এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি ইসলাম ও নৈতিক শিক্ষা মডেল টেস্ট - ০১

সময়-৩০ মিনিট পূর্ণমান -৩০

[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনী অভীক্ষার উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তগুলো থেকে সঠিক-সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান-১]
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবে না।
১. ইসলাম শব্দের অর্থ কী?
ক. বিশ্বাস করা খ. শান্তির পথে চলা
গ. সাধনা করা ঘ. পবিত্রতা রক্ষা করা
২. কোনো কিছুই তাঁর সদৃশ নয় উক্তিটি কোরআনের কোন সূরার অন্তর্গত?
ক. সূরা ইখলাস খ. সূরা আল বাকারা
গ. সূরা শুরা ঘ. সূরা ইয়াসিন
৩. কারা দ্বমুখী নীতিবিশিষ্ট?
ক. মুশরিক খ. মুসলিম
গ. কাফির ঘ. মুনাফিক
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও
আমির হোসেন শুক্রবার মসজিদে ইমাম সাহেবের খুতবায় আখিরাতের শান্তি ও শাস্তির কথা শুনে ইহজীবনের আমল সম্পর্কে সতর্ক হয়ে প্রতিজ্ঞা করল, সে সৎকাজে আত্মনিয়োগ করবে।
৪. আমির হোসেন আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। কারণ সে-
ক. মুত্তাকি খ. ফাসিক
গ. মুনাফিক ঘ. মুশরিক
৫. আমির হোসেন পরকালে শান্তি বা বেহেশত লাভ করবে-
i. মন্দকাজ বাদ দিয়ে ভালো কাজ করলে
ii. পরকালে বিশ্বাস করলে iii. মন্দকাজ করলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. আল-মাজিদ শব্দের অর্থ-
i. সম্মানিত ii. সদুপদেশ iii. মহিমান্বিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. পবিত্র কোরআন সর্বপ্রথম কোথায় সংরক্ষিত ছিল?
ক. বায়তুল ইযযায় খ. বায়তুল মামুরে
গ. লওহে মাহফুজে ঘ. বায়তুন নুরে
৮. ইমদাদ একটি সূরা তিলাওয়াত করে দেখতে পেল এ সূরাটি অত্যন্ত বড় এবং আয়াতগুলোও তুলনামূলকভাবে বড়। ইমদাদ কী ধরনের সূরা তিলাওয়াত করল?
ক. মাক্কি খ. মাদানি
গ. আরবি ঘ. তিরমিজি
৯. কোন হাদিস গ্রন্থে রাসূল (সা.)-এর চিঠিপত্র, সন্ধিপত্র- চুক্তিনামা ইত্যাদি লিখিত ছিল?
ক. বুখারি খ. মুসলিম
গ. তিরমিজি ঘ. আসসাদিকা
১০. রাহাত নিয়মিত জুয়া খেলে এবং একে সে বৈধ মনে করে। তার এরূপ কাজ কিসের মধ্যে শামিল?
ক. শিরক নিফাক খ. নিফাক
গ. কুফর ঘ. তাকওয়া
১১. আল্লাহ হারাম বর্জন করে হালাল বস্তু গ্রহণের নির্দেশ দিয়েছেন। কারণ হালাল বস্তু-
i. দেহ ও মস্তিষ্ককে সুস্থ রাখে
ii. অন্তরে নুর সৃষ্টি করে iii. ভয়ভীতি দূর করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. কিরূপ লোকদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত?
ক. শিক্ষিত খ. অশিক্ষিত
গ. ক্ষমতাবান ঘ. সর্বোত্তম
১৩. যাতে সম্পদ শুধু অর্থশালীদের হাতেই পুঞ্জীভূত না হয় অত্র আয়াত কোন বিষয়টি নির্দেশ করে?
ক. হজ খ. দান করা
গ. জাকাত আদায় ঘ. সাহায্য করা
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও
সমাজসেবক ইলিয়াছ সাহেব ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে এলাকার কিছু নিঃস্ব ও অসহায় মানুষকে অর্থ সাহায্য দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন।
১৪. ইলিয়াছ সাহেবের কাজটি কীসের অন্তর্ভুক্ত?
ক. হাক্কুল্লাহ খ. হাক্কুল ইবাদ
গ. হাক্কুল ওয়ালিদাইন ঘ. হাক্কুল মুয়াল্লিক
১৫. তার এ কাজের ফলে-
i. জান্নাতে যাওয়ার পথ সুগম হবে
ii. মানুষের প্রতি হক আদায় হবে
iii. সমাজে মান-সম্মান বৃদ্ধি হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. মূলত জিহাদ প্রণয়ন করা হয়েছে কেন?
ক. ইসলামের বিস্তারের জন্য খ. ইসলাম প্রতিষ্ঠার জন্য
গ. শান্তি প্রতিষ্ঠার জন্য ঘ. শত্রু দমন করার জন্য
১৭. ইলম কয় প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
১৮. হজের ফরজ কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১৯. সকল পাপ কাজের জননী কোনটি?
ক. ধোঁকাবাজি খ. ভণ্ডামি
গ. মিথ্যা ঘ. গিবত
২০. পরিচ্ছন্নতার আরবি প্রতিশব্দ কী?
ক. নাজাসাত খ. নাজাফাত
গ. রিয়া ঘ. হাসাদ
উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও
সিদ্দিক ও শাহিন একই প্রতিষ্ঠানে চাকরি নেয়। কিছু দিনের মধ্যে শাহিনের কাজের সুনাম ছড়িয়ে পড়লে সিদ্দিক তা সহ্য করতে পারে না। সে শাহিনের নামে নানা ধরনের কুৎসা রটায়।
২১. সিদ্দিকের চরিত্রে কোনটি প্রকাশিত হয়েছে?
ক. অহংকার খ. হিংসা
গ. ক্রোধ গ. লোভ
২২. সিদ্দিকের এ কাজের পরিণতি হবে-
i. তার সৎ কর্মগুলো নষ্ট হয়ে যাবে
ii. আল্লাহ তাকে ক্ষমা করবেন না
iii. প্রতিষ্ঠানে সুনাম অর্জন করবে
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. ওয়াদার আরবি প্রতিশব্দ কী?
ক. আল আহদু খ. আস্ সিদক
গ. আল কিয্ব ঘ. আল ইহসান
২৪. মায়ের পদতলে সন্তানের বেহেশত উক্তিটি কার?
ক. মহান আল্লাহর খ. মহানবী (সা.)-এর
গ. হজরত উমর (রা.)-এর ঘ. হজরত আলী (রা.)-এর
২৫. হজরত উমর (রা.) কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ৫৮০ খ. ৫৮১
গ. ৫৮২ ঘ. ৫৮৩
২৬. ইমাম আবু হানিফা (র.)-এর আদর্শ অনুযায়ী চলতে গেলে আমাদের উচিত হল-
ক. নৈতিক মূল্যবোধ সংরক্ষণ করা
খ. সামাজিক কাজে সহযোগিতা করা
গ. সরকারি কাজে পরামর্শ করা
ঘ. দ্বীনহীনভাবে জীবনযাপন করা
২৭. হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে বিচার কার্যে রাসূল (সা.) কিসের পরিচয় দিয়েছিলেন?
ক. সাহসিকতার খ. বিচক্ষণতার
গ. শক্তির ঘ. সহমর্মিতার
২৮. ন্যায়বিচার বলতে বোঝায়-
i. আইন অনুযায়ী বিচার করা
ii. গণ্যমান্যদের সম্মান প্রদর্শন করা
iii. সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. খলিফা আল-মানসুর কাকে প্রধান বিচারপতির দায়িত্ব নিতে প্রস্তাব দিয়েছিলেন?
ক. ইমাম গাযযালি (র.) খ. ইমাম শাফি (র.)
গ. ইমাম বুখারি (র.) ঘ. ইমাম আবু হানিফা (র.)
৩০. নাসির উদ্দিন তুসি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১২০১ খ. ১০৫৮
গ. ১১১০ ঘ. ১১১১
উত্তর : ১. খ ২. গ ৩. ঘ ৪. ক ৫. ক ৬. খ ৭. গ ৮. খ ৯. ঘ ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. গ ১৪. খ ১৫. ঘ ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. খ ২১.খ ২২. ক ২৩. ক ২৪. খ ২৫. ঘ ২৬.ক ২৭. খ ২৮. খ ২৯. ঘ ৩০. খ

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.