এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান মডেল টেস্ট -০৫

বহুনির্বাচনী অংশ
১. ডাই (Dye) ব্যবহৃত হয়-
i. এনজিও গ্রাফি ii. সিটিস্ক্যান iii. এমআরআই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. ইসিজি করে কী ধরনের চিত্র পাওয়া যায়?
ক. গ্রাফ খ. প্রবাহ চিত্র
গ. চার্ট ঘ. ত্রিমাত্রিক চিত্র
৩. রেডিও থেরাপি কোষের কী ধ্বংস করে?
ক. RNA খ. DNA
গ. কোষ গহ্বর ঘ. মাইটোকন্ড্রিয়া
৪. রঙিন টেলিভিশনের মৌলিক রং হল-
i. লাল ii. আসমানি iii. সবুজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. ফ্যাক্স আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
ক. নিউটন খ. প্লেটো
গ. আলেকজান্ডার ঘ. স্নেল
৬. সব নেটওয়ার্কের জননী কোনটি?
ক. ই-মেইল খ. মোবাইল
গ. টেলিফোন ঘ. ইন্টারনেট
৭. লোডশেডিংয়ের কারণ-
i. বিদ্যুতের অপচয় ii. দুর্বল মনিটরিং ব্যবস্থা iii. বিদ্যুতের যান্ত্রিক ত্রুটি
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. তড়িৎ প্রবাহের একক কোনটি?
ক. অ্যাম্পিয়ার খ. ভোল্ট
গ. ওহম ঘ. কিলোওয়ার্ট-ঘণ্টা
৯. এনার্জি সেভিং বাল্বে কোন গ্যাস ব্যবহার হয়?
ক. সোডিয়াম খ. নিয়ন গ. হিলিমান ঘ. আর্গন
১০. কোনটি মেইন লাইনের অতিরিক্ত তড়িৎ চাপ প্রতিহত করে?
ক. মিটার খ. মেইল বক্স
গ. ফিউজ ঘ. মেইন সুইচ
১১. মানবদেহে ক্ষতিকর জিনকে অপসারণ করে সুস্থ জিন প্রতিস্থাপন করাকে কী বলে?
ক. জিন থেরাপি খ. জিন ম্যাপিং
গ. জিনোম অ্যাডিশন ঘ. ডিনোম ট্রান্সপ্ল্যান্টেশন
১২. উন্নত জাতের পশু উৎপাদনের লক্ষ হচ্ছে-
i. চর্বিযুক্ত মাংস উৎপাদন ii. দ্রুত বিক্রয়যোগ্য করা iii. রোগ প্রতিরোধ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. মানুষের অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কী?
ক. E-coli খ. P. Vinau
গ. TMV ঘ. HIV
১৪. গোল্ডেন রাইস কোন দেশ আবিষ্কার করে?
ক. রাশিয়া খ. সুইডেন গ. আমেরিকা ঘ. চীন
১৫. RNA কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
১৬. মানব ক্লোনিংয়ের প্রধান অন্তরায় কী?
ক. যন্ত্রপাতি খ. জনবল গ. ধর্ম ঘ. অর্থ
১৭. শক্তিশালী নিউক্লীয় বল দুর্বল নিউক্লীয় বলের কতগুণ বেশি?
ক. ১০০ গুণ খ. ১০১২ গুণ
গ. ১০১১ গুণ ঘ. ১০১০ গুণ
নিচের উদ্দীপকটি লক্ষ করে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও
মানুষ ১৫ম ও ২৫ম ভরের দুটি মার্বেল নিয়ে খেলছিল।
১৮. ১ম মার্বেলটির ওপর ৪৫ নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ কত হবে?
ক. 0.33m/s2 খ. 3m/s2
গ. 60m/s2 ঘ. 675m/s2
১৯. একই পরিমাণ বল প্রয়োগ করলে মার্বেল কোনটির ওপর দিয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে?
ক. মসৃণ মাটির মেঝে খ. টাইলেসের মেঝে
গ. পিচ রাস্তা ঘ. ইটের রাস্তা
২০. পৃথিবীর তাপমাত্রা গত ১০০ বছরে কী পরিমাণ বেড়েছে?
ক. ২° সেলসিয়াস খ. ১° সেলসিয়াস
গ. ০.৭৪° সেলসিয়াস ঘ. ০.২৫° সেলসিয়াস।
২১. ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী গ্যাসগুলো হচ্ছে-
i. co ii. so2 iii. No2
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. র, ii ও iii
২২. শতকরা প্রায় কতভাগ প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়?
ক. ১১ ভাগ খ. ২১ ভাগ
গ. ২২ ভাগ ঘ. ৫১ ভাগ
২৩. হিউমাসে কী উপস্থিত থাকে?
ক. অ্যারোমেটিক যৌগ খ. লবণ
গ. সাইট্রিক এসিড ঘ. ফসফরিক এসিড
২৪. বিদ্যুৎ সংযোগের কাজ যারা করেন তারা যে জুতা ব্যবহার করে থাকেন তা-
ক. চামড়ার তৈরি খ. লোহার তৈরি
গ. ফোমের তৈরি ঘ. প্লাস্টিকের তৈরি
২৫. আলপাকা কী
ক. পশম খ. রেয়ন গ. নাইলন ঘ. রেশম
২৬. উত্তল বা অবতল লেন্সের ক্ষমতা তার ফোকাস দূরত্বের কীরূপ?
ক. সমান খ. সমানুপাতিক
গ. ব্যস্তানুপাতিক ঘ. দ্বিগুণ
২৭. স্ত্রী লিঙ্গ নির্ধারক ক্রোমোসম কোনটি?
ক. x খ. y গ. xx ঘ. xy
২৮. দেহে এলার্জি প্রতিরোধ করে কোনটি?
ক. হিস্টাসিন খ. হিস্টামিন
গ. হেপারিন ঘ. নিউট্রোফিল
২৯. অ্যান্টি জঐ ফ্যাক্টরের প্রভাবে নবজাতকের কোন পরাগ হয়?
ক. নিউমোনিয়া খ. ডায়রিয়া
গ. যক্ষ্মা ঘ. জন্ডিস
৩০. সিসামিশ্রিত পানি পান করলে-
i. ফুসফুসে ক্যান্সার হয় ii. শরীর জ্বালাপোড়া করে iii. মেজাজ খিটখিটে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. র, ii ও iii
উত্তর : ১. ঘ ২. ক ৩. খ ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. খ ৮. ক ৯. খ ১০. গ ১১ ক ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. খ ১৯. ক ২০. গ ২১. ঘ ২২. ঘ ২৩. ক ২৪. ঘ ২৫. ক ২৬. গ ২৭. গ ২৮. ক ২৯. ঘ ৩০. গ

No comments

Featured Post

SSC English 1st Paper Model Test Question with Answer [26]

Model Test Question-26   SSC English First Paper Question with Answer Part A : Reading Test (Marks-50)

Powered by Blogger.