এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি ব্যবসায় উদ্যোগ টিউটোরিয়াল - ০১
ব্যবসায়ের আইনগত
দিক
১. জীবিকা অর্জন ও মুনাফা অর্জনের উদ্দেশ্যে কী করার অধিকার সকলের রয়েছে?
১. জীবিকা অর্জন ও মুনাফা অর্জনের উদ্দেশ্যে কী করার অধিকার সকলের রয়েছে?
উঃ - যে কোনো
ব্যবসায় করার।
২. সকল ব্যবসায়
কী ধরনের
হতে হবে?
উঃ - দেশের প্রচলিত
আইন দ্বারা
স্বীকৃত ও
বৈধ হতে
হবে।
৩. কত সালে
ব্যবসায় উদ্যোগ
কোর্সটি ঐচ্ছিক
বিষয় হিসেবে
মাধ্যমিক পর্যায়
অন্তর্ভুক্ত করা
হয়?
৪. ব্যবসায় উদ্যোগ
বইটি ৩য়
সংস্করণে কত
কপি ছাপানো
হয়েছিল? উঃ - ৮,০০০
কপি।
৫. ব্যবসায় উদ্যোগ
বইটি ৪র্থ
সংস্করণের কত
কপি ছাপানো
হয়েছিল? উঃ - ৪,০০০
কপি।
৬. উদ্যোগ বইটির
নকল কপি
বিক্রি হওয়া
সত্ত্বেও লেখক
কেন কোনো
প্রকার আইনগত
ব্যবস্থা নিতে
পারেননি?
উঃ তার
কোনো কপিরাইট
করা ছিল
না।
৭. ব্যবসায়ের উদ্যোক্তাদের
বুদ্ধিবৃত্তিক সম্পদ
কোনগুলো?
উঃ - কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক ইত্যাদি।
৮. লাইসেন্স কাকে
বলে?
উঃ - যে কোনো
ব্যবসায় শুরু
করার আগে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
কাছ থেকে
অনুমোদন নিতে
হয় বা
নিবন্ধন করতে
হয়, এই নিবন্ধন
বা অনুমোদনকেই
লাইসেন্স বলে।
৯. প্রতিষ্ঠানভেদে অনুমোদন
বা নিবন্ধন
করার পদ্ধতি
কেমন হতে
পারে?
উঃ - বিভিন্ন রকমের।
১০. কোন ক্ষেত্রে
একমালিকানা ব্যবসায়ের
লাইসেন্স সংগ্রহ
করতে হবে?
উঃ - পৌর বা
শহর অঞ্চলে
ব্যবসায় করলে।
১১. পৌর এলাকার
ভেতরে অবস্থিত
একমালিকানা ব্যবসায়
কার কাছ
থেকে লাইসেন্স
সংগ্রহ করতে
হয়?
উঃ - পৌর কর্তৃপক্ষের
কাছ থেকে।
১২. একক মালিকানা
ব্যবসায় যদি
পৌর এলাকার
বাইরে হয়
তাহলে কোথা
থেকে লাইসেন্স
সংগ্রহ করতে
হয়?
উঃ - সংশ্লিষ্ট জেলা
প্রশাসনের কাছ
থেকে।
১৩. বাংলাদেশে কোন
ব্যবসায় নিবন্ধন
বাধ্যতামূলক নয়?
উঃ - অংশীদারি ব্যবসায়।
উঃ - অংশীদারি ব্যবসায়।
১৪. নিবন্ধনের ক্ষেত্রে
আবেদনের ফরমের
সঙ্গে কী
করতে হবে?
উঃ - নির্দিষ্ট হারে ফি জমা দিতে হবে।
উঃ - নির্দিষ্ট হারে ফি জমা দিতে হবে।
১৫. কোম্পানি আইন
অনুসারে বাংলাদেশে
কোন ব্যবসায়ের
নিবন্ধন বাধ্যতামূলক?
উঃ - যৌথ মূলধনী
ব্যবসায়।
১৬. কে কোম্পানির
নিবন্ধকের ভূমিকা
পালন করে?
উঃ - রেজিস্ট্রার অব
জয়েন্ট স্টক
কোম্পানি।
১৭. কোম্পানি নিবন্ধনের
জন্য কারা
নিবন্ধকের নিকট
আবেদন করে?
উঃ - কোম্পানির প্রবর্তকগণ।
উঃ - কোম্পানির প্রবর্তকগণ।
১৮. কখন নিবন্ধক
একটি কোম্পানিকে
নিবন্ধনপত্র প্রদান
করে?
উঃ - কোম্পানির দলিলাদি
ও প্রমাণপত্র
পরীক্ষা-নিরীক্ষা
করে সন্তুষ্ট
হলে।
১৯. একটি কোম্পানি
কখন জন্ম
লাভ করে?
উঃ - নিবন্ধনপত্র পাওয়ার
পর।
২০. প্রাইভেট লিমিটেড
কোম্পানির ক্ষেত্রে
কতজন প্রবর্তক
নিবন্ধনের জন্য
আবেদন করতে
হবে?
উঃ - কমপক্ষে দু’জন প্রবর্তক
২১. পাবলিক লি.
কোম্পানির ক্ষেত্রে
কমপক্ষে কতজন
প্রবর্তক নিবন্ধনের
জন্য আবেদন
করতে হবে?
উঃ - কমপক্ষে সাতজন।
২২. কোন কোম্পানি
নিবন্ধনপত্র পাওয়ার
সঙ্গে সঙ্গে
ব্যবসায় শুরু
করতে পারে?
উঃ - প্রাইভেট লিমিটেড
কোম্পানি।
২৩. পাবলিক লি.
কোম্পানির ব্যবসায়
শুরু করার
জন্য কোনটির
প্রয়োজন পড়ে?
উঃ - কার্যারস্তের অনুমতিপত্র।
২৪. নিবন্ধনপত্র পাওয়ার
পর পর
কোন কোম্পানি
ব্যবসায় শুরু
করতে পারে
না?
উঃ - পাবলিক লিমিটেড
কোম্পানি।
২৫. বর্তমানে কোন
পদ্ধতিতে ব্যবসায়
স্থাপন ও
পরিচালন জনপ্রিয়
হয়ে উঠেছে?
উঃ - ফ্রাইসাইজিং পদ্ধতিতে।
২৬. ফ্রানসাইজিং কাকে
বলে?
উঃ - কোনো খ্যাতনামা
কোম্পানির নাম
ব্যবহার এবং
এর পণ্য
তৈরি, বিক্রি বা
বিতরণ করার
অধিকারকে ফ্রানসাইজিং
বলে।
২৭. ব্যান্ড বকস কোম্পানি; পিজ্জাহাট; কেএফসি- কী ধরনের ব্যবসায়ের উদাহরণ?
২৭. ব্যান্ড বকস কোম্পানি; পিজ্জাহাট; কেএফসি- কী ধরনের ব্যবসায়ের উদাহরণ?
উঃ - ফ্রানসাইজিং ব্যবসায়ের।
২৮. ফ্রানসাইজিং ব্যবসায়ের
কটি পক্ষ
থাকে?
উঃ - দুটি। যথা-
১. ফ্রানসাইজর, ২. ফ্রানসাইজি।
২৯. ফ্রানসাইজর কাকে
বলে?
উঃ - যে ব্যক্তি
বা প্রতিষ্ঠান
নির্ধারিত চুক্তির
বিনিময় অন্য
কোনো ব্যক্তি
বা প্রতিষ্ঠানকে
উক্ত প্রতিষ্ঠানের
বা ব্র্যান্ডের
পণ্য বা
সেবা বিনিময়ের
অনুমতি প্রদান
করে তাকে
বা সেই
প্রতিষ্ঠানকে ফ্রানসাইজর
বলে।
৩০. ‘কেএফসি’- কোন দেশের
কোম্পানি?
উঃ - আমেরিকার।
৩১. বাংলাদেশের কোন
কোম্পানি কেএফসি
কোম্পানির ফ্রানসাইজি?
- স্ট্রান্সকম লি.।
৩২. ফ্রানসাইজিং ব্যবসায়ের
প্রধান বৈশিষ্ট্য
কয়টি?
উঃ - তিনটি। যথা-
(ফ্রানসাইজর ও
ফ্রানসাইজির মধ্যে
চুক্তিপত্র; ব্যান্ডেড পণ্য
বা সেবা;
পণ্য বা
সেবা স্বীকৃত
মান ও
প্রক্রিয়া অনুযায়ী
হচ্ছে কিনা
তা যাচাইয়ের
জন্য ফ্রানসাইজার
কর্তৃক মনিটরিং)।
৩৩. ফ্রানসাইজিং ব্যবসায়ের
প্রধান বৈশিষ্ট্য
কোনটি?
উঃ - চুক্তি।
৩৪. কোন বিষয়গুলো
ভেদে ফ্রানসাইজিং
চুক্তির ধারাগুলো
বিভিন্ন হতে
পারে?
উঃ - পুঁজির পরিমাণ;
প্রশিক্ষণের ব্যবস্থা;
ব্যবস্থাপনায় সাহায্য;
ফ্রানসাইজি এলাকা
ইত্যাদি।
৩৫. ফ্রানসাইজিং চুক্তির
বিষয়বস্তু কয়টি?-
সাতটি।
৩৬. কত সময়ের
পর ফ্রানসাইজি
তার বিক্রয়ের
ওপর নির্দিষ্ট
হারে ফি
প্রদান করে?
উঃ - এক মাস
অন্তর/প্রতিমাসে।
৩৭. কত সময়ের
জন্য ফ্রানসাইজি
ফ্রানসাইজারের পণ্য
বা সেবা
বিক্রয়ের অধিকার
পায়?
উঃ - প্রতিদিনের হিসেবে/দৈনিক।
৩৮. কোন ক্ষেত্রে
ফ্রানসাইজর চুক্তিপত্র
বাতিল করে
দিতে পারে?
উঃ - ফ্রানসাইজরের মানদণ্ড
অনুযায়ী না
হলে।
৩৯. ব্যবসায়ের সাফল্য
নির্ধারণের মাপকাঠি
কী? - আয়।
৪০. সফল হতে
হলে ব্যবস্থাপনা
হতে হবে-
পণ্য বা
সেবা হতে
হবে-।
উঃ - দক্ষ; উত্তম।
উঃ - দক্ষ; উত্তম।
৪১. ফ্রানসাইজি কোন
আইটেমসমূহ বিক্রয়
করতে পারবে?
উঃ - যেসব আইটেমসমূহ
ফ্রানসাইজর গ্রহণযোগ্য
মনে করে।
৪২. মেধাসম্পদ কী?
উঃ - মনন ও
মেধা দ্বারা
সৃষ্টি কাজই
মেধাসম্পদ।
৪৩. ফ্রানসাইজিং বা
লাইসেনসিংয়ের মাধ্যমে
ব্যবসায়ের সুবিধা
কোনগুলো?
উঃ - ব্র্যান্ডের পণ্য
বাজারজাতকরণ সুবিধা।
৪৪. ফ্রানসাইজিং বা
লাইসেনসিংয়ের মাধ্যমে
ব্যবসায়ের অসুবিধা
কোনগুলো? - কড়া মনিটরিং।
৪৫. সব উদ্ভাবন
ও সৃজনশীল
কর্মকাণ্ডের মূলে
কী রয়েছে?
উঃ - মেধাসম্পদ।
৪৬. বিশ্বে কত
তারিখে মেধা
দিবস পালিত
হয়?
উঃ - ২৬ এপ্রিল।
No comments