রকমের
১০. কোন ক্ষেত্রে একমালিকানা ব্যবসায়ের লাইসেন্স সংগ্রহ করতে হবে?
উঃ - পৌর বা শহর অঞ্চলে ব্যবসায় করলে
১১. পৌর এলাকার ভেতরে অবস্থিত একমালিকানা ব্যবসায় কার কাছ থেকে লাইসেন্স সংগ্রহ করতে হয়?
উঃ - পৌর কর্তৃপক্ষের কাছ থেকে
১২. একক মালিকানা ব্যবসায় যদি পৌর এলাকার বাইরে হয় তাহলে কোথা থেকে লাইসেন্স সংগ্রহ করতে হয়?
উঃ - সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে
১৩. বাংলাদেশে কোন ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়?
 উঃ - অংশীদারি ব্যবসায়
১৪. নিবন্ধনের ক্ষেত্রে আবেদনের ফরমের সঙ্গে কী করতে হবে?
 উঃ - নির্দিষ্ট হারে ফি জমা দিতে হবে
১৫. কোম্পানি আইন অনুসারে বাংলাদেশে কোন ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক?
উঃ - যৌথ মূলধনী ব্যবসায়
১৬. কে কোম্পানির নিবন্ধকের ভূমিকা পালন করে?
উঃ - রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি
১৭. কোম্পানি নিবন্ধনের জন্য কারা নিবন্ধকের নিকট আবেদন করে
উঃ - কোম্পানির প্রবর্তকগণ
১৮. কখন নিবন্ধক একটি কোম্পানিকে নিবন্ধনপত্র প্রদান করে?
উঃ - কোম্পানির দলিলাদি প্রমাণপত্র পরীক্ষা-নিরীক্ষা করে সন্তুষ্ট হলে
১৯. একটি কোম্পানি কখন জন্ম লাভ করে?
উঃ - নিবন্ধনপত্র পাওয়ার পর
২০. প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কতজন প্রবর্তক নিবন্ধনের জন্য আবেদন করতে হবে?
উঃ - কমপক্ষে দুজন প্রবর্তক
২১. পাবলিক লি. কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে কতজন প্রবর্তক নিবন্ধনের জন্য আবেদন করতে হবে?
উঃ - কমপক্ষে সাতজন
২২. কোন কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায় শুরু করতে পারে?
উঃ - প্রাইভেট লিমিটেড কোম্পানি
২৩. পাবলিক লি. কোম্পানির ব্যবসায় শুরু করার জন্য কোনটির প্রয়োজন পড়ে?
উঃ - কার্যারস্তের অনুমতিপত্র
২৪. নিবন্ধনপত্র পাওয়ার পর পর কোন কোম্পানি ব্যবসায় শুরু করতে পারে না?
উঃ - পাবলিক লিমিটেড কোম্পানি
২৫. বর্তমানে কোন পদ্ধতিতে ব্যবসায় স্থাপন পরিচালন জনপ্রিয় হয়ে উঠেছে?
উঃ - ফ্রাইসাইজিং পদ্ধতিতে
২৬. ফ্রানসাইজিং কাকে বলে?
উঃ - কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার এবং এর পণ্য তৈরি, বিক্রি বা বিতরণ করার অধিকারকে ফ্রানসাইজিং বলে
২৭. ব্যান্ড বকস কোম্পানি; পিজ্জাহাট; কেএফসি- কী ধরনের ব্যবসায়ের উদাহরণ?
উঃ - ফ্রানসাইজিং ব্যবসায়ের
২৮. ফ্রানসাইজিং ব্যবসায়ের কটি পক্ষ থাকে?
উঃ - দুটি। যথা- . ফ্রানসাইজর, . ফ্রানসাইজি
২৯. ফ্রানসাইজর কাকে বলে?
উঃ - যে ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্ধারিত চুক্তির বিনিময় অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উক্ত প্রতিষ্ঠানের বা ব্র্যান্ডের পণ্য বা সেবা বিনিময়ের অনুমতি প্রদান করে তাকে বা সেই প্রতিষ্ঠানকে ফ্রানসাইজর বলে
৩০. ‘কেএফসি’- কোন দেশের কোম্পানি?
উঃ - আমেরিকার
৩১. বাংলাদেশের কোন কোম্পানি কেএফসি কোম্পানির ফ্রানসাইজি? - স্ট্রান্সকম লি.
৩২. ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কয়টি?
উঃ - তিনটি। যথা- (ফ্রানসাইজর ফ্রানসাইজির মধ্যে চুক্তিপত্র; ব্যান্ডেড পণ্য বা সেবা; পণ্য বা সেবা স্বীকৃত মান প্রক্রিয়া অনুযায়ী হচ্ছে কিনা তা যাচাইয়ের জন্য ফ্রানসাইজার কর্তৃক মনিটরিং)
৩৩. ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
উঃ - চুক্তি
৩৪. কোন বিষয়গুলো ভেদে ফ্রানসাইজিং চুক্তির ধারাগুলো বিভিন্ন হতে পারে?
উঃ - পুঁজির পরিমাণ; প্রশিক্ষণের ব্যবস্থা; ব্যবস্থাপনায় সাহায্য; ফ্রানসাইজি এলাকা ইত্যাদি
৩৫. ফ্রানসাইজিং চুক্তির বিষয়বস্তু কয়টি?- সাতটি
৩৬. কত সময়ের পর ফ্রানসাইজি তার বিক্রয়ের ওপর নির্দিষ্ট হারে ফি প্রদান করে?
উঃ - এক মাস অন্তর/প্রতিমাসে
৩৭. কত সময়ের জন্য ফ্রানসাইজি ফ্রানসাইজারের পণ্য বা সেবা বিক্রয়ের অধিকার পায়?
উঃ - প্রতিদিনের হিসেবে/দৈনিক
৩৮. কোন ক্ষেত্রে ফ্রানসাইজর চুক্তিপত্র বাতিল করে দিতে পারে?
উঃ - ফ্রানসাইজরের মানদণ্ড অনুযায়ী না হলে
৩৯. ব্যবসায়ের সাফল্য নির্ধারণের মাপকাঠি কী? - আয়
৪০. সফল হতে হলে ব্যবস্থাপনা হতে হবে- পণ্য বা সেবা হতে হবে- 
উঃ - দক্ষ; উত্তম
৪১. ফ্রানসাইজি কোন আইটেমসমূহ বিক্রয় করতে পারবে?
উঃ - যেসব আইটেমসমূহ ফ্রানসাইজর গ্রহণযোগ্য মনে করে
৪২. মেধাসম্পদ কী?
উঃ - মনন মেধা দ্বারা সৃষ্টি কাজই মেধাসম্পদ
৪৩. ফ্রানসাইজিং বা লাইসেনসিংয়ের মাধ্যমে ব্যবসায়ের সুবিধা কোনগুলো?
উঃ - ব্র্যান্ডের পণ্য বাজারজাতকরণ সুবিধা
৪৪. ফ্রানসাইজিং বা লাইসেনসিংয়ের মাধ্যমে ব্যবসায়ের অসুবিধা কোনগুলো? - কড়া মনিটরিং
৪৫. সব উদ্ভাবন সৃজনশীল কর্মকাণ্ডের মূলে কী রয়েছে?
উঃ - মেধাসম্পদ
৪৬. বিশ্বে কত তারিখে মেধা দিবস পালিত হয়?
উঃ - ২৬ এপ্রিল

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.